খুলনা মেডিকেল কলেজ

খুলনায় অবস্থিত বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ

খুলনা মেডিকেল কলেজ বাংলাদেশের খুলনা শহরে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ। ১৯৯২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।

খুলনা মেডিকেল কলেজ
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত১৯৯২ (1992)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস
অধ্যক্ষপ্রফেসর ডাঃ দ্বীন উল ইসলাম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৩৫
শিক্ষার্থীআনু. ৯০০
স্নাতকএমবিবিএস
স্নাতকোত্তরএমফিল, ডিপ্লোমা, এফসিপিএস
অবস্থান,
বাংলাদেশ

২২°৪৯′৪৫″ উত্তর ৮৯°৩২′১৩″ পূর্ব / ২২.৮২৯০৮৭° উত্তর ৮৯.৫৩৭০৪০° পূর্ব / 22.829087; 89.537040
শিক্ষাঙ্গন৪০.২৫ একর, শহুরে
সংক্ষিপ্ত নামখুমেক, কেএমসি
ওয়েবসাইটkmc.college.gov.bd
মানচিত্র

বর্তমানে স্নাতক পর্যায়ে প্রায় ৯০০ ছাত্রছাত্রীর পাশাপাশি স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে। এছাড়া এখানে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্বল্পকালীন কোর্স ও প্রশিক্ষণ চালু আছে।

ইতিহাস

সম্পাদনা
 
Academic Building, Khulna medical college


১৯৭৮-৭৯ সালে বাংলাদেশ সরকার দেশে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে খুলনা, বগুড়া, কুমিল্লা, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালীতে মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী ১৯৮০-৮১ সালে খুলনা, কুমিল্লা, পাবনা এবং আইপিএমজিআর (ঢাকা) - এ সেখানকার মেডিকেল কলেজগুলোর কার্যক্রম শুরু হয়। কিন্তু কিছু সমস্যার কারণে সেই মেডিকেল কলেজগুলোর কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং শিক্ষার্থীদের দেশে বিদ্যমান আটটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আবার ১৯৯১-৯২ সালে সরকার আবারও আরও মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং আরও ৫টি মেডিকেল কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয়। সেজন্য উক্ত বছরে সরকার খুলনা, দিনাজপুর, বগুড়া, ফরিদপুর এবং কুমিল্লাতে প্রতিটিতে ৫০ জন ছাত্র ভর্তি করানোর মাধ্যমে আরোও ৫টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে।

বর্তমান ব্যাচ

সম্পাদনা

কেএমসি-২৪ সাম্প্রতিক স্নাতক ব্যাচের এর সাথে কেএমসি-২৫, কেএমসি-২৬, কেএমসি-২৭,কেএমসি-২৮,কেএমসি-২৯সেশন রয়েছে।সর্বশেষ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কেএমসি-৩৩ ব্যাচের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কে.এম.সি ডে

সম্পাদনা

৮-জুলাই খুলনা মেডিকেল কলেজে "কেএমসি ডে" পালন করা হয়। উল্লেখ্য ১৯৯২ সালের ৮-জুলাই খুলনা মেডিকেল কলেজে প্রথম ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল।

  • খুলনা মেডিকেল কলেজ কালচারাল সোসাইটি।
  • খুলনা মেডিকেল কলেজ বিতর্ক ক্লাব
  • ইন্টার্নী চিকিৎসক পরিষদ
  • জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি, খুমেক শাখা।
  • সন্ধানী, খুলনা মেডিকেল কলেজ ইউনিট
  • স্পোর্টস ক্লাব,খুমেক।

চিত্রশালা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা