চর মার্টিন ইউনিয়ন

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার একটি ইউনিয়ন

চর মার্টিন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলার একটি ইউনিয়ন

চর মার্টিন
ইউনিয়ন
৪নং চর মার্টিন ইউনিয়ন পরিষদ
চর মার্টিন চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চর মার্টিন
চর মার্টিন
চর মার্টিন বাংলাদেশ-এ অবস্থিত
চর মার্টিন
চর মার্টিন
বাংলাদেশে চর মার্টিন ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৬′৩″ উত্তর ৯০°৫১′২০″ পূর্ব / ২২.৭৬৭৫০° উত্তর ৯০.৮৫৫৫৬° পূর্ব / 22.76750; 90.85556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলাকমলনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সাক্ষরতার হার
 • মোট৩৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭৩১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

কমলনগর উপজেলার মধ্যাংশে চর মার্টিন ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর লরেন্স ইউনিয়ন; পশ্চিমে চর কালকিনি ইউনিয়ন; দক্ষিণে সাহেবেরহাট ইউনিয়ন, পাটারীরহাট ইউনিয়নহাজিরহাট ইউনিয়ন এবং পূর্বে তোরাবগঞ্জ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

চর মার্টিন ইউনিয়ন কমলনগর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কমলনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৭নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ এর অংশ।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  1. উত্তর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. দক্ষিণ মার্টিন এসহাক হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. চর মার্টিন মুন্সিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
  4. মধ্য মার্টিন উচ্চ বিদ্যালয়
  5. চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

  • লক্ষ্মীপুর রামগতি রোড থেকে বাস সিএনজি সুজুকি(টমটম) যোগে করইতলা বাজার নামতে হবে বাজারে পশ্চিম পাশের রাস্তায় দিয়ে রিক্সা সিএনজি অটো দিয়ে যাওয়া যায়।

খাল ও নদী সম্পাদনা

উত্তর মার্টিন বাজার এর দক্ষিণ দিকে একটি ঐতিহাসিক খাল রয়েছে, যা মুসার খাল হিসেবে পরিচিত, এটির মূল মোহনা লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরীর হাট হয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। উল্লেখযোগ্য খালটি খরা মৌসুমেও শুকায় না বিদায় এই এলাকায় খালটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কৃষকদের জন্য অনক গুরুত্বপূর্ণ। ইরি ধান চাষের জন্য এই খাল থেকেই পানি উত্তোলন করে থাকেন।

হাট-বাজার সম্পাদনা

  • উত্তর মার্টিন শান্তির হাট বাজার (নর্থমার্টিন)
  • দক্ষিণ মার্টিন চৌধুরী বাজার
  • মুন্সির হাট বাজার
  • বলির পোল বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

উত্তর মার্টিন সাইক্লোন সেন্টার, নর্থমার্টিন বাজার এবং হাসপাতাল রোড।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা