প্রীতম হাসান
প্রীতম হাসান একজন বাংলাদেশি সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী, মডেল ও অভিনেতা। বেশ কয়েকটি একক সঙ্গীতায়োজনসহ দেবী চলচ্চিত্রের জন্য গান সুর করেছেন। তিনি "খোকা" গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রীতম হাসান | |
---|---|
জন্ম | ২৭ জানুয়ারি[১] |
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | সাউথইস্ট ইউনিভার্সিটি |
পেশা |
|
কর্মজীবন | ২০১৬–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | শেহতাজ মনিরা হাশেম (বি. ২০২২) |
পিতা-মাতা | খালিদ হাসান মিলু ফাতেমা হাসান পলাশ |
আত্মীয় | প্রতীক হাসান (ভাই) |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন |
|
বাদ্যযন্ত্র | |
কার্যকাল | ২০১৬–বর্তমান |
লেবেল |
|
প্রাথমিক জীবনসম্পাদনা
প্রীতমের জন্ম ঢাকায়। তার বাবা সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলু এবং মা ফাতেমা হাসান পলাশ। তার ভাই সঙ্গীতশিল্পী প্রতীক হাসান।[২] বর্তমানে তিনি বারিধারা, বসুন্ধরায় পরিবারের সাথেই বসবাস করেন।
প্রীতম গুলশান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২২ সালের ২৮ অক্টোবর তারিখে তিনি মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন।[৩]
কর্মজীবনসম্পাদনা
প্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন, এছাড়াও তাঁর গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে। এর বাইরেও তিনি নাটক ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। চলচ্চিত্রে কাজ করেন বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে। ২০১৮ সালের দেবী চলচ্চিত্রের জন্য কাজ করেন তিনি।[৪] তিনি "খোকা" গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৫]
উল্লেখযোগ্য কাজসম্পাদনা
টিভি চলচ্চিত্রসম্পাদনা
- পিজ্জা ভাই (২০১৮)
- ৭০০ টাকা (২০১৯)
- ডাব্লিউটিফ্রাই (২০২১)
- ইউটিউমার (২০২১)
টিভি ধারাবাহিকসম্পাদনা
- ওয়েডিং বেল (২০১৯)
- ষ (২০২২)
মিউজিক ভিডিওসম্পাদনা
- "জাদুকর"
- "গার্লফ্রেন্ড এর বিয়া" (২০১৮)
- "খোকা" (২০১৮)
ডিস্কোগ্রাফিসম্পাদনা
অ্যালবামসম্পাদনা
মুক্তির তারিখ | অ্যালবাম | গানের সংখ্যা | ধারা | লেবেল | |
---|---|---|---|---|---|
স্টুডিও অ্যালবাম | |||||
২০১৬ | প্রীতম | পপ/মিক্সড | জিপি মিউজিক | ||
সাউন্ডট্র্যাক অ্যালবাম | |||||
২০১৫ | রোমিও বনাম জুলিয়েট | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক | |||
২০১৮ | দেবী | ||||
২০১৯ | ন ডরাই | ||||
২০২০ | বিশ্বসুন্দরী | ||||
২০২২ | শান | ||||
২০২২ | অপারেশন সুন্দরবন |
একক গানসম্পাদনা
- আগে বাড়ো বাংলাদেশ (২০১৬)
- আস মামা হে (প্রীতম ফি. কুদ্দুস বয়াতী) (২০১৬)
- স্কুল খুলিয়া সে (প্রীতম ফি. ফকির আলমগীর) (২০১৬)
- জাদুকর (২০১৬)
- দূরত্ব (২০১৬)
- মুখোশ (২০১৬)
- মায়ের কোলে (২০১৬)
- বলো কার সন্ধানে (২০১৬)
- হাওয়া এসে (২০১৬)
- ভান্ডারী (২০১৬)
- বয়স আমার বেশি না (রিমেক) (২০১৬)
- যাচ্ছি আমি
- জানলে জানুক লোকে
- তোমার একটু ছোঁয়া পেলে
- সাজনা (নাটকঃ কিছু ভালোবাসা) (২০১৭)
- তুমি কি যাবে (২০১৭)
- বেয়াইনসাব (২০১৭)
- আমি আমার মতো (টিভি চলচ্চিত্র: পিজ্জা ভাই) (২০১৮)
- গার্লফ্রেন্ড এর বিয়া (২০১৮)
- খোকা (২০১৮)
- সত্যি নাকি ভুল (২০১৯)
- ৭০০ টাকার গান (টিভি চলচ্চিত্র: ৭০০ টাকা) (২০১৯)
- ভয়েজার ওয়ান (২০১৯)
- ন্যাপ টাইম (২০২০)
- ভেঙে পড়োনা এভাবে (২০২০)
- মরে যাক (২০২১)
- শরতের শেষ থেকে (২০২২)
- দেওরা (২০২৩)
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "তারুণ্যের শিল্পী প্রীতম হাসান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৩।
- ↑ "প্রতীক-প্রীতম দুই হাসান"। দৈনিক কালের কণ্ঠ। ১৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- ↑ "হয়ে গেল গায়েহলুদ, আজ প্রীতম–শেহতাজের বিয়ে"। প্রথম আলো। ২৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২।
- ↑ "প্রীতম হাসান : যেন বাবার কণ্ঠের ধারক-বাহক"। যুগান্তর। ২৬ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জনপ্রিয় বিভাগে যাঁরা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন"। দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রীতম হাসান (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে প্রীতম হাসান