প্রীতম হাসান
প্রীতম হাসান একজন বাংলাদেশি সঙ্গীত পরিচালক ১, সঙ্গীতশিল্পী২, মডেল৩ ও অভিনেতা৪।বেশ কয়েকটি একক সঙ্গীতায়োজনসহ দেবী চলচ্চিত্রের জন্য গান সুর করেছেন। তিনি "খোকা" গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রীতম হাসান | |
---|---|
জন্ম | ২৭ জানুয়ারি[১] |
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | সাউথইস্ট ইউনিভার্সিটি |
পেশা |
|
কর্মজীবন | ২০১৬–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | শেহতাজ মনিরা হাশেম (বি. ২০২২) |
পিতা-মাতা | খালিদ হাসান মিলু ফাতেমা হাসান পলাশ |
আত্মীয় | প্রতীক হাসান (ভাই), জায়েদ খান (চাচাতো ভাই)[২] |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন |
|
বাদ্যযন্ত্র | |
কার্যকাল | ২০১৬–বর্তমান |
লেবেল |
|
তিনি ২০২২ সালে সেরা অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার জয় করেন
প্রাথমিক জীবন
সম্পাদনাপ্রীতমের জন্ম ঢাকায়। তার বাবা সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলু এবং মা ফাতেমা হাসান পলাশ। তার ভাই সঙ্গীতশিল্পী প্রতীক হাসান।[৩] বর্তমানে তিনি বারিধারা, বসুন্ধরায় পরিবারের সাথেই বসবাস করেন।
প্রীতম গুলশান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২২ সালের ২৮ অক্টোবর তারিখে তিনি মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন।[৪]
কর্মজীবন
সম্পাদনাপ্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন, এছাড়াও তাঁর গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে। এর বাইরেও তিনি নাটক ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। চলচ্চিত্রে কাজ করেন বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে। ২০১৮ সালের দেবী চলচ্চিত্রের জন্য কাজ করেন তিনি।[৫] তিনি "খোকা" গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৬]
উল্লেখযোগ্য কাজ
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনা- পিজ্জা ভাই (২০১৮)
- ৭০০ টাকা (২০১৯)
- ডাব্লিউটিফ্রাই (২০২১)
- ইউটিউমার (২০২১)
- কাছের মানুষ দূরে থুইয়া (২০২৪)
- তুফান (লাগে উরা ধুরা ২০২৪)
টিভি ধারাবাহিক
সম্পাদনা- ওয়েডিং বেল (২০১৯)
- হ্যালো লিসেনারস
- ইমোশনাল ফুল
- অবসরপ্রাপ্ত সন্ত্রাসী
- আড়াল
- ষ (২০২২)
মিউজিক ভিডিও
সম্পাদনা- আসো মামা হে
- লোকাল বাস
- ৭০০ টাকার গান
- "জাদুকর"
- রাজকুমার
- বেয়াইনসাব
- ভাইরাল ভাই
- "গার্লফ্রেন্ড এর বিয়া" (২০১৮)
- "খোকা" (২০১৮)
- মরে যাক
- আমি আমার মতো
- শরতের শেষ থেকে
- ভেঙে পড়োনা এভাবে
- দেওড়া
- মা লো মা
- লাগে উড়া ধুরা
ডিস্কোগ্রাফি
সম্পাদনাঅ্যালবাম
সম্পাদনামুক্তির তারিখ | অ্যালবাম | গানের সংখ্যা | ধারা | লেবেল | |
---|---|---|---|---|---|
স্টুডিও অ্যালবাম | |||||
২০১৬ | প্রীতম | পপ/মিক্সড | জিপি মিউজিক | ||
সাউন্ডট্র্যাক অ্যালবাম | |||||
২০১৫ | রোমিও বনাম জুলিয়েট | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক | |||
২০১৮ | দেবী | ||||
২০১৯ | ন ডরাই | ||||
২০২০ | বিশ্বসুন্দরী | ||||
২০২২ | শান | ||||
২০২২ | অপারেশন সুন্দরবন |
একক গান
সম্পাদনা- আগে বাড়ো বাংলাদেশ (২০১৬)
- আস মামা হে (প্রীতম ফি. কুদ্দুস বয়াতী) (২০১৬)
- স্কুল খুলিয়া সে (প্রীতম ফি. ফকির আলমগীর) (২০১৬)
- জাদুকর (২০১৬)
- দূরত্ব (২০১৬)
- মুখোশ (২০১৬)
- মায়ের কোলে (২০১৬)
- বলো কার সন্ধানে (২০১৬)
- হাওয়া এসে (২০১৬)
- ভান্ডারী (২০১৬)
- বয়স আমার বেশি না (রিমেক) (২০১৬)
- যাচ্ছি আমি
- জানলে জানুক লোকে
- তোমার একটু ছোঁয়া পেলে
- সাজনা (নাটকঃ কিছু ভালোবাসা) (২০১৭)
- তুমি কি যাবে (২০১৭)
- বেয়াইনসাব (২০১৭)
- আমি আমার মতো (টিভি চলচ্চিত্র: পিজ্জা ভাই) (২০১৮)
- গার্লফ্রেন্ড এর বিয়া (২০১৮)
- খোকা (২০১৮)
- সত্যি নাকি ভুল (২০১৯)
- ৭০০ টাকার গান (টিভি চলচ্চিত্র: ৭০০ টাকা) (২০১৯)
- ভয়েজার ওয়ান (২০১৯)
- ন্যাপ টাইম (২০২০)
- ভেঙে পড়োনা এভাবে (২০২০)
- মরে যাক (২০২১)
- শরতের শেষ থেকে (২০২২)
- দেওরা (২০২৩)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "তারুণ্যের শিল্পী প্রীতম হাসান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৩।
- ↑ "জায়েদ খানের চাচাতো ভাই প্রতীক হাসান"। সময় নিউজ। ১৩ এপ্রিল ২০২৪।
- ↑ "প্রতীক-প্রীতম দুই হাসান"। দৈনিক কালের কণ্ঠ। ১৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- ↑ "হয়ে গেল গায়েহলুদ, আজ প্রীতম–শেহতাজের বিয়ে"। প্রথম আলো। ২৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২।
- ↑ "প্রীতম হাসান : যেন বাবার কণ্ঠের ধারক-বাহক"। যুগান্তর। ২৬ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জনপ্রিয় বিভাগে যাঁরা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন"। দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রীতম হাসান (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে প্রীতম হাসান