খলিলুর রহমান হাক্কানি বা খলিল হাক্কানি ( পশতু: خلیل‌الرحمن حقاني ; জন্ম: ১ জানুয়ারি, ১৯৬৬ ) হলেন একজন আফগান শরণার্থী মন্ত্রী, হক্কানি নেটওয়ার্কের একজন বিশিষ্ট নেতা এবং[১][২] আফগান মুজাহিদ ও হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দীন হাক্কানির ভাই ও সিরাজ উদ্দীন হাক্কানির চাচা।

খলিলুর রহমান হাক্কানি
خلیل‌الرحمن حقاني
শরণার্থী মন্ত্রণনালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৭ সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রীমোহাম্মদ হাসান আখুন্দ
আমিরহিবাতুল্লাহ আখুন্দজাদা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1966-01-01) ১ জানুয়ারি ১৯৬৬ (বয়স ৫৮)
পাক্তিয়া প্রদেশ, আফগানিস্তান রাজ্য
জাতীয়তাআফগান
রাজনৈতিক দলতালিবান
সম্পর্কজালালউদ্দীন হাক্কানি (ভাই)
সিরাজউদ্দীন হাক্কানি (ভাতিজা)
আনাস হাক্কানি (ভাতিজা)
আব্দুল আজিজ হাক্কানি (ভাতিজা)
প্রাক্তন শিক্ষার্থীদারুল উলুম হাক্কানিয়া, পাকিস্তান
সামরিক পরিষেবা
আনুগত্য তালিবান (আফগানিস্তান ইসলামি আমিরাত)
শাখা হাক্কানি নেটওয়ার্ক
কাজের মেয়াদ২০২১ পর্যন্ত
পদচিফ অপারেশন অফিসার (২০০৯ পর্যন্ত)
কমান্ডার (২০০৯-২০২১)
কমান্ডChief of security for Kabul (August 10, 2021 - September 7, 2021)
যুদ্ধসোভিয়েত–আফগান যুদ্ধ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ:

২০২১ তালেবান আক্রমণ

কার্যক্রম

সম্পাদনা

আফগান যুদ্ধের সময় তালেবানের জন্য আন্তর্জাতিক তহবিল সংগ্রহে তিনি নিযুক্ত ছিলেন এবং গোটা যুদ্ধেই তিনি আফগানিস্তানে তালেবানের অভিযানকে সমর্থন করেছিলেন।[৩] ২০০২ সালে, খলিল আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে আল কায়েদাকে শক্তিশালী করার জন্য তার দায়িত্বে থাকা লোকদের মোতায়েন করেন।[৩] ২০০৯ সালে তিনি হাক্কানি নেটওয়ার্কতালেবান দ্বারা বন্দী শত্রু বন্দীদের আটকে সহায়তা করেছিল।[৩] ২০১০ সালে, তিনি আফগানিস্তানের লগার প্রদেশে তালেবানকে অর্থায়ন করেন।[৩] হাক্কানি নিজের ভাগ্নে ও হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানির দ্বারা প্রদত্ত সামরিক আদেশগুলি পালন করতেন, যিনি এক্সিকিউটিভ অর্ডার ১৩২২৪ এর অধীনে মার্চ, ২০০৮ সালে মার্কিনদের কাছে সন্ত্রাসী মনোনীত হয়েছিলেন। [৩] ২০১১ খ্রিস্টাব্দের ৯ই ফেব্রুয়ারী এক্সিকিউটিভ অর্ডার ১৩২২৫ এর অধীনে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট তাকে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে মনোনীত করে[৪] এবং তাদের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে তার জন্য ৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের প্রস্তাব দিয়েছিল।[৫][৬] তিনি একজন হাজি উপাধিসহ তালিকাভুক্ত হন এবং পাকিস্তানের পেশোয়ার, মিরাম শাহ, উত্তর ওয়াজিরিস্তান এজেন্সি ও আফগানিস্তানের পাকতিয়ার ঠিকানা দিয়েছেন; যদিও তার জন্ম তারিখ বিভিন্নভাবে দেওয়া হয়, যা ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে হতে পারে বলে অনুমান করা হয়েছে। [৭]

২০১১ সালের ৯ ফেব্রুয়ারী জাতিসংঘ রেজোলিউশন ১৯০৪ ( ২০০৯ ) এর অনুচ্ছেদ ২ অনুসারে, খলিলকে ১৯৮৮ সালের নিষেধাজ্ঞার তালিকায় (TAi.150) যোগ করা হয়েছিল আল-কায়েদা, ওসামা বিন লাদেন বা তালেবানের সাথে "অংশগ্রহণ করার জন্য"।[৮]

হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন খলিলের ভাই জালালউদ্দিন হাক্কানি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে তারা মোল্লা মোহাম্মদ ওমরের তালেবান শাসনে যোগ দেয়।[৮] জাতিসংঘ স্থির করে যে, তিনি তালেবান এবং হাক্কানি নেটওয়ার্কের হয়ে তহবিল সংগ্রহ করার কার্যকলাপে জড়িত এবং আর্থিক সহায়তাকারীদের পেতে আন্তর্জাতিক ভ্রমণ পরিচালনা করেন।[৮] ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত, হাক্কানি পারস্য উপসাগরের আরব রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়াপূর্ব এশিয়ার উৎস থেকে আর্থিক সহায়তা পেয়েছিলেন।[৮] এছাড়াও তিনি আল-কায়েদার পক্ষে কাজ করেন; আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে আল-কায়েদার উপাদানগুলিতে শক্তিবৃদ্ধি মোতায়েনসহ তাদের সামরিক অভিযানের সাথে যুক্ত ছিলেন।[৮]

সরকারি পদবী

সম্পাদনা

২০২১ সালের আগস্ট মাসে কাবুল পতনের পর তাকে ক্ষমতার হস্তান্তরের সময় কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল।[৯][১০]

২০২১ সালের ৭ ই সেপ্টেম্বর খলিল আফগানিস্তানের পুনঃপ্রতিষ্ঠিত ইসলামি আমিরাতের শরণার্থী মন্ত্রী হিসাবে নিযুক্ত হন।[১১]

আরো পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. United States Foreign Terrorist Organizations
  2. Fox News: Top terrorist on most wanted list is welcomed into Kabul
  3. "Rewards for Justice - Khalil Haqqani"। ৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৪ 
  4. Executive Order 13224: Blocking Terrorist Property and a summary of the Terrorism Sanctions Regulations
  5. New York Times: Khalil Haqqani, long on America’s terrorist list, is welcomed by cheering crowds in Kabul
  6. "Rewards for Justice - Khalil Haqqani"। ৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৪ 
  7. "HAQQANI, Khalil ur Rahman"sanctionssearch.ofac.treas.gov। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৫ 
  8. United Nations Security Council - Khalil Ahmed Haqqani
  9. Latifi, Ali M. (২২ আগস্ট ২০২১)। "'All Afghans' should feel safe under Taliban, says security chief"Al Jazeera English 
  10. Gardner, Frank (২৬ আগস্ট ২০২১)। "Afghanistan crisis: Who are Isis-K?"BBC News 
  11. "Taliban announce new government for Afghanistan"BBC News। ২০২১-০৯-০৭। ২০২১-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৭