কর্ণফুলী থানা
কর্ণফুলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন।
কর্ণফুলী | |
---|---|
মেট্রোপলিটন থানা | |
কর্ণফুলী থানা | |
বাংলাদেশে কর্ণফুলী থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৮′১৩″ উত্তর ৯১°৫০′৪৫″ পূর্ব / ২২.৩০৩৬১° উত্তর ৯১.৮৪৫৮৩° পূর্ব পুরাতন চর লক্ষ্যা ইউনিয়ন পরিষদ ভবন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
প্রতিষ্ঠাকাল | ২৭ মে, ২০০০ |
আয়তন | |
• মোট | ৮০.৯৯ বর্গকিমি (৩১.২৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৪২,১৫১ |
• জনঘনত্ব | ৩,০০০/বর্গকিমি (৭,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.৭৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
আয়তন
সম্পাদনাকর্ণফুলী থানার আয়তন ৮০.৯৯ বর্গ কিলোমিটার (২০,০১৩ একর)।[১]
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা২০০০ সালের ২৭ মে বোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক নিয়ে কর্ণফুলী থানা গঠন করা হয়।[২] ২০১৬ সালের ৯ মে পটিয়া উপজেলার ৫টি ইউনিয়নকে আলাদা করে কর্ণফুলী উপজেলায় উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।[৩]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কর্ণফুলী থানার মোট জনসংখ্যা ২,৪২,১৫১ জন। এর মধ্যে পুরুষ ১,২৪,০৪৫ জন এবং মহিলা ১,১৮,১০৬ জন। মোট পরিবার ৪৭,১৫৬টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাকর্ণফুলী থানা কর্ণফুলী নদীর দক্ষিণ-পূর্ব পাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্ধিত অংশ। এর বিপরীতে কর্ণফুলী নদীর উত্তর-পশ্চিমাংশ জুড়ে রয়েছে যথাক্রমে পতেঙ্গা থানা, ইপিজেড থানা, বন্দর থানা, ডবলমুরিং থানা, সদরঘাট থানা, বাকলিয়া থানা ও চান্দগাঁও থানা; পূর্বে রয়েছে বোয়ালখালী উপজেলা ও পটিয়া উপজেলা; দক্ষিণে আনোয়ারা উপজেলা এবং পশ্চিমে বঙ্গোপসাগর।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাচট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন এলাকাসমূহ হল:[২]
- কোলাগাঁও ইউনিয়ন (পটিয়া)
- শিকলবাহা ইউনিয়ন (পটিয়া)(বর্তমানে কর্ণফুলি উপজেলা)
- চর পাথরঘাটা ইউনিয়ন (পটিয়া)(বর্তমানে কর্ণফুলি উপজেলা)
- চর লক্ষ্যা ইউনিয়ন (পটিয়া)(বর্তমানে কর্ণফুলি উপজেলা)
- জুলধা ইউনিয়ন (পটিয়া)(বর্তমানে কর্ণফুলি উপজেলা)
- বড় উঠান ইউনিয়ন (পটিয়া)(বর্তমানে কর্ণফুলি উপজেলা)
- বৈরাগ ইউনিয়ন (আংশিক) (আনোয়ারা)
সংসদীয় আসন
সম্পাদনাসংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৪] | সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৮৯ চট্টগ্রাম-১২ | পটিয়া উপজেলা | মোতাহেরুল ইসলাম চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ |
২৯০ চট্টগ্রাম-১৩ | কর্ণফুলী উপজেলা এবং আনোয়ারা উপজেলা | সাইফুজ্জামান চৌধুরী জাবেদ | বাংলাদেশ আওয়ামী লীগ |
দর্শনীয় স্থান
সম্পাদনাকর্ণফুলী থানা এলাকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[২]
গুরুত্বপূর্ণ স্থাপনা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
- ↑ ক খ গ ঘ "কর্ণফুলী থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "দেশের ৪৯০তম উপজেলা কর্ণফুলী"। bangla.bdnews24.com। ১৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।