কলম ইউনিয়ন

নাটোর জেলার সিংড়া উপজেলার একটি ইউনিয়ন

কলম ইউনিয়ন সিংড়া উপজেলার অন্তর্গত ৪ নং ইউনিয়ন।

কলম
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানাটোর জেলা
উপজেলাসিংড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমইনুল হক চুনু
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

বর্ণনা

সম্পাদনা

কলম ইউনিয়ন সিংড়া উপজেলার একটি বিখ্যাত ইউনিয়ন। এটি সিংড়ার ৪ নং ইউনিয়ন। এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন মইনুল হক চুনু। এই ইউনিয়নে মোট ২৭ টি গ্রাম, ৪টি উচ্চবিদ্যালয়, ১৪ টি মৌজা এবং ১ টি মহাবিদ্যালয় রয়েছে[]

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

কলম ইউনিয়নের মোট আয়তন ৫৯৬৯ একর। ২০১১ সালের আদমশুমারি অনুসারে এই ইউনিয়নে মোট ২৮৫৭২ জন লোক বসবাস করেন। বসবাসতরদের মাঝে ১৪৩৯২ জন পুরুষ এবং ১৪১৮০ জন মহিলা। কলম ইউনিয়নে স্বাক্ষরতার হার ৪২.৮ শতাংশ।[]

আরোও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এক নজরে কলম ইউনিয়ন"। ২৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭ 
  2. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "সিংড়া উপজেলা"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743