কাবিলপুর ইউনিয়ন, সেনবাগ
কাবিলপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন।
কাবিলপুর | |
---|---|
ইউনিয়ন | |
৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কাবিলপুর ইউনিয়ন, সেনবাগের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৭′২১″ উত্তর ৯১°১৩′৫″ পূর্ব / ২২.৯৫৫৮৩° উত্তর ৯১.২১৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সেনবাগ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আনোয়ার হোসেন |
আয়তন | |
• মোট | ১৯.৭৪ বর্গকিমি (৭.৬২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৯,১৭২ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৮.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৬৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাকাবিলপুর ইউনিয়নের আয়তন ১৯.৭৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাবিলপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৯,১৭২ জন।
অবস্থান ও সীমানা
সম্পাদনাসেনবাগ উপজেলার মধ্যাংশে কাবিলপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে অর্জুনতলা ইউনিয়ন, পূর্বে সেনবাগ পৌরসভা ও মোহাম্মদপুর ইউনিয়ন, দক্ষিণে বিজবাগ ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন এবং পশ্চিমে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকাবিলপুর ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আজিজপুর
- পূর্ব লালপুর
- ফতেহপুর
- কাবিলপুর
- খানপুর
- মহিদীপুর
- ডোমনাকান্দি
- মইজদীপুর
- ইয়ারপুর
- উত্তর সাহাপুর
- সাদেকপুর
- শায়েস্তা নগর
- দক্ষিণ সাহাপুর
- পশ্চিম আহমদপুর
- পশ্চিম লালপুর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাবিলপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৮.১%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ[২]
প্রাথমিক বিদ্যালয়[৩]
- পশ্চিম আহাম্মদপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহিদিপুর এ. জি. রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব লালপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ইয়ারপুর হাজী মানছুর আহম্মদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সাহাপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাদেকপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মইজদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরিয়ম নেছা সাহেবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- কমান্ডার কাসেম,
- আব্দুল হান্নান লিটন (রাজনীতিবিদ)
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসেনবাগ উপজেলা হতে সিএনজি অথবা অটোরিকশা যোগে ছমির মুন্সীর হাট এসে সেখান থেকে দিলদার মার্কেটে আসলেই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স দেখা যাবে।
হাট-বাজার
সম্পাদনাহাট-বাজারের তালিকা
- ছমির মুন্সির হাট
- দিলদার মার্কেট
- জিরগাজীর পুকুর পাড়
- সেনবাগ রাস্তার মাথা
- বটতলা বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- সুফী রফিকুল ইসলামের মাজার
- শায়েস্তানগর দরগা বাড়ি মাজার
- হাক্কানী জামে মসজিদ
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান পরিষদ[৪]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
আনোয়ার হোসেন[৫] | চেয়ারম্যান | |
কাজী ছালে মোঃ ওয়াসীম | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোঃ রবিউল হক | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোঃ কামাল উদ্দিন | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
নুর মোহাম্মদ মিলন | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোহাম্মদ মন্তাজ | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
বেলায়েত হোসেন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
তোফাজ্জল হোসেন | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
মোঃ হারুন | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোঃ আনোয়ার হোসেন | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
জীবন নাহার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
সাফিয়া আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
পারভীন আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "কলেজ, কাবিলপুর ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, কাবিলপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "বর্তমান পরিষদ, কাবিলপুর ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "চেয়ারম্যান, কাবিলপুর ইউনিয়ন"। kabilpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।