কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট দল

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটি বাংলাদেশী ফ্র্যাঞ্চাইজি দল, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলাকে প্রতিনিধিত্ব করে।[] এটি মূলত কুমিল্লা ভিত্তিক একটি দল। এই দলটি নাফিসা কামালের কুমিল্লা লিজেন্টস লিমিটেড কর্তৃক ২০১৫ সালে প্রতিষ্ঠা করা হয়।[] কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল ২০১৫ সালে নতুন দল হিসেবে অংশগ্রহণ করে। ২০১৯ সালে দলটি বিলুপ্ত করা হয় এবং ২০১৯-২০ বিপিএল-এর সপ্তম আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মালিকানায় দলটিকে কুমিল্লা ওয়ারিয়র্স হিসাবে পুনর্গঠন করা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
লিগবাংলাদেশ প্রিমিয়ার লিগ
কর্মীবৃন্দ
অধিনায়কবাংলাদেশ লিটন দাস
কোচবাংলাদেশ মোহাম্মদ সালাহউদ্দিন
মালিকলেজেন্ডস স্পোর্টিং লিমিটেড (২০১৫-২০১৯, ২০২২ )
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (২০১৯-২০)
দলের তথ্য
শহরকুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ
রংvicts
প্রতিষ্ঠা২০১৫–২০১৮, ২০২২– (কুমিল্লা ভিক্টোরিয়ান্স হিসাবে)
২০১৯ (কুমিল্লা ওয়ারিয়র্স হিসাবে)
ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় (৩য়, ৬ষ্ঠ, ৮ম, ৯ম)

মৌসুম

মৌসুম ২০১৫

বিপিএলের ৩য় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয়।

মৌসুম ২০১৯

২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলের ৬ষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয় বারের মত শিরোপা জেতে বিপিএলের অন্যতম এই দলটি।

 
কুমিল্লা ওয়ারিয়র্সের (২০১৯-২০) লোগো

২০১৯-২০ মৌসুম

রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

সাল চূড়ান্ত অবস্থান
২০১৫ চ্যাম্পিয়ন
২০১৬ লিগ পর্ব
২০১৭ প্লে-অফ
২০১৯ চ্যাম্পিয়ন
২০১৯-২০ লিগ পর্ব
২০২২ চ্যাম্পিয়ন
২০২৩ চ্যাম্পিয়ন
২০২৪ রানার্সআপ

বিজ্ঞাপনী উদ্যোগ

সাল পোশাক প্রস্তুতকারক শার্ট স্পন্সর (বুক) শার্ট স্পন্সর (পিঠ) বুকে প্রদর্শিত প্রতিষ্ঠান
২০১৫ সেইলর এস. আলম অফ ইন্ডাস্ট্রিজ এক্সিম ব্যাংক মার্সেল
২০১৬ হুয়ায়েই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ওয়াল্টন গ্রুপ
২০১৭ আব্দুল মোনেম লিমিটেড
২০১৯ গান বাংলা এএমইজেড

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।

তথ্যসূত্র

  1. "Six-team BPL to commence from November 24"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৮ 
  2. "'Sylhet Royals' turns into 'Comilla Legends'"bdcricteam.com। ২০১৫-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৮ 

বহিঃসংযোগ