ফুলগাঁও
গ্রাম
৮নং লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড
ডাকনাম: ফুলগাঁও বাজার
ফুলগাঁও বাংলাদেশ-এ অবস্থিত
ফুলগাঁও
ফুলগাঁও
বাংলাদেশে ফুলগাঁওয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৪′ উত্তর ৯১°৯.৫′ পূর্ব / ২৩.২৩৩° উত্তর ৯১.১৫৮৩° পূর্ব / 23.233; 91.1583
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলালাকসাম উপজেলা
ইউনিয়নলাকসাম পূর্ব ইউনিয়ন
প্রতিষ্ঠা০৭ নভেম্বর ২০২১
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৭০

ফুলগাঁও বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন এর একটি গ্রাম ও নির্বাচনী ওয়ার্ড। এটি ফুলগাঁও বাজার নামেও পরিচিত। এটি লাকসাম পূর্ব ইউনিয়ন এর সবচেয়ে বড় বানিজ্যিক এলাকা।

অবস্থান ও সীমানা সম্পাদনা

লাকসাম উপজেলার পূর্বাংশে লাকসাম পূর্ব ইউনিয়নের পূর্বাংশে ফুলগাঁও গ্রামের অবস্থান। এ গ্রামের পশ্চিমে ঐতিহাসিক জোড় খেজুর গাছতলা, দক্ষিণে পৈশাখী, পূর্বে লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের তাজেরভোমরা ও উত্তরে লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের সোন্ডা গ্রাম ও জালগাঁও গ্রাম অবস্থিত।

প্রশাসনিক কার্যক্রম সম্পাদনা

ফুলগাঁও গ্রাম লাকসাম উপজেলার ৮নং ইউনিয়ন পরিষদ এর আওতাধীন একটি গ্রাম। এ গ্রামের প্রশাসনিক কার্যক্রম লাকসাম পূর্ব ইউনিয়ন এর আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।

প্রতিষ্ঠান সমূহ সম্পাদনা

  1. ফুলগাঁও গ্রামে রয়েছে একটি ডিগ্রি মাদ্রাসা যেটি ফুলগাঁও ফাযিল মাদ্রাসা নামে পরিচিত। [১]
  2. এই গ্রামে আরো রয়েছে একটি প্রাইমারী স্কুল যেটি ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। [২]
  3. এই গ্রামে আরো রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অনুমোদিত একটি এজেন্ট শাখা। এই ব্যাংকটি ফুলগাঁও বাজার বানিজ্য সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত। [৩] [৪]

তথ্যসূত্র সম্পাদনা