এম্পায়ার স্টেট বিল্ডিং
এম্পায়ার স্টেট বিল্ডিং (ইংরেজি: Empire State Building, উচ্চারণ /ɛmpaɪɚ steɪt bɪldɪŋ/) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটন এলাকায় অবস্থিত ১০২ তলাবিশিষ্ট[ক] আর দেকো স্থাপত্যশৈলীতে নির্মিত একটি গগনচুম্বী অট্টালিকা। ভবনটির নকশাকার শ্রিভ, ল্যাম্ব অ্যান্ড হার্মন এবং ১৯৩০ থেকে ১৯৩১ পর্যন্ত এর নির্মাণ করা হয়েছিল। ভবনটির নাম এসেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ডাকনাম "এম্পায়ার স্টেট" (বঙ্গানুবাদ: "সাম্রাজ্য রাজ্য") থেকে।
এম্পায়ার স্টেট বিল্ডিং | |
---|---|
Empire State Building | |
![]() | |
![]() আলোকিত এম্পায়ার স্টেট বিল্ডিং, ২০২১ | |
![]() | |
রেকর্ড উচ্চতা | |
১৯৩১ হতে ১৯৭০ বিশ্বের সর্বোচ্চ ভবন[I] | |
পূর্ববর্তী রেকর্ড | ক্রাইসলার বিল্ডিং |
পরবর্তী রেকর্ড | ওয়ার্ল্ড ট্রেড সেন্টার |
সাধারণ তথ্যাবলী | |
ধরন | কার্যালয় ভবন; পর্যবেক্ষণাগার |
স্থাপত্যশৈলী | আর দেকো |
অবস্থান | ৩৫০ ফিফথ অ্যাভিনিউ, ম্যানহাটন, নিউ ইয়র্ক, ১০১১৮ মার্কিন যুক্তরাষ্ট্র |
স্থানাঙ্ক | ৪০°৪৪′৫৪″ উত্তর ৭৩°৫৯′৮″ পশ্চিম / ৪০.৭৪৮৩৩° উত্তর ৭৩.৯৮৫৫৬° পশ্চিম |
নির্মাণ শুরু | ১৭ মার্চ ১৯৩০[১] |
কাঠামোবদ্ধ | ১৯ সেপ্টেম্বর ১৯৩০ |
সম্পূর্ণ | ১১ এপ্রিল ১৯৩১[২] |
উন্মুক্ত হয়েছে | মে ১, ১৯৩১[৩] |
নির্মাণব্যয় | $৪০,৯৪৮,৯০০[৭] |
স্বত্বাধিকারী | এম্পায়ার স্টেট রিয়েল্টি ট্রাস্ট |
উচ্চতা | |
শীর্ষবিন্দু পর্যন্ত | ১,৪৫৪ ফুট (৪৪৩.২ মিটার)[৪] |
শুঙ্গ শিখর পর্যন্ত | ২০৪ ফুট (৬২.২ মিটার)[৪] |
ছাদ পর্যন্ত | ১,২৫০ ফুট (৩৮১.০ মিটার)[৪] |
শীর্ষ তলা পর্যন্ত | ১,২২৪ ফুট (৩৭৩.১ মিটার)[৪] |
পর্যবেক্ষণাগার পর্যন্ত | ৮০তম, ৮৬তম ও ১০২তম তলা[৪] |
মাত্রা | |
অন্যান্য মাত্রা | ৪২৪ ফুট (১২৯.২ মিটার) পূর্ব–পশ্চিম; ১৮৭ ফুট (৫৭.০ মিটার) উত্তর–দক্ষিণ[৫] |
কারিগরি বিবরণ | |
তলার সংখ্যা | ১০২[৪][৫][৬][ক] |
তলার আয়তন | ২২,৪৮,৩৫৫ বর্গফুট (২,০৮,৮৭৯ বর্গমিটার)[৪] |
লিফট | 73[৪] |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | শ্রিভ, ল্যাম্ব অ্যান্ড হার্মন |
নির্মাতা | এম্পায়ার স্টেট ইনকর্পোরেটেড |
অবকাঠামোবিদ | হমার গেজ ব্যালকম |
প্রধান ঠিকাদার | স্টারেট ব্রাদার্স অ্যান্ড ইকেন |
ওয়েবসাইট | |
esbnyc | |
মনোনীত | ২৪ জুন ১৯৮৬ |
সূত্র নং | ৮২০০১১৯২ |
মনোনীত | ১৭ নভেম্বর ১৯৮২ |
সূত্র নং | ৮২০০১১৯২ |
অবৈধ উপাধি | |
মনোনীত | ২৭ সেপ্টেম্বর ১৯৮২[১০] |
সূত্র নং | ০৬১০১.০০১৬৯১ |
মনোনীত | ১৯ মে ১৯৮১[১১] |
সূত্র নং | ২০০০[১১] |
সত্ত্বা | ভবনের সম্মুখভাগ |
মনোনীত | ১৯ মে ১৯৮১[১২] |
