ঐশ্বর্যা রাই

ভারতীয় অভিনেত্রী
(ঐশ্বরিয়া রাই থেকে পুনর্নির্দেশিত)

ঐশ্বর্যা রাই বা ঐশ্বরিয়া রাই (কন্নড়: ಐಶ್ವರ್ಯ ರೈ; আ-ধ্ব-ব: [ɛʃvərjɑː rɑːj]), যিনি বিবাহের পরে ঐশ্বর্যা রাই বচ্চন[] হিসেবে পরিচিত, (জন্ম: নভেম্বর ১, ১৯৭৩), একজন ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড। অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন এবং ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। সমগ্র কর্মজীবনে রাই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও অধিক হিন্দী, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ঐশ্বর্যা রাই
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যা
জন্ম (1973-11-01) ১ নভেম্বর ১৯৭৩ (বয়স ৫০)
অন্যান্য নামঐশ্বর্যা রাই বচ্চন
পেশামডেল, চলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন১৯৯১ – বর্তমান
দাম্পত্য সঙ্গীঅভিষেক বচ্চন (বি. ২০০৭)
সন্তান[]
স্বাক্ষর

মণি রত্নমের তামিল ছবি ইরুভার (১৯৯৭) ছবিতে অভিনেত্রী হিসেবে রাই প্রথম আত্মপ্রকাশ করেন এবং প্রথম বাণিজ্যিক সাফল্য পান তামিল ছবি জিন্স (১৯৯৮)-এ। তিনি সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত হাম দিল দে চুকে সনম (১৯৯৯) ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। ২০০২ সালে ভন্সালীর পরবর্তী ছবি দেবদাস-এ তিনি অভিনয় করেন। যার জন্য তিনি দ্বিতীয় বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

২০০৩ থেকে ২০০৫ সাল ছিলো তাঁর কর্মজীবনের একটু বাজে সময়। এর পর তিনি অভিনয় করেন ব্লকবাস্টার ছবি ধুম ২ (২০০৬)-তে। এই ছবিটা ছিল তাঁর বলিউডের বৃহত্তম অর্থনৈতিক সাফল্য। পরবর্তী সময় তাঁকে গুরু (২০০৭) এবং যোধা আকবর (২০০৮) এ অভিনয় করতে দেখা যায়, যেগুলি ছিলো অর্থনৈতিকভাবে সফল ছবি এবং এই ছবি গুলোতে অভিনয়ের জন্য তিনি সমালোচকদের দ্বারা প্রশংসিতও হন। এইভাবে রাই ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর সমকালীন অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

রাই বিয়ে করেছেন ভারতীয় অভিনেতা অভিষেক বচ্চনকে এবং তিনি অমিতাভ বচ্চনজয়া বচ্চনের পুত্রবধূ। বিবাহের পর তাঁর নাম হয়েছে ঐশ্বর্যা রাই বচ্চন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা
 
৫৫তম ফিল্মফেয়ারে ঐশ্বর্যা রাই

ঐশ্বর্যা রাই বচ্চন মাঙ্গলুরুর কৃষ্ণারাজ রাই এবং ভ্রিন্দা রাই এর ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর বড় ভাইয়ের নাম আদিত্য রাই। যিনি বাণিজ্যিক নৌ-বহরের (মার্চেন্ট নেভি) একজন ইঞ্জিনিয়ার এবং দিল কা রিশতা নামে রাই-এর একটি ছবিও তিনি সহ-প্রযোজনা করেছিলেন। ছোটবেলায় তাঁর মা বাবা মুম্বইয়ে চলে আসেন এবং তিনি সান্তা ক্রুজের আর্য বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর এক বছরের জন্য রাই চার্চ গেটের জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন এবং তারপর তিনি উচ্চ মাধ্যমিক পড়েন (এইচ এস সি) মাতুঙ্গার রুপারেল কলেজে থেকে। স্কুলে পড়াকালীন তিনি খুব মেধাবী ছাত্রী ছিলেন এবং পরবর্তীকালে একজন স্থপতি হবার পরিকল্পনা নিয়ে স্থাপত্য শিল্প বিষয়ে পড়াশোনা করতে শুরু করেছিলেন। স্থাপত্য শিল্প নিয়ে পড়াশোনা শুরু করলেও মডেলিং কে জীবিকা হিসেবে গ্রহণ করার জন্য তাঁকে তা ছেড়ে দিতে হয়েছিল।[]

তাঁর মাতৃভাষা তুলু[[] হলেও তিনি হিন্দী, ইংরেজি, মারাঠি, এবং তামিল ভাষায় কথা বলতে পারেন।[] তাঁর অভিনীত বাংলা চলচ্চিত্রে তাঁর সংলাপে কণ্ঠ দেন একজন ডাবিং শিল্পী।

চলচ্চিত্র তালিকা

সম্পাদনা

সম্মাননা

সম্পাদনা

সেপ্টেম্বর, ২০১২ সালে নিউইয়র্কে রাই আন্তর্জাতিক শান্তি দিবসে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউড তারকা মাইকেল ডগলাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।[] এক সপ্তাহ পর তিনি জাতিসংঘের এইডসএইচআইভিবিষয়ক সচেতনতায় নিয়োজিত ইউএনএইডসের নতুন আন্তর্জাতিক শুভেচ্ছা দূত মনোনীত হন। তিনি এইচআইভি সংক্রমণ থেকে শিশুদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৈশ্বিকভাবে কাজ করে যাবেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Aishwarya Rai and husband reveal baby daughter's name –"। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১২ 
  2. "The name's Bachchan, Aishwarya Bachchan!"ExpressIndia। ২০০৭-০৫-০১। ২০০৯-০১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২০ 
  3. Assomull, Sujata (৫ ফেব্রুয়ারি ১৯৯৯)। "My first break -- Aishwarya Ra"Indian Express। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৫ 
  4. "'They should not break up soon'"Rediff.com। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪ 
  5. "Letterman unveils Ash to America"Times of India। ২০০৫-০২-০৯। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০০৮ 
  6. ""Aishwarya, Michael Douglas at UN to mark International Day of Peace". NDTV. Retrieved September 22, 2012."। ২৬ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১২ 
  7. "Aishwarya Rai named UNAIDS' goodwill ambassador". India Today. Retrieved september 25, 2012.

আরো পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
করমিন্দর কৌর-বির্ক
ফেমিনা মিস ইন্ডিয়া
১৯৯৪
উত্তরসূরী
প্রীতি মাঙ্কোতিয়া
পূর্বসূরী
  রুফ্‌ফা গুতেরেস
মিস ওয়ার্ল্ড এশিয়া ও ওশেনিয়া
১৯৯৪
উত্তরসূরী
  চোই ইয়ুন-ইয়ং

টেমপ্লেট:প্রবেশদ্বারদণ্ড