কম্বোজ
অমেরুদন্ডী প্রাণীর পর্ব
মোলাস্কা (অথাবা মলাস্কা) হল অমেরুদন্ডী প্রাণীর পর্ব। এই পর্বের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। এরা অধিকাংশ অগভীর জলে বসবাস করে। এই পর্ব সবচেয়ে বৃহত্তম সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণীর প্রজাতি। এই পর্বের ৮৪,৯৭৭(ঝাং ২০১৩) প্রজাতি রয়েছে।
মলাস্কা কম্বোজ সময়গত পরিসীমা: ইডিয়াক্যারান অথবা ক্যামব্রিয়ান - বর্তমান | |
---|---|
![]() | |
Caribbean reef squid, Sepioteuthis sepioidea | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | মলাস্কা লিনিয়াস , ১৭৫৮ |
বৈশিষ্ট্যসম্পাদনা
- এদের দেহ নরম। নরম দেহটি শক্ত খোলস ম্যান্টল দিয়ে আবৃত।
- পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে।
- বহিঃত্বক ,ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
- এরা বৈচিত্র্যপূর্ণ প্রাণী।
- এরা অধিকাংশই সামুদ্রিক।
- সিলোমেট,অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম।
- রক্তে হিমোসায়ানিন (haemocyanin) ও অ্যামিবোসাইট (amoebocyte) কণিকা থাকে।
- দেহে ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে।
- উদাহরণ- অক্টোপাস,ললিগো, সেপিয়া প্রভৃতি।
তথ্যসূত্রসম্পাদনা
পর্ব (জীববিজ্ঞান) | |
---|---|
পর্ব: পরিফেরা · নিডারিয়া · প্লাটিহেলমিনথিস · নেমাটোডা · এনিলিডা · আর্থোপোডা · মলাস্কা · একাইনোডার্মাটা · কর্ডাটা |