মোহাম্মদ ইলিয়াছ
বাংলাদেশী রাজনীতিবিদ
মোহাম্মদ ইলিয়াছ (জন্ম: ১৮ অক্টোবর ১৯৬৩) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
মোহাম্মদ ইলিয়াছ | |
---|---|
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – ২৯ ডিসেম্বর ২০১৮ | |
পূর্বসূরী | হাসিনা আহমেদ |
উত্তরসূরী | জাফর আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কক্সবাজার | ১৮ অক্টোবর ১৯৬৩
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
অন্যান্য রাজনৈতিক দল | জাকের পার্টি |
পেশা | রাজনীতিবিদ, ব্যবসায়ী |
প্রাথমিক জীবন
সম্পাদনামোহাম্মদ ইলিয়াছ ১৮ অক্টোবর ১৯৬৩ সালের কক্সবাজারে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনামোহাম্মদ ইলিয়াছ জাকের পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাকের পার্টির প্রার্থী হিসেবে কক্সবাজার-১ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হন।[৩]
জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কক্সবাজার-১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য মনোনীত হন।[৪] দশম জাতীয় সংসদে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কক্সবাজার-১ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২৩৩। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ "মোহাম্মদ ইলিয়াছ, আসন নং: ২৯৪, কক্সবাজার-১"। দৈনিক প্রথম আলো। ৮ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৯-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২।