কারওয়ান বাজার মেট্রো স্টেশন

কারওয়ান বাজার মেট্রো স্টেশন হচ্ছে ঢাকা মেট্রোর এমআরটি লাইন ৬ এর একটি মেট্রো স্টেশন। এই স্টেশনটি কাওরান বাজার এলাকায় অবস্থিত। ২০২৩ সালের নভেম্বরে এমআরটি লাইন ৬ এর দ্বিতীয় পর্যায়ের বাণিজ্যিক পরিচালনার জন্য এটি চালু হওয়ার কথা ছিল।[২] ৩১ ডিসেম্বর ২০২৩ এটি চালু হয়।[৩]

কারওয়ান বাজার
ঢাকা মেট্রোরেল স্টেশন
স্টেশন ভবণ
অন্যান্য নামস্টেশন ১২
অবস্থানকাওরান বাজার, ঢাকা
বাংলাদেশ
মালিকানাধীনঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
লাইন এমআরটি লাইন ৫দ 
 এমআরটি লাইন ৬ 
প্ল্যাটফর্মপার্শ্ব প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত রেলপথ
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
ইতিহাস
উদ্বোধন৩১ ডিসেম্বর ২০২৩ (2023-12-31)
বৈদ্যুতীকরণ১,৫০০ ভোল্ট ডিসি ওভারহেড লাইন
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন ঢাকা মেট্রো পরবর্তী স্টেশন
রাসেল স্কয়ার
অভিমুখে গাবতলী
এমআরটি লাইন ৫দ হাতিরঝিল
অভিমুখে দাশেরকান্দি
ফার্মগেট এমআরটি লাইন ৬ শাহবাগ
অভিমুখে কমলাপুর
অবস্থান
মানচিত্র

কারওয়ান বাজার মেট্রোরেল শপিংমল হচ্ছে ঢাকা মেট্রোর মালিকানধীন একটি শপিংমল। এটি কারওয়ান বাজার মেট্রো স্টেশন এর ১ম তলায় অবস্থিত। শপিংমলটি এখনও র্নিমাণাধীন রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "লাইন ৬ যাত্রাপথ মানচিত্র" (পিডিএফ)ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  2. "মেট্রোরেল: আগারগাঁও-মতিঝিল পর্যন্ত চালু নভেম্বরের মধ্যে"The Daily Star। ১৩ এপ্রিল ২০২৩। ২১ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৩ 
  3. মেট্রোরেল থামছে শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনে, প্রথম আলো, ৩১ ডিসেম্বর ২০২৩