দূরবীন (ব্যান্ড)

বাংলাদেশী ব্যান্ড

দূরবীন একটি বাংলাদেশী রক ব্যান্ড দল। দলটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।

দূরবীন
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনরক, লোক, পপ
কার্যকাল২০০২-বর্তমান
লেবেলদূরবীন এন্টারটেইনমেন্ট
সদস্য
  • সৈয়দ শহীদ
  • আইয়ুব শাহরিয়ার
  • ফাহাদ
  • রফি
  • শিরির
  • হৃদয়
  • শাওন
প্রাক্তন
সদস্য

ইতিহাস সম্পাদনা

সংঙ্গীতশিল্পী শহীদ তার সংগীতপ্রেমী কয়েকজন বন্ধুকে নিয়ে ২০০২ সালের ১২ ডিসেম্বর দূরবীন ব্যান্ড গঠন করেন।[১]

সদস্য সম্পাদনা

বর্তমান সদস্য সম্পাদনা

  • শহীদ (ভোকাল)
  • আইয়ুব শাহরিয়ার (ভোকাল)
  • ফাহাদ (লিড গিটার)
  • রাফি (কি-বোর্ড)
  • শাওন (বেইস গিটার)
  • শিশির (ড্রামস)
  • হৃদয় (রিদম গিটার)

পূর্বের সদস্য সম্পাদনা

অ্যালবাম সম্পাদনা

প্রতিষ্ঠার দুই বছর পর ২০০৬ সালে ব্যান্ডের নামের সঙ্গে মিল রেখে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ‘দূরবীন’। এরপর আরও দুটি অ্যালবাম প্রকাশিত হয়।

একক অ্যালবাম সম্পাদনা

  • দূরবীন (২০০৬)
  • দূরবীন ২.০১ (২০০৮)
  • দূরবীন ৩.০১ (২০১০)
  • দূরবীন ৪.০১(২০১৫)
  • দূরবীন ৫.০১ (২০১৭)

মিশ্র অ্যালবাম সম্পাদনা

  • আমাদের ৭১ (২০১৫)
  • আমাদের ৭১ ২.০ (২০১৬)

পুরস্কার সম্পাদনা

  • ৫ম সিটিসেল-চ্যানেল আই অ্যাওয়ার্ডস (সেরা ব্যান্ড) - বিজয়ী
  • ১১তম মেরিল প্রথম আলো পুরস্কার - মনোনীত

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১১ বছরে দূরবীন ব্যান্ড"দৈনিক প্রথম আলো। ১১ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮ 
  2. "অন্য রকম দূরবীন"দৈনিক কালের কণ্ঠ। ২২ ডিসেম্বর ২০১৬। 

বহিঃসংযোগ সম্পাদনা