বৈরামুথু
বৈরামুথু (জন্মঃ ১৩ জুলাই ১৯৫৩)[৬] হচ্ছেন একজন ভারতীয় কবি, গীতিকার, ঔপন্যাসিক যিনি তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তামিল সাহিত্যের একজন খ্যাতিমান মানুষ তিনি। চেন্নাইয়ের পাচাইয়াপ্পা কলেজের স্নাতক বৈরামুথু প্রথমে একজন অনুবাদক হিসেবে কাজ করতেন, সঙ্গে সঙ্গে তিনি একজন কবিতা প্রকাশকও ছিলেন। ১৯৮০ সালে তিনি তামিল চলচ্চিত্র শিল্পে যোগ দেন পি ভারতীরাজা পরিচালিত নিড়ালগাল চলচ্চিত্রের মাধ্যমে। বৈরামুথু তার চল্লিশ বছরের কর্মজীবনে সাড়ে সাত হাজারের মত গান এবং কবিতা লিখেছেন, এবং এটার জন্য সাতটি জাতীয় পুরস্কারও পেয়েছেন।[৭] তিনি তার সাহিত্যকর্মের জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং সাহিত্য অকাদেমি পুরস্কার অর্জন করেছেন।
বৈরামুথু | |
---|---|
![]() রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কাছ থেকে পদ্মভূষণ পুরস্কার নিচ্ছেন বৈরামুথু (২০১৪ সালের ৩১ মার্চ) | |
স্থানীয় নাম | வைரமுத்து |
জন্ম | বৈরামুথু ১৩ জুলাই ১৯৫৩[১][২][৩] মেট্টুর, মাদুরাই, মাদ্রাজ প্রদেশ, ভারত[৪][৫] (এখন ভাড়ুগাপাট্টি, তেনি, তামিলনাড়ু) |
পেশা |
|
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা প্রতিষ্ঠান | পাচাইয়াপ্পা কলেজ, চেন্নাই |
উল্লেখযোগ্য রচনাবলি |
|
সক্রিয় বছর | ১৯৮০-বর্তমান |
দাম্পত্যসঙ্গী | পোনমেনি |
সন্তান | ২ |
পূর্ব জীবনসম্পাদনা
বৈরামুথুর জন্ম হয় ১৯৫৩ সালের জুলাই মাসের ১৩ তারিখে, তার বাবামা রামস্বামী এবং আঙ্গাম্মাল দুজনেই কৃষক ছিলেন, মেট্টুর এলাকায় (তামিলনাড়ুর তেনি জেলাতে) থাকলেও তারা ১৯৫৭ সালে ভাড়ুগাপাট্টিতে চলে আসেন।
স্কুলে পড়াকালীন সময়েই বৈরামুথু তামিল কবিদের কবিতার প্রতি তীব্র আকর্ষণ বোধ করতেন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ https://tamil.filmibeat.com/celebs/vairamuthu/biography.html
- ↑ https://www.veethi.com/india-people/vairamuthu-profile-133-25.htm
- ↑ https://www.filmistreet.com/celebrity/vairamuthu/
- ↑ http://www.poetvairamuthu.com/about.html
- ↑ https://twitter.com/madhankarky/status/240866807890726912
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৯।
- ↑ Srinivasan, Meera (২০১০-১২-২৫)। "Vairamuthu: earth, people my muse"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৫।
বহিঃসংযোগসম্পাদনা
- বৈরামুথু'র তানের তেসাম (মাদুরাই প্রকল্পতে) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে
- লাইব্রেরী অব কংগ্রেস নিউ দিল্লি অফিস