এম এ কাদের সরকার

বাংলাদেশি সরকারি কর্মকর্তা

এম এ কাদের সরকার একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি ১৩ মে ২০১৩ থেকে ২০ মার্চ ২০১৬ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] এর পর ২০ মার্চ ২০১৬ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব  হিসেবে যোগদান করেন।

এম এ কাদের সরকার
সচিব
স্থানীয় সরকার বিভাগ
কাজের মেয়াদ
১৩ মে ২০১৩ – ২০ মার্চ ২০১৬
রাষ্ট্রপতিআবদুল হামিদ
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
সচিব
বস্ত্র ও পাট মন্ত্রণালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০ মার্চ ২০১৬
ব্যক্তিগত বিবরণ
জন্মবরুন গ্রাম, কাপাসিয়া, গাজীপুর, পূর্ব পাকিস্তান
(বর্তমান বাংলাদেশ)

(1958-01-01) ১ জানুয়ারি ১৯৫৮ (বয়স ৬৬)
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
সন্তান১) নওশীন তাহসিন ২) ফারহান হাসিন রাদ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
জীবিকাসরকারী কর্মকর্তা

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

এম এ কাদের সরকার ১ জানুয়ারী ১৯৫৮ সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বরুন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিও এলএলএম ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন সম্পাদনা

এম এ কাদের সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস জুডিশিয়াল ক্যাডারে কিছুদিন চাকরি করার পর ১৯৮২ সালে বিসিএস (কর) ক্যাডারে যোগদান করে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (অর্থ), বিভিন্ন কর অঞ্চলের কর কমিশনার এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি ১৩ মে ২০১৩ থেকে ২০ মার্চ ২০১৬ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পর ২০ মার্চ ২০১৬ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব  হিসেবে যোগদান করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব/ সচিবগণের তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ নভেম্বর ২০১৯। ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০