কোক স্টুডিও বাংলা (মৌসুম ২)

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় টেলিভিশন মৌসুম

বাংলাদেশী সঙ্গীত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে সম্প্রচারিত হচ্ছে। মৌসুমটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং নির্বাহী প্রযোজনা করেছে কোকা-কোলা বাংলাদেশ। এই মৌসুমে ১২টি গান থাকবে।[]

কোক স্টুডিও বাংলা
মৌসুম ২
শ্রেষ্ঠাংশেশিল্পী
মুক্তি
মূল নেটওয়ার্কওয়েব সম্প্রচার
মূল মুক্তি১৪ ফেব্রুয়ারি ২০২৩ (2023-02-14) –
বর্তমান
কালানুক্রমিক
← পূর্ববর্তী
মৌসুম ১
পরবর্তী →
মৌসুম ২

শিল্পী

সম্পাদনা

কণ্ঠশিল্পী

সম্পাদনা
  • মেঘদল
  • মেজবাউর রহমান
  • মুকুল মজুমদার ঈশান
  • রিয়াদ হাসান
  • পল্লব
  • সানজিদা মাহমুদ নন্দিতা
  • শিবু কুমার শিল
  • তৌফিক আহমেদ

ব্যাকিং ভোকালিস্ট

সম্পাদনা
  • জান্নাতুল ফেরদৌস আকবর
  • রুবাইয়াত রেহমান
  • শানিলা ইসলাম
  • সুনিধি নায়েক

অন্যান্য

সম্পাদনা
  • ডাবল বেস: মোহাইমিন করিম
  • ড্রাম: মাজরুক ইসলাম (নাফি) ও ওয়াদিদ মাহমুদ
  • হারমোনিকা: মাইশা মারিয়াম
  • ম্যান্ডোলিন: শুভেন্দু দাস শুভ
  • পারকুশন: মিঠুন চরকা ও মোঃ মোবারক হোসেন
  • পিয়ানো এবং সিন্থ: প্রদ্যুত চ্যাটার্জি
  • স্যাক্সোফোন: রহিন হায়দার ও সায়ন্তন মাংসাং
  • ট্রমবোন: অপূর্ব মুস্তাফা
  • ট্রাম্পেট: কাবিল মিয়া
ক্রম মুক্তির তারিখ গানের নাম কণ্ঠসঙ্গীত যন্ত্রসঙ্গীত গীতিকার রচনা তথ্যসূত্র
গান
১৪ ফেব্রুয়ারি ২০২৩ মুড়ির টিন
  • রিয়াদ হাসান
  • পল্লব
  • তৌফিক আহমেদ
  • রুবায়ের রেহমান
  • জান্নাতুল ফিরদৌস আকবর
  • শানিলা ইসলাম
  • শুভেন্দু দাস শুভ
  • মিথুন চর্ক
মায়েশা মরিয়ম (হারমোনিকা)

মুহাইমিন করিম (ডাবল ব্যাস) শুভেন্দু দাস শুভ (ম্যান্ডোলিন)

মিথুন চর্ক (ঘাতযন্ত্র) কাবিল মিয়া (ট্রাম্পেট)

রবিন হায়দার (টেনর স্যাক্সোফোন) সায়ন্তন মংসং (আল্টো স্যাক্সোফোন) অপূর্ব মোস্তফা (ট্রম্বোন) মোহাম্মদ মোবারক হোসেন (ঘাতযন্ত্র) প্রদ্যুৎ চট্টোপধ্যায় (পিয়ানো ও সিন্থ) মারজুক ইসলাম নাফি (ড্রাম)

ওয়াদিদ মাহমুদ (ড্রাম)

রিয়াদ হাসান (চাটগাঁইয়া অংশ), পল্লব ভাই (সিলেটি অংশ), তৌফিক আহমেদ (খুলনাআঞ্চলিক বাংলা) [][][][][]
৩ মার্চ ২০২৩ বনবিবি
  • মেঘদল সঙ্গীতদল
  • জহুরা বাউল
  • সুচনা শেলি
  • নাবিয়া মিতুল
১৮ মার্চ ২০২৩ নাহুবো অনিমেষ রায় & ডটার অফ কোস্টাল অনিমেষ রায় & ডটার অফ কোস্টাল সায়ন্তন মাংসং
২১ এপ্রিল ২০২৩ দাড়ালে দুয়ারে মুকুল মজুমদার ঈশান, সনজীদা মাহমুদ নন্দিতা কাজী নজরুল ইসলাম
৭ মে ২০২৩ দেওড়া প্রীতম হাসান প্রীতম হাসান, ইসলাম উদ্দীন পালাকার, ঘাসফড়িং চৈর, ফজলু মাঝি & দল প্রীতম হাসান, ফজলু মাঝি প্রীতম হাসান, ফজলু মাঝি
২৫ মে ২০২৩ নদীর কূল রিপন (বগা), ইদ্রিস এবং অর্ণব শায়ান চৌধুরী অর্ণব জসীমউদ্দীন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রতিবেদক, বিনোদন। "'মুড়ির টিন' দিয়ে শুরু কোক স্টুডিও বাংলার নতুন মৌসুম"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৭ 
  2. "Murir Tin | Coke Studio Bangla | Season 2 | Riad X Pollob X Towfique" 
  3. BonikBarta। "এল কোক স্টুডিও বাংলা সিজন টুয়ের প্রথম গান"এল কোক স্টুডিও বাংলা সিজন টুয়ের প্রথম গান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৭ 
  4. নিউজ, সময়। "'মুড়ির টিন' ‌এ উত্তাল নেটমাধ্যম | বিনোদন"Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৭ 
  5. "'মুড়ির টিন' দিয়ে শুরু কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৭ 
  6. প্রতিবেদক, গ্লিটজ। "'মুড়ির টিন' দিয়ে শুরু কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২৩-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৭