চরমোনাই ইউনিয়ন

বরিশাল জেলার অন্তর্গত বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়ন
(চরমোনাই থেকে পুনর্নির্দেশিত)

চর মোনাই বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়ন

চর মোনাই
ইউনিয়ন
৫নং চর মোনাই ইউনিয়ন পরিষদ
চর মোনাই বরিশাল বিভাগ-এ অবস্থিত
চর মোনাই
চর মোনাই
চর মোনাই বাংলাদেশ-এ অবস্থিত
চর মোনাই
চর মোনাই
বাংলাদেশে চরমোনাই ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৪′৩.৯৯৮″ উত্তর ৯০°২৬′৪৬.০০০″ পূর্ব / ২২.৭৩৪৪৪৩৮৯° উত্তর ৯০.৪৪৬১১১১১° পূর্ব / 22.73444389; 90.44611111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
উপজেলাবরিশাল সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানসৈয়দ মুহাম্মদ জিয়াউল করীম
আয়তন
 • মোট৪,৭৫৭ হেক্টর (১১,৭৫৫ একর)
জনসংখ্যা
 • মোট২৮,৭৯০
 • জনঘনত্ব৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৬ ৫১ ৫১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

কথিত রয়েছে, নদী বেষ্টিত চর মোনাই ইউনিয়নের ভূখণ্ড একসময় বরিশালের উপর দিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলা নদীর অংশ ছিল। কোন একসময় নদীর মাঝখানে ছোট চরের উদ্ভব হয়। সেখানে মোনাই নামে একজন পাগল ছনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে বসবাস ও নামাজ রোজা করত। কেউ কেউ তাকে দরবেশ বলেও অভিহিত করেন। পরবর্তীতে তার নাম অনুসারেই চর মোনাই ইউনিয়নের নামকরণ করা হয়। ১৯৬৪ সালের ২০শে মার্চ চর মোনাই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।[]

চর মোনাই ইউনিয়নের আয়তন ১১,৭৫৫ একর।[]

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

চর মোনাই ইউনিয়নের পশ্চিমে কীর্তনখোলা নদীচর বাড়িয়া ইউনিয়ন, পূর্বে ইলিশা নদী, উত্তরে আড়িয়ালখাঁ নদী এবং দক্ষিণে কড়ইতলা নদী, চর কাউয়া ইউনিয়ন, চাঁদপুরা ইউনিয়নটুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট অবস্থিত। এ ইউনিয়নের মধ্যদিয়ে বয়ে গেছে বিশ্বাসের হাটের খাল, ডিংগামানিক-বুখাইনগর খাল, গিলাতলী-পশুরীকাঠী খাল, চরমোনাই-রাজারচর খাল, চরবুখাইনগর ও নলচর খাল।[]

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

চর মোনাই ইউনিয়ন বরিশাল সদর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কাউনিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৩নং নির্বাচনী এলাকা বরিশাল-৫ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর মোনাই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,৭৯০ জন। এর মধ্যে পুরুষ ১৪,১৬৩ জন এবং মহিলা ১৪,৬২৭ জন। মোট পরিবার ৬,২২০টি।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর মোনাই ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৯%।[] এ ইউনিয়নে ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  • চর মোনাই বিশ্বাসের হাট ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়
  • চর হোগলা মাধ্যমিক বিদ্যালয়
  • নলচর মাধ্যমিক বিদ্যালয়
  • বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়
  • রাজার চর মাধ্যমিক বিদ্যালয়
  • রাজার চর জবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়
  • শালুকা মাধ্যমিক বিদ্যালয়

স্বাস্থ্য

সম্পাদনা

স্বাস্থ্যসেবার জন্য চর মোনাই ইউনিয়নে একটি সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও দুইটি (গিলাতলি ও চর বুখাইনগর) কমিউনিটি ক্লিনিক রয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী এনজিও কাজ করে।

অর্থনীতি

সম্পাদনা

চর মোনাই ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এ অঞ্চলে ইটের ভাটা ছাড়া অন্য কোন শিল্পকারখানা গড়ে ওঠেনি।

দর্শনীয় স্থান ও স্থাপনা

সম্পাদনা
  • ঐত্যিহ্যবাহী রাজারচর মহাবট আশ্রম
  • চরমোনাই কওমী মাদরাসা।
  • চরমোনাই কামিল মাদরাসা
  • চরমোনাই সেতু।

১৯২৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে দুবার বাংলা অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "একনজরে ৫নং চরমোনাই ইউনিয়ন"বাংলাদেশ তথ্য বাতায়ন। ১৮ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা