কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী

ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনী

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অধীনস্থ অভিন্ন নিরাপত্তা বাহিনী। মূলত জাতীয় নিরাপত্তা রক্ষা এই বাহিনীর কর্তব্য।

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী
Central Armed Police Forces
সংক্ষেপCAPF
সংস্থা পরিদর্শন
বার্ষিক বাজেট  ৯২০ বিলিয়ন (ইউএস$ ১১.২৫ বিলিয়ন) (2020–2021)[]
অঞ্চল কাঠামো
যুক্তরাষ্ট্রীয় সংস্থা[[ভারত|IN]]
পরিচালনার অঞ্চল{{দেশের উপাত্ত ভারত|পতাকা/মূল|name=ভারত|variant=|size=}}
পরিচালনা পর্ষদস্বরাষ্ট্র মন্ত্রক (ভারত)
সাধারণ প্রকৃতি
পরিচালনামূলক কাঠামো
দায়বদ্ধ মন্ত্রী
সংস্থার কার্যনির্বাহক
মাতৃ-সংস্থাস্বরাষ্ট্র মন্ত্রক
অন্তর্ভুক্ত সংস্থাসমূহ
ওয়েবসাইট
Official Website

নেতৃত্ব

সম্পাদনা

নিয়োগ, পদ এবং কাঠামো

সম্পাদনা
 
 
জম্মু কাশ্মীর অঞ্চল, জম্মু
 
উত্তর পূর্ব অঞ্চল, গুয়াহাটি
 
বিহার সেক্টর, পাটনা
 
ঝাড়খণ্ড সেক্টর, রাঁচি
 
কেন্দ্রীয় অঞ্চল, কলকাতা
 
দক্ষিণ অঞ্চল, হায়দ্রাবাদ
সীমান্ত সদর দফতর সমূহের অবস্থান
 
 
পূর্ব কমান্ড, কলকাতা
 
উত্তরবঙ্গ সীমান্ত, শিলিগুড়ি
 
ত্রিপুরা সীমান্ত, আগরতলা
সীমান্ত সদর দফতর সমূহের অবস্থান

কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী

সম্পাদনা

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ

সম্পাদনা

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ মূলত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চীন সীমান্তে প্রহরার জন্য নিয়োজিত হয়। উত্তরের কারাকোরাম গিরিপথ থেকে পূর্বের দিফু পাস পর্যন্ত ৩৪৮৮ কিমি বিস্তৃত। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৮৯,৪৩২।

চীন-ভারত যুদ্ধ-এর সময় এই বাহিনী গড়ে তোলা হয়।

[]

আসাম রাইফেলস

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা