ইরুভার
ইরুভার (তামিল: இருவர், অনুবাদ 'যুগল') হচ্ছে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। মণি রত্নমের পরিচালনায় এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন মোহনলাল, ঐশ্বর্যা রায়, তাবু, গৌতমী, নছর, প্রকাশ রাজ এবং রেবতী। চলচ্চিত্রটি ছিলো একটি রাজনৈতিক-নাট্য ধারার চলচ্চিত্র এবং এটি তামিলনাড়ু রাজ্যের চলচ্চিত্র এবং রাজনীতি নিয়ে ছিলো। ঐশ্বর্যা রায় অভিনীত প্রথম তামিল এবং প্রথম চলচ্চিত্র এটিই ছিলো। এ আর রহমান চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন এবং গানের কথা বৈরামুথু লিখেছিলেন।
ইরুভার | |
---|---|
পরিচালক | মণি রত্নম |
প্রযোজক | মণি রত্নম জি শ্রীনিবাস |
রচয়িতা | সুহাসিনী মণিরত্নম (সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | মোহনলাল তাবু ঐশ্বর্যা রায় |
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | সন্তোষ শিব |
সম্পাদক | সুরেশ উরশ |
প্রযোজনা কোম্পানি | মাদ্রাজ টকিজ |
মুক্তি | ১৪ জানুয়ারী ১৯৯৭ |
স্থিতিকাল | ১৫৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
অভিনয়ে
সম্পাদনা- মোহনলাল - আনন্দ
- তাবু - সেনতামারাই
- রেবতী - মারাগাথাম
- ঐশ্বর্যা রায় - পুষ্পবল্লী এবং কল্পনা (দ্বৈত চরিত্র)
- গৌতমী - রমণী
- প্রকাশ রাজ - তামিলসেলভান
- নছর- আইয়া ভেলুতাম্বি
- মধু - একটি গানে (নারুমুগায়ে'তে আবির্ভাব)
প্রযোজনা
সম্পাদনাবিকাশ
সম্পাদনা১৯৯৫ সালের অক্টোবরে মণি রত্নম আনন্দ নামে একটি চলচ্চিত্র বানাবেন বলে বলেন যেটাতে মোহনলাল, ঐশ্বর্যা রায় এবং নানা পাটেকর থাকবে বলে বলেন।[১] প্রাথমিকভাবে এরকম বলা হচ্ছিলো যে এই চলচ্চিত্রটি তামিল জাতীয়তাবাদী জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল ইলম এর নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ এবং তার সহযোগী গোপালস্বামী মহেন্দ্ররাজাকে নিয়ে, আর ঐশ্বর্যা রায় এর চরিত্র নাকি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হবে বলে বলা হচ্ছিলো।[২] মণি রত্নম পরে চলচ্চিত্রটির নাম ইরুভার (যুগল) রেখে এটাকে বর্ষীয়ান তামিল চলচ্চিত্র অভিনেতা এবং এমজিআর এবং আরেক রাজনীতিবিদ করুণানিধি মুথুবেল এর জীবনের উপর ভিত্তি করে চলচ্চিত্রটি বানানোর ঘোষণা দেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jayanthi (১৫ অক্টোবর ১৯৯৫)। "What makes Mani ?"। The Indian Express। ২০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১১।
- ↑ Paneerselvam, A. V. (১৪ ফেব্রুয়ারি ১৯৯৬)। "With A Sepia Edge"। Outlook। ১১ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১১।
- ↑ Umashankar, Sudha (১৯৯৮)। "Films must reflect the times you live in"। The Hindu। ২১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইরুভার (ইংরেজি)