চর কাউয়া ইউনিয়ন
চর কাউয়া বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়ন।
চর কাউয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে চর কাউয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪০′৩০.০০০″ উত্তর ৯০°২২′৫৪.০০১″ পূর্ব / ২২.৬৭৫০০০০০° উত্তর ৯০.৩৮১৬৬৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরিশাল জেলা |
উপজেলা | বরিশাল সদর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩,৭৮২ হেক্টর (৯,৩৪৬ একর) |
জনসংখ্যা | |
• মোট | ৩০,২৩২ |
• জনঘনত্ব | ৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৬ ৫১ ৪৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
ছোট এই গ্রামে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বরিশাল -ভোলার মেইন সড়ক পথ, অসংখ্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ শতাধিক মসজিদ। [ছোট এই গ্রামে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বরিশাল-ভোলার মেইন সড়ক পথ, অসংখ্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ শতাধিক মসজিদ। শান্তি শৃঙ্খলা ভাবে বসবাসকারী প্রায় ৩০ হাজারের উপরে মানুষ বসবাস করে এই গ্রাম। এই গ্রামের রয়েছে শতকরা শিক্ষার হার (৮২%)। ছোট এই গ্রামে রয়েছে পর্যটকদের জন্য পিকনিকের স্থান! ## মানুষ মজার ছলে হলেও একবার চরকাউয়া বা ( crow land) ঘুরতে আসো তাদের একটি বড় স্বপ্ন। ##আমরা স্থানীয়রা গর্বিত আমরা এখানে জন্ম নিয়ে। প্রতিবেদন হৃদয় ১]
আয়তন
সম্পাদনাচর কাউয়া ইউনিয়নের আয়তন ৯,৩৪৬ একর।[১]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাচর কাউয়া ইউনিয়ন বরিশাল সদর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বন্দর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৩নং নির্বাচনী এলাকা বরিশাল-৫ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর কাউয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০,২৩২ জন। এর মধ্যে পুরুষ ১৫,০৭৮ জন এবং মহিলা ১৫,১৫৪ জন। মোট পরিবার ৬,৪৭৯টি।[১]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর কাউয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৭%।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
উদ্ধৃতি ত্রুটি: "ছোট এই গ্রামে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বরিশাল-ভোলার মেইন সড়ক পথ, অসংখ্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ শতাধিক মসজিদ। শান্তি শৃঙ্খলা ভাবে বসবাসকারী প্রায় ৩০ হাজারের উপরে মানুষ বসবাস করে এই গ্রাম। এই গ্রামের রয়েছে শতকরা শিক্ষার হার (৮২%)। ছোট এই গ্রামে রয়েছে পর্যটকদের জন্য পিকনিকের স্থান! ## মানুষ মজার ছলে হলেও একবার চরকাউয়া বা ( crow land) ঘুরতে আসো তাদের একটি বড় স্বপ্ন। ##আমরা স্থানীয়রা গর্বিত আমরা এখানে জন্ম নিয়ে। প্রতিবেদন হৃদয়" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="ছোট এই গ্রামে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বরিশাল-ভোলার মেইন সড়ক পথ, অসংখ্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ শতাধিক মসজিদ। শান্তি শৃঙ্খলা ভাবে বসবাসকারী প্রায় ৩০ হাজারের উপরে মানুষ বসবাস করে এই গ্রাম। এই গ্রামের রয়েছে শতকরা শিক্ষার হার (৮২%)। ছোট এই গ্রামে রয়েছে পর্যটকদের জন্য পিকনিকের স্থান! ## মানুষ মজার ছলে হলেও একবার চরকাউয়া বা ( crow land) ঘুরতে আসো তাদের একটি বড় স্বপ্ন। ##আমরা স্থানীয়রা গর্বিত আমরা এখানে জন্ম নিয়ে। প্রতিবেদন হৃদয়"/>
ট্যাগ পাওয়া যায়নি