চরণদ্বীপ ইউনিয়ন

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার একটি ইউনিয়ন
(চরনদ্বীপ ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

চরণদ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

চরণদ্বীপ
ইউনিয়ন
৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ
ডাকনাম: মিলাদ নগর
চরণদ্বীপ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চরণদ্বীপ
চরণদ্বীপ
চরণদ্বীপ বাংলাদেশ-এ অবস্থিত
চরণদ্বীপ
চরণদ্বীপ
বাংলাদেশে চরণদ্বীপ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৫′৫″ উত্তর ৯১°৫৬′১২″ পূর্ব / ২২.৪১৮০৬° উত্তর ৯১.৯৩৬৬৭° পূর্ব / 22.41806; 91.93667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবোয়ালখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সুন্নী অধ্যুষিত এলাকা।০৮
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ শামসুল আলম
আয়তন
 • মোট৬.০৬ বর্গকিমি (২.৩৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৮,৯২৬
 • জনঘনত্ব৩,১০০/বর্গকিমি (৮,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭২.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৬৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

চরণদ্বীপ ইউনিয়নের আয়তন ১,৪৯৭ একর (৬.০৬ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরণদ্বীপ ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৯২৬ জন। এর মধ্যে পুরুষ ৮,৮২৩ জন এবং মহিলা ১০,১০৩ জন। মোট পরিবার ৩,৭৮৯টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

বোয়ালখালী উপজেলার সর্ব-উত্তরে কর্ণফুলী নদীর পাড়ে চরণদ্বীপ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন; দক্ষিণে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন, পোপাদিয়া ইউনিয়নকধুরখীল ইউনিয়ন; পশ্চিমে কধুরখীল ইউনিয়ন এবং উত্তরে কর্ণফুলী নদীরাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নবাগোয়ান ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

চরণদ্বীপ ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার অাওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:[২]

  • চরণদ্বীপ
  • সৈয়দনগর

নামকরণ সম্পাদনা

হযরত বু-আলী কালন্দর শাহ (রহ.) বোয়ালখালী আসার সময় নদী পথে চরণদ্বীপে তার পবিত্র চরণ রেখেছিলেন বলেই এর নাম চরণদ্বীপ হয়েছে বলে জনশ্রুতি আছে।[৩]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরণদ্বীপ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭.২%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাদ্রাসা[৪]
মাধ্যমিক বিদ্যালয়[৫]
প্রাথমিক বিদ্যালয়
  • চরণদ্বীপ আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরণদ্বীপ দেওয়ান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরণদ্বীপ সিকদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব চরণদ্বীপ ঘাটিয়াল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারৈপাড়া মোস্তাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রারৈয়াপাড়া আহছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • আলা হযরত ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি
  • ইমাম হাছান (রা.) একাডেমী
  • সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন
  • হাজী কিন্ডারগার্টেন।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

চরণদ্বীপ ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল কালুরঘাট-চরণদ্বীপ সড়ক, চরণদ্বীপ-শ্রীপুর সড়ক এবং চরণদ্বীপ-আমুচিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট থেকে নৌপথে এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

চরণদ্বীপ ইউনিয়নে ১৪টি মসজিদ ও ৭টি ঈদগাহ রয়েছে।[৬][৭] ২টি বুদ্ব মন্দির রয়েছে।

খাল ও নদী সম্পাদনা

চরণদ্বীপ ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইব্রাহীম চৌধুরী খাল, আছুয়ার পোল খাল, হাজীপাড়া খাল এবং মাইজপাড়া-সৈয়দনগর সংযোগ খাল।[৮]

হাট-বাজার সম্পাদনা

চরণদ্বীপ ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল চরণদ্বীপ ফকিরহাট এবং মধ্যম সৈয়দনগর চাঁদার হাট।[৯]

দর্শনীয় স্থান সম্পাদনা

ফকিরাখালী ব্লক ভিউ, আল্লামা শাহ অছিউর রহমান আল ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, হযরত শাহ হারবাংগীরি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ,

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

চরণদ্বীপ ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১১]

  • আল্লামা শেখ অছিয়র রহমান আল ফারুকী –– সুফি সাধক।
  • আল্লামা সৈয়দ আমিনুল ইসলাম হারবাংগিরী –– সুফি সাধক।
  • ডাঃ রুকন উদ্দীন চৌধুরী –– প্রাক্তন অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ।
  • মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী –– ইসলামী ব্যক্তিত্ব।
  • মুহাম্মদ সিরাজুল ইসলাম –– প্রাক্তন সংসদ সদস্য।

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শামসুল আলম[১২]
চেয়ারম্যানগণের তালিকা[১৩]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মুহাম্মদ আতাউল হক ১৯৭১-১৯৭৩
০২ কবির আহমদ ১৯৭৩-১৯৭৭
০৩ সিরাজুল ইসলাম ১৯৭৭-১৯৮৪
০৪ আতাউল হক ১৯৮৪-১৯৯০
০৫ আবদুল মোনাফ ১৯৯০-১৯৯৪
০৬ ফরিদুল আলম ১৯৯৪-১৯৯৫
০৭ নুরুল আলম ১৯৯৫-১৯৯৭
০৮ রফিক উদ্দিন ১৯৯৭-১৯৯৯
০৯ মাহবুবুল আলম ১৯৯৯-২০০৫
১০ নুরুল আলম ২০০৫-২০১১
১১ মুহাম্মদ শোয়াইব রেজা ২০১১-২০১৬
১২ মুহাম্মদ শামসুল আলম ২০১৬-বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "চরণদ্বীপ ইউনিয়নের ইতিহাস - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  4. "মাদ্রাসা - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd 
  6. "চরণদ্বীপ ইউনিয়নের মসজিদসমূহ - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "চরণদ্বীপ ইউনিয়নের ঈদগাহসমূহ - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  8. "নদী ও খাল - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  9. "হাট বাজার - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  10. "দর্শনীয় স্থান - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  11. "চরণদ্বীপ ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্ব - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  12. "মোহাম্মদ শামসুল আলম - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  13. "চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd। ২১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা