চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা চট্টগ্রাম মহানগর পুলিশ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। এটি ১৯৭৮ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের আওতায় প্রতিষ্ঠিত হয়েছিল।[১]

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
সিএমপি-এর লোগো
সিএমপি-এর লোগো
প্রচলিত নামপুলিশ
সংক্ষেপসিএমপি
নীতিবাক্যনিরাপত্তায় আস্থার ঠিকানা
সংস্থা পরিদর্শন
প্রতিষ্ঠাকালনভেম্বর ৩০, ১৯৭৮
অঞ্চল কাঠামো
পরিচালনার অঞ্চলচট্টগ্রাম, চট্টগ্রাম,  বাংলাদেশ
আয়তন৩০৪,৬৬ বর্গ কিলোমিটার
গঠন উপকরণ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮
সাধারণ প্রকৃতি
পরিচালনামূলক কাঠামো
প্রধান কার্যালয়চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর, লালদিঘীর পাড়, চট্টগ্রাম-৪০০০।
সংস্থার কার্যনির্বাহক
মাতৃ-সংস্থাবাংলাদেশ পুলিশ
থানা
তালিকা
  • কোতোয়ালী
  • চান্দগাও
  • পাঁচলাইশ
  • ডবলমুরিং
  • পাহাড়তলী
  • বন্দর
  • বায়েজীদ বোস্তামী
  • হালিশহর
  • কর্ণফুলী
  • পতেঙ্গা
  • বাকলিয়া
  • আকবরশাহ
  • সদরঘাট
  • ইপিজেড
  • চকবাজার
  • খুলশী
সুবিধা-সুযোগ
কর্মকেন্দ্র১৬
ওয়েবসাইট
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

থানাসমূহ সম্পাদনা

 
প্রধান কার্যালয়ের প্রবেশদ্বার

চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে বর্তমানে ১৬টি থানা রয়েছে;[২] এগুলো হলো:

সংগঠন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮" (পিডিএফ)। আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪ 
  2. "চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ওয়েবসাইট"। ৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৫