কাজী শুভ

বাংলাদেশী গায়ক

কাজী শুভ একজন অন্যতম জনপ্রিয় বাংলাদেশী কন্ঠশিল্পী।

কাজী শুভ
জন্ম নামকাজী আশিকুর রহমান
জন্ম (1983-12-10) ১০ ডিসেম্বর ১৯৮৩ (বয়স ৩৯)
গৌরনদী,বরিশাল
ধরনলোক সংগীত
পেশাকন্ঠশিল্পী
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল২০০৯-বর্তমান
লেবেলসিডি চয়েজ
ওয়েবসাইটwww.kaishuvo.net

কর্মজীবনসম্পাদনা

কাজী শুভর আসল নাম কাজী আশিকুর রহমান, ডাক নাম [১] কাজী শুভ। তার বাবা কাজী শাহ আলম ও মা ফাতেমা খাতুন। তিনি ১০ ডিসেম্বর ১৯৮৩ সালে বরিশালের বিজয়পুরে জন্ম গ্রহণ করেন। তিনি দুই ভাই বোনদের মধ্যে কনিষ্ঠ। শৈশব থেকেই গান ও গানের মধ্যে তিনি বেড়ে উঠেছেন। গানে তার দীক্ষা শুরু হয় বাবার হাত ধরে তবলা শেখার দ্বারা। প্রাতিষ্ঠানিকভাবে তিনি প্রথমে খুলনার "এসো গান শিখি" থেকে এবং "উদীচী" থেকে তবলা বাজানো শিখেছিলেন। তার বাবা বিজেএমসি খুলনায় চাকরি করায় শুভ খুলনায় ছিলেন। যদিও শুভ তবলা বাজানো শিখেছে তবে গান গাওয়ার প্রতি খুব আকর্ষণ ছিল। তিনি তার বড় ভাই কাজী আতিকুর রহমান এর কাছ হতে অনুপ্রাণিত হন গান গাইতে। তার বড় ভাইয়ের ডায়েরি থেকে তিনি অনেকগুলি গান মুখস্থ করেছিলেন।

শুভ স্নাতক ডিগ্রি অর্জনের জন্য ঢাকা আসেন। আস্তে আস্তে তিনি মঞ্চে গান গাওয়া শুরু করলেন। মাঝে মাঝে তবলা বাজাতেন। হঠাৎ করেই তিনি ধানমন্ডিতে দূরবীন (ব্যান্ড)-এর শহীদ ভাইয়ের সাথে পরিচিত হন। শহীদ তাকে বলেছিলেন, “তুমি লোকসঙ্গীত ভাল গাইতে পারো। তুমি দূরবীন (ব্যান্ড) এ যোগ দিতে পারো "।

২০০৯ সালে কাজী শুভর একক অ্যালবাম “সাদামাটা” প্রকাশ পায় যা আরফিন রুমি রচনা এবং শহীদ ভাইয়ের অনুপ্রেরণায় প্রকাশিত হয়েছিল। অ্যালবামের লোকগানগুলির মধ্যে ছিল “Sona সোনা বউ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০১৯ তারিখে” , তুমি বিনে আকুল পরান ", ওজোর শ্রাবন", "নীলিমা" ইত্যাদি। এরপরে শুভ বিভিন্ন মিশ্র অ্যালবামে গান গাওয়া করেন < [২]

আবার ২০১২ সালে শুভর ২য় একক অ্যালবাম “সাদা মাটা -২” প্রকাশ পায়, এতে গানগুলি লিখেন আরফিন রুমি। ২০১৩ সালে "মনের আকাশ" নামে আরও একটি অ্যালবাম প্রকাশিত হয়। ২০১৪ সালে শুভর তৃতীয় একক অ্যালবাম “সাদা মাটা -৩” প্রকাশিত হয়। এখানে সুরকাররা হলেন আরফিন রুমি ও রাফি। "দিওয়ানা", "আমার বন্ধু", "তোমার হে পিরিত বন্ধু"। তার চতুর্থ অ্যালবাম "দাগা" ২০১৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হয়।[৩] তার ৫ম অ্যালবাম "মায়ার আগুন" একই বছর ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়।[৪]

পুরস্কারসম্পাদনা

  • কাজী শুভ সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড ২০১৪-তে সেরা গায়ক পুরস্কার অর্জন করেছিলেন। [উদ্ধৃতি প্রয়োজন]
  • কাজী শুভ শিল্পী সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ সংগীত পুরষ্কারে "সাদামাটা ২" এ্যালবামের জন্য ২০১৪-এর সেরা গায়ক পুরস্কার অর্জন করেছেন [উদ্ধৃতি প্রয়োজন]
  • কাজী শুভ সংগীত অ্যালবাম "মায়ার আগুন" ২০১৬ এর জন্য শিল্পী সাংবাদিক ফাউন্ডেশন বাংলাদেশের সংগীত পুরস্কারে সেরা গায়ক পুরস্কার অর্জন করেছিলেন। [উদ্ধৃতি প্রয়োজন]
  • কাজী শুভ ডাগ্রো শোবিজ পুরষ্কারে "দাগা" এ্যালবামের জন্য ২০১৬-এর সেরা গায়ক পুরস্কার অর্জন করেছিলেন। [উদ্ধৃতি প্রয়োজন]

এ্যালবামসম্পাদনা

  • সাদামাটা - ২০০৯
  • সাদামাটা ২ - ২০১২
  • সাদামাটা ৩ - ২০১৪
  • মায়ার আগুন ২০১৬ [৫]
  • দাগা ২০১৬ [৬]

মিশ্র এ্যালবামসম্পাদনা

  • তোকে সারা রাত
  • তিন পাগলে
  • আনন্দের গান
  • দুঃখ বলি
  • সাত জনম [৭]
  • নিলাঞ্জনা
  • লাভ ডুয়েট
  • জনম জনম
  • দূরবীন
  • হ্রদয় জুড়ে ভালবাসা
  • না বলা কথা
  • রোদেলা আকাশ
  • বুকের পাখি
  • তুই আমার সব
  • বউ এনে দে [৮]

একক গানসম্পাদনা

  • দিল
  • কলঙ্ক
  • মনে বড় জ্বালা
  • নাই কিছু আর
  • দুঃখ বলি
  • তুই বড় বেইমান
  • মালা
  • কুকিলরে তুই
  • ভুলিয়া না যাইও
  • দেখলে বাচি নইলে মরি
  • দুঃখ দিলা
  • সাজাবো তোমারে
  • নাম্বার ওয়ান প্রেমিক
  • এক জনমের ভুল
  • জোর কইরা পিরিতি
  • জাদু
  • চেনা মানুষ
  • না বুঝলে প্রেম বৃথা
  • স্কুল খুইলাছে
  • দরদিয়া বন্ধু
  • অমূল্য রতন
  • তোমারো পিরিতে বন্ধুরে
  • এই মনটা জানে
  • তোমরা কইরো না প্রেম
  • যাইওনা বন্ধু
  • হবু বর
  • কণ্যা রে আমার

ছবির গানসম্পাদনা

  • দূরে দূরে থাকা - লাল টিপ
  • প্যাইরেটস অফ দ্যা ব্লাড সিক্রেট

তথ্যসূত্রসম্পাদনা

  1. "কাজী শুভ" 
  2. "সাদা মাটা" 
  3. "দাগা"। ২৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 
  4. "মায়ার আগুন" 
  5. "মায়ার আগুন" 
  6. "দাগা"। ২৩ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 
  7. "সাত জনম"। ৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 
  8. "বউ এনে দে"। ৩০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১