সূত্র নং | ২০০১[১২] |
সত্ত্বা | লবি |
তথ্যসূত্র | |
I. ^ "Empire State Building"। Emporis। এপ্রিল ৫, ২০১৫ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। [৪][৮][৯] |
এম্পায়ার স্টেট বিল্ডিঙের ছাদ পর্যন্ত উচ্চতা ১,২৫০ ফুট (৩৮০ মিটার) এবং উপরের অ্যান্টেনাকে ধরলে এর মোট উচ্চতা ১,৪৫৪ ফুট (৪৪৩.২ মিটার)। ১৯৭০ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার স্থাপিত হওয়ার আগে পর্যন্ত এম্পায়ার স্টেট বিল্ডিং বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল। ২০০১ সালে ১১ সেপ্টেম্বরের হামলার জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল, যার ফলে এম্পায়ার স্টেট বিল্ডিং ২০১২ সালে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্থাপিত হওয়ার আগে পর্যন্ত নিউ ইয়র্কের সর্বোচ্চ ভবন ছিল। ২০২৪-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] এম্পায়ার স্টেট বিল্ডিং নিউ ইয়র্ক শহরের সপ্তম সর্বোচ্চ ভবন, যুক্তরাষ্ট্রের নবম সর্বোচ্চ সম্পন্ন ভবন ও বিশ্বের ৫৭শ সর্বোচ্চ ভবন।
ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউয়ের পশ্চিমপ্রান্তে, থার্টি-থার্ড ও থার্টি-ফোর্থ স্ট্রিটের মাঝের জমিতে এম্পায়ার স্টেট বিল্ডিং অবস্থিত। ১৮৯৩ সালে এখানে ওয়ালডর্ফ–অ্যাস্টরিয়া হোটেল স্থাপিত হয়েছিল। ১৯২৯ সালে এম্পায়ার স্টেট ইনকর্পোরেটেড এই জমি অধিগ্রহণ করেছিল এবং সেখানে একটি গগনচুম্বী অট্টালিকা স্থাপনের পরিকল্পনা করেছিল। যতক্ষণ এটা বিশ্বের সর্বোচ্চ ভবন হিসাবে নিশ্চিত করা যাচ্ছিল না ততক্ষণ এম্পায়ার স্টেট বিল্ডিঙের নকশা ১৫ বার বদলানো হয়েছিল। ১৯৩০ সালের ১৭ মার্চে ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছিল এবং সাড়ে ১৩ মাস পর ১৯৩১ সালের ১ মে-তে ভবনটি উন্মুক্ত হয়েছিল। এম্পায়ার স্টেট বিল্ডিং নির্মাণ নিয়ে অনুকূল জনপ্রিয়তা থাকলেও মহামন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯৫০-এর দশক পর্যন্ত ভবনটির মালিকরা কোনো মুনাফা অর্জন করতে পারেনি।
আর দেকো স্থাপত্যশৈলী, উচ্চতা ও পর্যবেক্ষণাগারের জন্য এম্পায়ার স্টেট বিল্ডিং এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বিশ্বের প্রায় ৪০ লাখ পর্যটক ভবনটির ৮৬তম ও ১০২তম তলার পর্যবেক্ষণাগার পরিদর্শন করে। ২০১৯ সালে ৮০তম তলায় আরেকটি পর্যবেক্ষণাগার চালু করা হয়েছিল। এম্পায়ার স্টেট বিল্ডিং একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতীক, আর ১৯৩৩ সালে মুক্তি পাওয়া কিং কং থেকে শুরু করে ২৫০-এরও বেশি টেলিভিশন ধারাবাহিকে এই ভবনকে উপস্থাপন করা হয়েছে। ভবনটির আকার দিয়ে অন্যান্য স্থাপনার উচ্চতা ও দৈর্ঘ্যকে বর্ণনা করা হয়, যেমন কলকাতার সর্বোচ্চ ভবন দ্য ফরটি-টুয়ের উচ্চতা এম্পায়ার স্টেট বিল্ডিঙের প্রায় ৫ ভাগের ৩ ভাগ।
