হাজিরহাট ইউনিয়ন, কমলনগর

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার একটি ইউনিয়ন

হাজিরহাট বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলার একটি ইউনিয়ন

হাজিরহাট
ইউনিয়ন
৭নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ
হাজিরহাট চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হাজিরহাট
হাজিরহাট
হাজিরহাট বাংলাদেশ-এ অবস্থিত
হাজিরহাট
হাজিরহাট
বাংলাদেশে হাজিরহাট ইউনিয়ন, কমলনগরের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৩′১৮″ উত্তর ৯০°৫২′৩৬″ পূর্ব / ২২.৭২১৬৭° উত্তর ৯০.৮৭৬৬৭° পূর্ব / 22.72167; 90.87667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলাকমলনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭৩১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

কমলনগর উপজেলার দক্ষিণাংশে হাজিরহাট ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে পাটারীরহাট ইউনিয়ন, উত্তরে চর মার্টিন ইউনিয়নতোরাবগঞ্জ ইউনিয়ন, পূর্বে চর কাদিরা ইউনিয়ন এবং দক্ষিণে রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

হাজিরহাট ইউনিয়ন কমলনগর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কমলনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৭নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • সরকারি উপকূল কলেজ
  • হাজিরহাট ফাযিল মাদ্রাসা
  • সরকারি মিল্লাত একাডেমী
  • তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়
  • চর কালকিনি আর্দশ উচ্চ বিদ্যালয়
  • আল-আমিন ক্যাডেট মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

বাস, সিএনজি, লেগুনা, ব্যাটারি চলিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা, সাইকেল,ইজিবাইক ইত্যাদি।

খাল ও নদী সম্পাদনা

১। মেঘনা নদী ২। জারিরদোনা খাল

হাট-বাজার সম্পাদনা

  • হাজিরহাট বাজার
  • করুনা নগর বাজার
  • মাস্টার আব্দুর রব বাজার
  • চর লরেন্স বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

  • ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার স্মৃতিসৌধ
  • মেঘনা সী-বিচ

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

  • কমরেড তোয়াহা; ভাষা সৈনিক, রাজনীতিবিদ, সাবেক এমএলএ।
  • আবুল খায়ের; তৎকালীন রামগতি হাতিয়ার সংসদ সদস্য।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা