জাকিয়া সুলতানা কর্ণিয়া

বাংলাদেশী গায়িকা

জাকিয়া সুলতানা কর্ণিয়া একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি ২০১২ সালে অনুষ্ঠিত চ্যানেল নাইন- এর পাওয়ার ভয়েস [৯] প্রতিযোগিতায় রানার্স আপ হন।[১০]

কর্ণিয়া
জন্মনামজাকিয়া সুলতানা কর্ণিয়া
জন্ম (1989-06-08) ৮ জুন ১৯৮৯ (বয়স ৩৪)
মাগুরা জেলা,বাংলাদেশ
ধরনরক সঙ্গীত [১] ,পপ সঙ্গীত [২] ,ক্লাসিকাল
পেশাপ্লে ব্যাক [৩] , মডেল [৪]
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল২০১২-বর্তমান

শৈশব ও পড়ালেখা সম্পাদনা

জাকিয়া সুলতানা কর্নিয়া জন্ম গ্রহণ করেন ৮ই মে ১৯৮৯ সালে মাগুরা জেলা।তার পৈত্রিক বাড়ি ঝিনাইদহ। তার বাবা আবু বকর মা সেলিনা আক্তার।তার বাবার চাকরি সুত্রে ঢাকা তেই বেড়ে উঠেছেন।মাধ্যমিক পড়া-লেখা করেছেন বিএএফ শাহীন কলেজ, উচ্চ মাধ্যমিক পড়েছেন আইডিয়াল কমার্স কলেজ থেকে। বিবিএ করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে।

সংগীত জীবন সম্পাদনা

তার গানের অ আ শিক্ষা তার মায়ের নিকট হতে।এর পর ষষ্ঠ শ্রেণীতে টিটু সিহাব এর কাছে গান শিখেন।এর পর সঙ্গীত কে আরো জোড়ালো করতে ছায়ানট এ ভর্তি হন, তারপর ওস্তাদ সঞ্জীব দের কাছে ক্ল্যাসিকসহ সব ধরনের গানের তালিম নিয়েছেন।এর পর বিভিন্ন সময় স্টেজ শো তে গান গাইতেন। এর পর চ্যানেল নাইন এ পাওয়ার ভয়েস ২০১২ তে অংশগ্রহণ করে রানার্সআপ হন তার পর হতে একের পর এক গান করতে থাকেন।এর পর হতে আসিফ আকবর [১১] , আরেফিন রুমি [১২] বেলাল খান [১৩] সহ অনেকের সাথেই সংগীত গেয়েছেন।মিক্সড অ্যালবাম, ডুয়েট গান ও ১৫ এর ও অধিক চলচিত্রে গান গেয়েছেন।

গান সুমূহ সম্পাদনা

তার গানের জীবনে পপ সঙ্গীত রক সঙ্গীত ক্লাসিক সহ অনেক ধরনের গান গেয়েছেন

মিক্সড অ্যালবাম সম্পাদনা

  • পাওয়ার স্টোর [১৪]
  • তোমার হাসি [১৫]
  • একবার ছুয়ে যা হ্রদয় [১৬]
  • কি করে তোকে বুজাই [১৭]
  • এলোমেলো জীবন [১৮]
  • মেঘ বলছি [১৯]
  • যত ভালবাসি [২০]
  • তারায় তারায় [২১]
  • মন খারাপের দিন [২২]
  • বাংলাদেশ [২৩]
  • হিরো [২৪]
  • বৈশাখের গান [২৫]
  • প্রেমের খেলা [২৬]
  • লাগ ভেলকি [২৭]
  • তোমায় [২৮]
  • তুই সে ভালো থাক, ইত্যাদি।

ছবির গান সম্পাদনা

পুরস্কার সম্পাদনা

  • পাওয়া ভয়েস ২০১২ [৩৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রক গান" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "পপ গান" 
  3. "প্লে ব্যাক" 
  4. "মডেল" 
  5. "আসিফ আকবরের সংঙ্গে গান গাওয়া" 
  6. "আরফিন রুমির সংঙ্গে গান গাওয়া" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "বেলাল খানের সংঙ্গে গান গাওয়া" 
  8. "প্রতিক এর সংঙ্গে গান গাওয়া" 
  9. "পাওয়া ভয়েস অংশগ্রহন" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "রানার্স আপ হওয়া"। ২০১৯-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৭ 
  11. "আসিফ এর সংঙ্গে ডুয়েট গান গাওয়া" 
  12. "আরফিন রুমি এর সংঙ্গে ডুয়েট গান গাওয়া" 
  13. "বেলাল খান এর সংঙ্গে ডুয়েট গান গাওয়া"। ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০ 
  14. "প্রথম এলবাম পাওয়ার স্টোর" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. "তোমার হাসি" 
  16. "একবার ছুয়ে যা হ্রদয়" 
  17. "কি করে তোকে বোঝাই" 
  18. "এলোমেলো" 
  19. "মেঘ বলছি" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  20. "যত ভালবাসি" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  21. "তারায় তারায়"। ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০ 
  22. "মন খারাপের দিন" 
  23. "বাংলাদেশ" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  24. "হিরো" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  25. "বৈশাখের গান" 
  26. "প্রেমের খেলা" 
  27. "লাগ ভেলকি" 
  28. "তোমায়" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  29. "রাঙা মন"। ৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  30. "স্টোরি অফ সামারা" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  31. "পুড়ে যায় মন" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  32. Dhakatimes24.com। "জাহেদীর কথায় 'কাগজ'র টাইটেল গাইলেন কর্ণিয়া"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-৩০ 
  33. "সিনেমার টাইলেট গানে কণ্ঠ দিলেন কর্ণিয়া"deltatimes24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-৩০ 
  34. "পুরস্কার"। ২০১৯-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৭