স্থাপত্যশৈলী
সম্পাদনাশ্রিভ, ল্যাম্ব অ্যান্ড হার্মন এম্পায়ার স্টেট বিল্ডিঙের নকশাকার এবং এটি আর দেকো স্থাপত্যশৈলীতে নির্মিত।[১৫] ১০২তম তলা পর্যন্ত এম্পায়ার স্টেট বিল্ডিঙের উচ্চতা ১,২৫০ ফুট (৩৮১ মিটার)। ২০৩ ফুট (৬১.৯ মিটার) লম্বা চূড়াকে ধরলে মোট উচ্চতা ১,৪৫৩ ফুট ৮+৯⁄১৬ ইঞ্চি (৪৪৩.০৯২ মিটার)।[১৬] এতি ১০০-এর বেশি তলাবিশিষ্ট বিশ্বের প্রথম ভবন,[১৭] যদিও কেবল সর্বনিম্ন ৮৬টি তলা ব্যবহারযোগ্য। প্রথম থেকে ৮৫তম তলায় ২.১৫৮ নিযুত বর্গফুট (২,০০,৫০০ বর্গমিটার) আয়তনের বাণিজ্যিক ও অন্যান্য কার্যালয় রয়েছে, আর ৮৬তম তলায় পর্যবেক্ষণাগার রয়েছে।[১৮][১৬][১৯] অবশিষ্ট ১৬টি তলার উপরে ১০২তম তলায় একটি পর্যবেক্ষণাগার রয়েছে। ৮৬তম ও ১০২তম তলার মাঝে কোনো স্তর নেই এবং এই অংশটি মূলত যান্ত্রিক উদ্দেশে ব্যবহার করা হয়।[১৬] ১০২তম তলার উপরেই ২০৩ ফুট (৬১.৯ মিটার) লম্বা চূড়া, যার বেশিরভাগই সম্প্রচার অ্যান্টেনা দিয়ে আবৃত। এই চূড়াটির শীর্ষে একটি বিদ্যুৎ দণ্ড বসানো হয়েছে।[২০]
এতে, ৬,৫০০ জানালা এবং ৭৩টি লিফট রয়েছে। এছাড়া, রাস্তার সমান্তরাল থেকে ১০২তম তলা পর্যন্ত ১,৮৬০টি সোপান রয়েছে। এর সর্বমোট মেঝের আয়তন ২,৭৬৮,৫৯১ বর্গফুট (২৫৭,২১১ বর্গমিটার)। প্রায় ২ একর (৮,০৯৪ বর্গমিটার) জমির উপর এটি অবস্থিত। এক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ১০১১৮ জিপ কোডও নিজ নামে সংরক্ষণ করেছে। ২০০৭ সাল পর্যন্ত প্রায় একুশ হাজার শ্রমিক প্রতিদিন কাজ করছেন। এরফলে আমেরিকায় বিল্ডিংটি পেন্টাগনের পর ২য় বৃহত্তম অফিস কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সম্পূর্ণ ভবনটি নির্মাণে এক বছর ও ৪৫ দিন সময় ব্যয় হয়। ৬৪টি লিফট কেন্দ্রস্থলে অবস্থিত।[২১] বর্তমানে সেবার লক্ষ্যে লিফটসহ ৭৩টি লিফট রয়েছে। ৮০তম তলা পর্যন্ত লিফটের মাধ্যমে উঠতে এক মিনিটেরও কম সময় লাগে। সেখানে থেকে ৮৬তম তলায় যাবার জন্যে অন্য আরেকটি লিফট ব্যবহার করতে হয়। ভবনটিতে ৭০ মা (১১৩ কিমি) পাইপসহ বৈদ্যুতিক তার রয়েছে ২৫,০০,০০০ ফু (৭,৬০,০০০ মি)।[২২]
আলোকসজ্জা
সম্পাদনাপ্রথমদিকে এম্পায়ার স্টেট বিল্ডিঙের উপরে সাদা সন্ধানী আলো বসানো থাকত। ১৯৩২ সালের নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনে ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের জয়কে বোঝানোর জন্য প্রথম এই আলো ব্যবহৃত হয়েছিল।[২৩] ১৯৫৬ সালে এর জায়গায় চারটে "ফ্রিডম লাইটস" বসানো হয়েছিল।