ঘুমধুম ইউনিয়ন

বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন

ঘুমধুম বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন

ঘুমধুম
ইউনিয়ন
৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ
ঘুমধুম চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ঘুমধুম
ঘুমধুম
ঘুমধুম বাংলাদেশ-এ অবস্থিত
ঘুমধুম
ঘুমধুম
বাংলাদেশে ঘুমধুম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°১১′৫৫″ উত্তর ৯২°১০′৩৩″ পূর্ব / ২১.১৯৮৬১° উত্তর ৯২.১৭৫৮৩° পূর্ব / 21.19861; 92.17583 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলানাইক্ষ্যংছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানএ কে এম জাহাঙ্গীর আজিজ
আয়তন
 • মোট৬৪.৭৫ বর্গকিমি (২৫.০০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৬,৪৭৯
 • জনঘনত্ব২৫০/বর্গকিমি (৬৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৪.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ঘুমধুম ইউনিয়নের আয়তন ১৬,০০০ একর (৬৪.৭৫ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী ঘুমধুম ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৭০৭ জন। এর মধ্যে ১৩,৫৩০ জন মুসলিম, ৪,০১৭ জন বৌদ্ধ, ১৫৬ জন হিন্দু, ৩ জন খ্রিস্টান ও ১ জন অন্যান্য ধর্মের অনুসারী।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে ঘুমধুম ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।[] এ ইউনিয়নের উত্তরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নসোনাইছড়ি ইউনিয়ন; পশ্চিমে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন, রত্নাপালং ইউনিয়ন, রাজাপালং ইউনিয়নপালংখালী ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

ঘুমধুম ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • উত্তর ঘুমধুম
  • কচুবনিয়া
  • তুমব্রু
  • দক্ষিণ ঘুমধুম
  • ফাত্রাঝিরি
  • বরইতলী পাড়া
  • বাইশপারী
  • ভাজবানিয়া
  • রেজু গর্জনবনিয়া
  • রেজু বৈদ্যরছড়া
  • রেজু মগপাড়া
  • রেজু হেডম্যানপাড়া

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঘুমধুম ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.৩%।[] বর্তমানে এই ইউনিয়নে ১টি কলেজ (২০২১ সালে প্রতিষ্ঠিত), ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ
সীমান্ত কলেজ ঘুমধুম
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
প্রাথমিক বিদ্যালয়
  • ১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ২নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘুমধুম কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিমকূল তুমব্রু ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরইতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভাজবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রেজু বৈদ্যরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রেজু মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রেজু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ব্যাক্তিত্ব

সম্পাদনা

মাহমুদুল হক সানি, বিচারক। জয়দেব কর্মকার, বিসিএস (সাধারণ শিক্ষা)। ড. আসিফ ইমরান, ডিজাইন ইঞ্জিনিয়ার, অ্যাপল।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

ঘুমধুম ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

হাট-বাজার

সম্পাদনা

ঘুমধুম ইউনিয়নের প্রধান হাট-বাজার হল তুমব্রু বাজার।[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: এ কে এম জাহাঙ্গীর আজিজ[]

পূর্ববর্তী চেয়ারম্যান: দীপক বড়ুয়া-২০০৩-২০১৪;

আলহাজ্ব মো. খাইরুল বশর-১৯৮৭-২০০৩;

অরবিন্দু বড়ুয়া-১৯৮২-১৯৮৭

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯ 
  2. "এক নজরে নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - ঘুমধুম ইউনিয়ন - ঘুমধুম ইউনিয়ন"gumdhumup.bandarban.gov.bd 
  4. "মাদ্রাসা - ঘুমধুম ইউনিয়ন - ঘুমধুম ইউনিয়ন"gumdhumup.bandarban.gov.bd 
  5. "হাটবাজার - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা