জর্জ শেপস্টোন

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

জর্জ হ্যারল্ড শেপস্টোন (ইংরেজি: George Shepstone; জন্ম: ৯ এপ্রিল, ১৮৭৬ - মৃত্যু: ৩ জুলাই, ১৯৪০) নাটাল প্রদেশের পিটারমারিৎজবার্গ এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৬ থেকে ১৮৯৯ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

জর্জ শেপস্টোন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজর্জ হ্যারল্ড শেপস্টোন
জন্ম৯ এপ্রিল, ১৮৭৬
পিটারমারিৎজবার্গ, নাটাল প্রদেশ
মৃত্যু৩ জুলাই, ১৯৪০
জার্মিস্টন, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৫)
২ মার্চ ১৮৯৬ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৪ ফেব্রুয়ারি ১৮৯৯ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২২
রানের সংখ্যা ৩৮ ৬৯৩
ব্যাটিং গড় ৯.৫০ ২১.০০
১০০/৫০ ০/০ ১/১
সর্বোচ্চ রান ২১ ১০৪
বল করেছে ১১৫ ১৬৮০
উইকেট - ৪২
বোলিং গড় - ১৬.২৩
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ৫/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ১১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৫ মার্চ ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল ও ইংরেজ ক্রিকেটে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন জর্জ শেপস্টোন

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৮৯৫-৯৬ মৌসুম থেকে ১৯০৪-০৫ মৌসুম পর্যন্ত জর্জ শেপস্টোনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। মুক্ত মনে ব্যাটিংয়ে নামতেন। এছাড়াও, চমৎকার ফাস্ট বোলার ছিলেন জর্জ শেপস্টোন। রেপটন এলাকায় পড়াশুনো করেন। ১৮৯২-৯৩ মৌসুমে প্রথম একাদশে খেলেছিলেন।

১৮৯৮ থেকে ১৯০৫ সাল পর্যন্ত ট্রান্সভালের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছিলেন। এপ্রিল, ১৮৯৮ সালে কেপ টাউনে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট দলের বিপক্ষে ১০৪ রান তুলেন। এটিই তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ হিসেবে চিত্রিত হয়।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন জর্জ শেপস্টোন। ২ মার্চ, ১৮৯৬ তারিখে জোহেন্সবার্গে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১৪ ফেব্রুয়ারি, ১৮৯৯ তারিখে এই মাঠে ও একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

ইংল্যান্ড থেকে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার পক্ষে জোহেন্সবার্গে দুইটি প্রতিনিধিত্বমূলক খেলায় অংশ নেন। মার্চ, ১৮৯৬ সালে লর্ড হকের নেতৃত্বাধীন সফররত ইংরেজ দলের বিপক্ষে খেলেন। এরপর, ১৮৯৯ সালে ইয়র্কশায়ারীয় অধিনায়কের নেতৃত্বাধীন দলের বিপক্ষে দ্বিতীয় খেলায় অংশ নিয়েছিলেন। খেলাগুলোয় তিনি ২১, ৯, ৮ ও রান তুলেছিলেন।

১৯০৪ সালে ফ্রাঙ্ক মিচেলের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। তবে, অসুস্থতার কবলে পড়লে খুব কমই ক্রিকেট খেলার সাথে নিজেকে জড়িত রাখতে পেরেছিলেন।

৩ জুলাই, ১৯৪০ তারিখে ৬৪ বছর বয়সে ট্রান্সভালের জার্মিস্টন এলাকায় জর্জ শেপস্টোনের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০ 
  3. "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা