গান বাংলা
গান বাংলা হচ্ছে বাংলাদেশের একটি ২৪/৭ এইচডি গানের চ্যানেল। চ্যানেলটি ২০১৩ সালের ১৬ ডিসেম্বর শুরু করে।[১] গান বাংলা টিভি বাংলা গান সম্প্রচার এবং বাঙালি সংস্কৃতি তুলে ধরে এবং বিভিন্ন দেশ ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ইউরোপের কিছু অংশ এবং মধ্য প্রাচ্যে ও এটি সম্প্রচারিত হয়।[২] চ্যানেলটি "ওয়ান মোর জিরো গ্রুপ"-এর মালিকানাধীন।[৩] এই চ্যানেল এর স্বপ্নদ্রষ্টা ও মূল মালিকানায় আবৃত্তিশিল্পী, লেখক রবিশঙ্কর মৈত্রী। তার সাথে ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. এম. আমানুল্লাহ খান (চঞ্চল খান) যিনি খ্যাতিমান গবেষক ও উন্নয়ন কর্মী। আরো ছিলেন সৈয়দ আহমেদ ফারুক যিনি উনশত্তরের ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা। ছিলেন সাংবাদিক বখতিয়ার সিকদার।
গান বাংলা | |
---|---|
![]() | |
উদ্বোধন | ১৪ অক্টোবর ২০১৩ |
চিত্রের বিন্যাস | ৪৮০আই (এসডিটিভি) ১০৮০আই (এইচডিটিভি) |
স্লোগান | জাতির প্রথম এইচডি গানের চ্যানেল |
দেশ | বাংলাদেশ |
প্রচারের স্থান | বাংলাদেশ উত্তর আমেরিকা মধ্য প্রাচ্য দক্ষিণ ইউরোপ |
প্রধান কার্যালয় | ঢাকা, বাংলাদেশ |
ওয়েবসাইট | http://www.gaanbangla.tv/ |
স্ট্রিমিং মিডিয়া | |
জাগোবিডি | jagobd |
এক সময়ে একছত্রভাবে গানবাংলার নিয়ন্ত্রণ নেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা আরমান মুন্নি৷এ ঘটনায় গেল ৬ ডিসেম্বর,২০২৪ মামলা দায়ের করা হয়।[৪]

গেল ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান এর হত্যা মামলায় তাপস কারাগারে।[৫]এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে বিকেল থেকে ‘‘‘গান বাংলা’’’র টিভি স্টেশনে ভাঙচুর চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়,ফলে সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।[৬]পরবর্তীতে আবারো সম্প্রচার চালু হয়।শেষ পর্যন্ত বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ‘‘‘গান বাংলা’’’স্যাটেলাইট সেবা বিচ্ছিন্ন করে সম্প্রচার কার্যক্রম ১১ ডিসেম্বর,২০২৪ থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।[৭]
উইন্ড অফ চেঞ্জ
সম্পাদনাগান বাংলা উইন্ড অফ চেঞ্জ সিরিজের জন্য সবচেয়ে বিখ্যাত, যেটি ২০১৬ সালে আত্মপ্রকাশ করে।[৮] এখানে স্থানীয় এবং আন্তর্জাতিক সঙ্গীতশিল্পীরা একসাথে পারফর্ম করেছে। সিরিজটিতে বাংলাদেশের বিখ্যাত শিল্পীরাও অংশ নেয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গান বাংলা"। দ্য ডেইলি স্টার। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- ↑ "জাগোবিডি-গান বাংলা"। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- ↑ Arts & Entertainment Desk (২০২০-১২-১৫)। "Gaan Bangla celebrates 7 year-long journey"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- ↑ বিনোদন প্রতিবেদক (২০২৪-১২-০৬)। "'গান বাংলা' দখলের অভিযোগে তাপস-মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২০।
- ↑ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক (২০২৪-১১-০৪)। "গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২০।
- ↑ টেমপ্লেট:ওশেব উদ্বৃতি
- ↑ তরিকুল সরদার (2024-12-12)। "বকেয়া পরিশোধ না করায় বন্ধ হলো সংগীতের চ্যানেল গানবাংলা"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ 2025-03-20]। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ Haque, Minam (২ জুলাই ২০১৬)। "Wind of Change"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২।