জাকিয়া সুলতানা
জাকিয়া সুলতানা (জন্ম: ১৯৬৮) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি সচিব হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২]
জাকিয়া সুলতানা | |
---|---|
সচিব, শিল্প মন্ত্রণালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৬ মে ২০২১ | |
পূর্বসূরী | কে এম আলী আজম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬৮ (বয়স ৫৫–৫৬) সিংড়া, নাটোর, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
প্রাথমিক জীবন
সম্পাদনাজাকিয়া ১৯৬৮ সালে নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা খন্দকার আফজাল আলি ও মা আনোয়ারা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ (আইপিজিএমআর) থেকে শরীরবিদ্যায় ১৯৮৯ সালে বিএসসি এবং ১৯৯১ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে পরিবেশ ব্যবস্থাপনায় এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশ ও বিদেশে তিনি বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেছেন।[৩][৪]
কর্মজীবন
সম্পাদনাজাকিয়া সুলতানা বাংলাদেশ সিভিল সার্ভিসের ১০ম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
জাকিয়া বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, বারডেম, পল্লী সঞ্চয় ব্যাংক এবং সাধারণ বীমা কর্পোরেশন প্রভৃতি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তিনি সচিব হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪][৫][৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের নতুন চেয়ারম্যান জাকিয়া"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৭ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২।
- ↑ "শিল্প সচিব হলেন জাকিয়া সুলতানা"। প্রতিদিনের সংবাদ। ৯ মে ২০২১। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২।
- ↑ "শিল্পসচিব হলেন জাকিয়া সুলতানা"। সমকাল। ৯ মে ২০২১। ২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "জাকিয়া সুলতানার জীবন বৃত্তান্ত"। শিল্প মন্ত্রণালয় (ইংরেজি ভাষায়)। ২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২।
- ↑ "শিল্প সচিব হলেন জাকিয়া সুলতানা"। মানবজমিন। ৯ মে ২০২১। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২।
- ↑ "জাকিয়া শিল্পেই থাকছেন, তথ্যে যাচ্ছেন হুমায়ুন কবীর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ নভেম্বর ২০২২। ২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২।