কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র
কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র যা সিলেট বিদ্যুৎকেন্দ্র নামেও পরিচিত, হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার সিলেট সদর উপজেলায় অবস্থিত একটি গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র।[১][২] এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) দ্বারা পরিচালিত হয়।[৩] এটি সিলেট জেলাসহ মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জের কিছু অংশের সাথে সংযুক্ত।[৪][৫][৬]
কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র | |
---|---|
![]() | |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°৫৪′৩৭″ উত্তর ৯১°৪৯′৪৫″ পূর্ব / ২৪.৯১০২° উত্তর ৯১.৮২৯১৮° পূর্ব |
কমিশনের তারিখ | ১৯৬৭ |
মালিক | বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ![]() |
পরিচালক | বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড |
তাপ বিদ্যুৎ কেন্দ্র | |
প্রধান জ্বালানি | প্রাকৃতিক গ্যাস |
কাঠামো
সম্পাদনাকুমারগাঁও পাওয়ার প্লান্টটি আখালিয়া, কুমারগাঁওয়ে অবস্থিত।[৭] এটি দুটি ট্রান্সমিশন লাইন সমৃদ্ধ ১৩২/৩৩ কেভি গ্রিডের একটি সাবস্টেশন। যার একটি ২২৫MW, অন্যটি ২০MW।[৮][৯]
ইতিহাস
সম্পাদনাকুমারগাঁও সাবস্টেশনটি ১৩ মেগাওয়াট ক্ষমতা নিয়ে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।[১০][১১][১২] বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় স্বল্প গ্যাস ব্যবহার করে আরও অধিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১৫০ মেগাওয়াট সিলেট গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রকে ২২৫ মেগাওয়াট সম্মিলিত চক্র বিদ্যুৎকেন্দ্রে উন্নীত করার পরিকল্পনা হাতে নেয়।[১৩] এই লক্ষ্যে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০০৯ সালে সাংহাই ইলেকট্রিক গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।[১৪][১৫] কুমারগাঁও সাবস্টেশনে পিজিসিবির চারটি ১৩২/৩৩ কেভি ট্রান্সফর্মার রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট শহরে বিদ্যুৎ সরবরাহের জন্য দুটি ৩৩/১১ কেভি ট্রান্সফর্মার ব্যবহার করে।[১৬]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Fire at power plant causes electricity outage in Sylhet, 'restoration uncertain'"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ১৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন"। দৈনিক যুগান্তর। ২০ জানু ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "Sylhet 2 OCGT Power Plant Bangladesh"। Global Energy Observatory। ৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "Tens of thousands suffer as Sylhet power plant catches fire"। www.dhakatribune.com। ১৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "পুড়ে যাওয়া কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে সিসি ক্যামেরাই নেই!"। www.deshebideshe.com। ২৩ নভে ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "Sunamganj, Sylhet in dark after power station fire"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ১৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড"। বাংলাদেশ প্রতিদিন। ১৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "কুমারগাঁও বিদ্যুৎ সঞ্চালন লাইনে মেরামত চলছে, ভোগান্তিতে গ্রাহকরা"। সময় টিভি। ১৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "সিলেটে ২০ লাখ গ্রাহক অন্ধকারে"। দৈনিক ইনকিলাব। ১৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "বারবার কেন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন"। দৈনিক ইত্তেফাক। ২২ নভে ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "সিসি ক্যামেরাই নেই পুড়ে যাওয়া সিলেট বিদ্যুৎ উপকেন্দ্রে!"। বাংলা ট্রিবিউন। ১৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বারবার কেন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন"। আমাদের সময়। ১৮ জানু ২০২১। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "225MW Sylhet power plant delayed further"। ডেইলি সান (ঢাকা)। ২ সেপ্টেম্বর ২০১৯। ৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "Deal Signed To Upgrade 150MW Power Plant To 250MW In Sylhet"। www.energybangla.com। ২৬ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "Shanghai Electric win Sylhet power plant bid"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।
- ↑ "কুমারগাঁও বিদ্যুত উপকেন্দ্রে সিসি ক্যামেরা ও অটো ইভেন্ট রেকর্ডার নেই"। দৈনিক জনকণ্ঠ। ২৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২১।