খাজাঞ্চীগাঁও রেলওয়ে স্টেশন
(খাজাঞ্চিগাঁও রেলওয়ে স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
খাজাঞ্চীগাঁও রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১] আনুমানিক ১৯৫৬ সালে নির্মিত প্রায় ৩৫ কিমি দীর্ঘ সিলেট–ছাতক বাজার রেলপথের অন্যতম স্টেশন এটি।[২][৩] ২০০৯ সালে জনবল সংকটের কারনে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়,[৪] এবং ২০১৮ সাল অব্দি স্টেশনটি এখনও বন্ধ রয়েছে।[২]
খাজাঞ্চীগাঁও রেলওয়ে স্টেশন | |
---|---|
অবস্থান | বিশ্বনাথ উপজেলা, সিলেট জেলা সিলেট বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | আখাউড়া-কুলাউড়া-ছাতক রেলপথ |
অন্য তথ্য | |
অবস্থা | বন্ধ (২০১৮ সাল অব্দি) |
ইতিহাস | |
বন্ধ হয় | ২০০৯ |
অবস্থান | |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দর্শনীয়-স্থানসমূহ - বিশ্বনাথ উপজেলা"। bishwanath.sylhet.gov.bd। ২০২০-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৮।
- ↑ ক খ "সিলেট-বিশ্বনাথ-ছাতক রেলওয়ের তিন স্টেশন পরিত্যক্ত"। দৈনিক ইত্তেফাক। ২০১৮-০৭-০৪। ২০১৮-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৬।
- ↑ "ছাতক রেলস্ট্রেশনে যাত্রী সাধারনের চরম ভোগান্তি"। একুশে টেলিভিশন। ২০২০-০২-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭।
- ↑ "সারাদেশে ১১৪ রেলস্টেশন বন্ধ, বন্ধের পথে আরও ৫০"। দৈনিক জনকণ্ঠ। ২০১৫-১০-০৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৬।