কামাল উদ্দিন তালুকদার

বাংলাদেশি সরকারি কর্মকর্তা

কামাল উদ্দিন তালুকদার একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি ১৩ নভেম্বর ২০১৮ সাল থেকে ৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] এর আগে তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সরকারের সচিব) ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।[২]

কামাল উদ্দিন তালুকদার
সচিব
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
কাজের মেয়াদ
১৩ নভেম্বর ২০১৮ – ৫ নভেম্বর ২০১৯
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীএস এম গোলাম ফারুক
উত্তরসূরীমোঃ মশিউর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1960-11-06) ৬ নভেম্বর ১৯৬০ (বয়স ৬৩)
জাতীয়তাবাংলাদেশী
সন্তানদুই পুত্র

কর্মজীবন সম্পাদনা

কামাল উদ্দিন তালুকদার বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের (১৯৮৫) কর্মকর্তা। ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে চাকুরি জীবন শুরু করে তিনি কচুয়া উপজেলাচাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার, খাগড়াছড়ি সদর উপজেলা উপজেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া ও বরিশাল জেলায় সহকারী কমিশনার ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা, দৌলতপুর এবং লংগদু উপজেলায় নির্বাহী কর্মকর্তা এবং গাজীপুর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]

তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালীন পূর্ণ সচিবে পদোন্নতি পেয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নিয়োগ পেয়েছিলেন। অবসরে যাওয়ার আগে তিনি ১৩ নভেম্বর ২০১৮ সাল থেকে ৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে জনাব মোঃ কামাল উদ্দিন তালুকদার-এর যোগদান"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ নভেম্বর ২০১৮। ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  2. "সচিব কামাল উদ্দিন তালুকদার অবসরে"ঢাকাটাইমস। ৫ নভেম্বর ২০১৯।