কৈয়ারবিল ইউনিয়ন, চকরিয়া
কৈয়ারবিল ইউনিয়ন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন
কৈয়ারবিল | |
---|---|
ইউনিয়ন | |
৩নং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কৈয়ারবিল ইউনিয়ন, চকরিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৭′১৩″ উত্তর ৯২°৩′৪৫″ পূর্ব / ২১.৭৮৬৯৪° উত্তর ৯২.০৬২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা |
২৯৪ | কক্সবাজার ১ |
সরকার | |
• চেয়ারম্যান | মক্কি ইকবাল হোসেন (স্বতন্ত্র) |
আয়তন | |
• মোট | ৭.৯৭ বর্গকিমি (৩.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৩,১১০ |
• জনঘনত্ব | ২,৯০০/বর্গকিমি (৭,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪২.৯২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাকৈয়ারবিল ইউনিয়নের আয়তন ১৯৭০ একর (৭.৯৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কৈয়ারবিল ইউনিয়নের লোকসংখ্যা ২৩,১১০ জন। এর মধ্যে পুরুষ ১২,২০৫ জন এবং মহিলা ১০,৯০৫ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাচকরিয়া উপজেলার উত্তরাংশে কৈয়ারবিল ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ [চার] কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কাকারা ইউনিয়ন, দক্ষিণে লক্ষ্যারচর ইউনিয়ন, পশ্চিমে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন এবং উত্তরে বড়ইতলী ইউনিয়ন ও বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস ও নামকরণ
সম্পাদনাকৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন বিলে একসময় প্রচুর কৈ মাছ পাওয়া যেত বলে জনশ্রুতি আছে। এলাকাবাসীর মতে, কৈ মাছ সমৃদ্ধ বিল থেকে কৈয়ারবিল নামের উৎপত্তি। আবার অনেকে মনে করেন, মোগল আমলের পূর্বে আরাকান জমিদার খৈয়াতুই মং মারমার নামানুসারে এই এলাকার নামকরণ করা হয়।[২]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকৈয়ারবিল ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর খিলছাদক, ডাঙ্গারচর, ঠোরাপাড়া, মধ্যমপাড়া, আলী বাপের পাড়া |
২নং ওয়ার্ড | দক্ষিণ খিলছাদক,খাতুর বাপের পাড়া, লতুর বাপের পাড়া, ঘোনাপাড়া, লামারপাড়া, মণ্ডলপাড়া |
৩নং ওয়ার্ড | দক্ষিণ ভেওলা, উত্তর ভেওলা, পশ্চিম ভেওলা |
৪নং ওয়ার্ড | ভরন্যার চর, হামিদুল্লাহ পাড়া, জলদাশপাড়া |
৫নং ওয়ার্ড | খোজাখালী বাজার পাড়া, চরপাড়া, হিন্দু পাড়া, মুহুরী পাড়া। |
৬নং ওয়ার্ড | বাংলাপাড়া, হাছিমারকাটা, পাহাড়পাড়া, দরগাপাড়া, সিকদারপাড়া |
৭নং ওয়ার্ড | পূর্ব বানিয়ারকুম, বানিয়ারকুম, দরগাপাড়া, মাস্টারপাড়া, বনশ্রী আবাসন, মাদ্রাসাপাড়া, ইসলামনগর, ইসলামনগর স্টেশনপাড়া, হিন্দুপাড়া, ফকিরাঘোনা |
৮নং ওয়ার্ড | স্কুলপাড়া, ছড়ারকূল, হেজামপাড়া, মুহুরীপাড়া, একতাপাড়া, টুনু সিকদারপাড়া |
৯নং ওয়ার্ড | ছোঁয়ালিয়াপাড়া, দীপকূলপাড়া, নোয়াপাড়া, ধোপীপাড়া, শীলপাড়া, আমিনুল্লাহ মৌলভীপাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাকৈয়ারবিল ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৩৭%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং ৩টি পুরুষ মাদরাসা ও ২টি মহিলা মাদরাসা এবং অসংখ্য নূরানী মাদরাসা রয়েছে। [২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- কৈয়ারবিল বহুমুখী উচ্চ বিদ্যালয়
- ইসলামনগর শহীদ হোসাইন উচ্চ বিদ্যালয়
- কৈয়ারবিল সানরাইজ আইডিয়াল স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খিলছাদক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খোজাখালী পাহাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ খিলছাদক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কৈয়ারবিল ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খিলছাদক ইউনাইটেড স্কুল
- মাদ্রাসা
- ▪️খিলছাদক এশা তুল উলুম মাদ্রাসা ও নূরানী একাডেমী
- ▪️খিলছাদক মোহাম্মদ (স:)হাফেজ খানা ও এতিম খানা
- কৈয়ারবিল মখজনুল উলূম মাদরাসা
হেফজখানা ও এতিমখানা
- কৈয়ারবিল জামেউল উলূম মাদরাসা হেফজখানা ও এতিমখানা
- ইসলামনগর ইমাম বোখারী (রহ.) মদরাসা
- কৈয়ারবিল তাহমিনা ঈয়াসমিন মহিলা মাদরাসা হেফজখানা ও এতিমখানা
- কৈয়ারবিল দারুল কোরআন মহিলা মাদরাসা
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকৈয়ারবিল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
অর্থনীতি
সম্পাদনাকৈয়ারবিল ইউনিয়নের অর্থনীতির প্রধান হাতিয়ার কৃষিকাজ। এছাড়া এখানকার বেশ কিছু মানুষ বিদেশে অবস্থান করে এলাকার অর্থনীতিকে সচল রাখছে।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাকৈয়ারবিল ইউনিয়নে ৩৬টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[২]
খাল ও নদী
সম্পাদনাকৈয়ারবিল ইউনিয়নের পশ্চিম ও দক্ষিণ সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে তুতুক্কালী খাল।[৬]
হাট-বাজার
সম্পাদনাকৈয়ারবিল ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল দেওয়ান আলী হাট, খিলছাদক স্টেশন বাজার, কৈয়ারবিল বাজার এবং ছোঁয়ালিয়া পাড়া স্টেশন বাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনা- কালু শাহ (রহ) মাজার
- মগকাটা বিল
- মাতামুহুরী নদী
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মক্কি ইকবাল হোসেন[৯]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন"। kaiarbilup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন"। kaiarbilup.coxsbazar.gov.bd। ২৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন"। kaiarbilup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=03[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন"। kaiarbilup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন"। kaiarbilup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন"। kaiarbilup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "- কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন"। kaiarbilup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।