ডবলমুরিং থানা
ডবলমুরিং বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি এটি উপজেলা ছিল।
ডবলমুরিং থানা | |
---|---|
মেট্রোপলিটন থানা | |
ডবলমুরিং | |
বাংলাদেশে ডবলমুরিং থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২০′১৫″ উত্তর ৯১°৪৮′২৫″ পূর্ব / ২২.৩৩৭৫০° উত্তর ৯১.৮০৬৯৪° পূর্ব ঢাকা ট্র্যাঙ্ক রোড, মনসুরাবাদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
প্রতিষ্ঠাকাল | ৩০ নভেম্বর, ১৯৭৮ |
সরকার | |
• অফিসার ইনচার্জ (সিএমপি) | মোহাম্মদ মহসিন |
আয়তন | |
• মোট | ৮.১২ বর্গকিমি (৩.১৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,৬১,১৫৪ |
• জনঘনত্ব | ৪৪,০০০/বর্গকিমি (১,২০,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৮.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪২২৪ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৫ ২৮ |
আয়তন
সম্পাদনাডবলমুরিং থানার মোট আয়তন ৮.১২ বর্গ কিলোমিটার (২,০০৬ একর)।[১]
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা১৯৭৮ সালের ৩০ নভেম্বর হাটহাজারী উপজেলার ১টি ওয়ার্ড এবং আরো ৬টি থানার সমন্বয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গঠিত হয়, তন্মধ্যে ডবলমুরিং থানা অন্যতম।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ডবলমুরিং থানার মোট জনসংখ্যা ৩,৬১,১৫৪ জন। এর মধ্যে পুরুষ ১,৯৪,২৩৪ জন এবং মহিলা ১,৬৬,৯২০ জন। মোট পরিবার ৭৭,৮১৩টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যভাগে ডবলমুরিং থানার অবস্থান। এর পূর্বে সদরঘাট থানা ও কোতোয়ালী থানা; উত্তরে খুলশী থানা; পশ্চিমে পাহাড়তলী থানা, হালিশহর থানা ও বন্দর থানা এবং দক্ষিণে কর্ণফুলী নদী ও কর্ণফুলী থানা অবস্থিত।
নামকরণ ও ইতিহাস
সম্পাদনা১৮৬০ সালে ব্রিটিশরা এ এলাকায় দুটি জেটি স্থাপন করে এবং পরবর্তিতে ১৮৮৮ সালে আরো দুটি মুরিং জেটি নির্মাণ করে। সেই থেকে এলাকার লোকজনের মুখে মুখে ডবলমুরিং নামটা চালু হয়ে যায়।[৩] ১৯৭১ সালে ডবলমুরিং থানা ছিল নৌ-কমান্ডোর অধীন। এসময় মুক্তিযোদ্ধারা (নৌ-কমান্ডো) এ থানায় বেশ কিছুৃ সফল অভিযান পরিচালনা করেন। বেপারী পাড়া ও হাজী পাড়ায় পাকসেনারা বেশ কিছু নিরীহ লোককে হত্যা করে।[২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাডবলমুরিং থানার আওতাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:[২]
সংসদীয় আসন
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "ডবলমুরিং থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ হাজার বছরের চট্টগ্রাম। দৈনিক আজাদী। নভেম্বর ১৯৯৫। পৃষ্ঠা ৭৭।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।