[২৩] ১৯৬৪ সালের বিশ্বমেলায় এম্পায়ার স্টেট বিল্ডিংকে দৃশ্যমান করা জন্য ঐ সালের ফেব্রুয়ারিতে ৭২তম তলায়[২৪] ধারাবাতি বসানো হয়েছিল।[২৫] শক্তি সংকটের জন্য ১৯৭৩ সালের নভেম্বর থেকে ১৯৭৪ সালের জুলাই পর্যন্ত বাতিগুলি বন্ধ ছিল।[২৬] ১৯৭৬ সালে ব্যবসায়ী ডগলাস লেই ১,০০০টি ভাস্বর বাতির জায়গায় ২০৪টি ধাতু-হ্যালাইড বাতি ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন, যেগুলি ঐ ভাস্বর বাতিগুলির তুলনায় চারগুণ উজ্জ্বল।[২৭] ঐ সালের জুলাইতে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিশতবর্ষ উদ্যাপন উপলক্ষে এম্পায়ার স্টেট বিল্ডিঙে নতুন লাল, সাদা, নীল রঙের ধাতু-হ্যালাইড বাতি বসানো হয়েছিল।[২৬][২৮] দ্বিশতবর্ষ উদ্যাপনের পর নিম্ন রক্ষণাবেক্ষণ খরচের (বছরে ১১৬ ডলার) জন্য এই নতুন বাতি রেখে দেওয়া হয়েছিল।[২৭]
১৯৭৭ সালের ১২ অক্টোবর থেকে সাময়িক অনুষ্ঠান উপলক্ষে ভবনটির চূড়া উপযুক্ত রঙে আলোকিত হয়।[২৯] ভবনটির ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনরা এর জন্য আবেদন করতে পারে।[৩০] এছাড়া দুর্ঘটনা, বার্ষিকী, মৃত্যু, কিংবা গৌরব পদযাত্রা বা হ্যালোইন উপলক্ষেও চূড়াটি আলোকিত হয়।[৩১] ২০০১ সালে ১১ সেপ্টেম্বরের হামলার পর কয়েক মাস ধরে এম্পায়ার স্টেট বিল্ডিং লাল, সাদা ও নীল আলোয় আলোকিত হয়েছিল।[৩২]
২০১২ সালে এম্পায়ার স্টেট বিল্ডিঙের ৪০০টি ধাতু-হ্যালাইড বাতি ও ধারাবাতির জায়গায় ১,২০০টি এলইডি বাতি বসানো হয়েছিল, যার ফলে লভ্য রঙের সংখ্যা ৯ থেকে ১.৬ কোটিতে বেড়ে গিয়েছিল।[৩৩] কম্পিউটার-নিয়ন্ত্রিত ব্যবস্থাটি ভবনটিকে এমনভাবে আলোকিত করতে পারে যা প্লাস্টিক জেল দিয়ে করা সম্ভব ছিল না।[৩৪] যেমন ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের স্কোরবোর্ড হিসাবে সিএনএন এম্পায়ার স্টেট বিল্ডিঙের চূড়াকে ব্যবহার করেছিল, আর এখানে নীল আলো দিয়ে ডেমোক্র্যাটিক ও লাল আলো দিয়ে রিপাব্লিকান দলের ভোটসংখ্যাকে বোঝাত।[৩৫]
-
২০১২ সালে এম্পায়ার স্টেট বিল্ডিঙে ডেমোক্র্যাটিক ও রিপাব্লিকান দল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল।
-
প্রতি বছর জুন মাসে নিউ ইয়র্কে এলজিবিটি সম্প্রদায়ের গৌরব পদযাত্রার সময় এম্পায়ার স্টেট বিল্ডিং রামধনুর রঙে আলোকিত হয়, যা এলজিবিটি সম্প্রদায়ের পতাকাকে চিহ্নিত করে।
ইতিহাস
সম্পাদনাঅনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন।
|
শ্রিভ, ল্যাম্ব এন্ড হার্মন এসোসিয়েটস এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের নকশা প্রণয়ন করে। এটি এমন এক সময়ে তৈরী করা হয়েছিল যখন বিশ্বব্যাপী সবচেয়ে উঁচু আকাশচুম্বী অট্টালিকা তৈরীতে সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু, এম্পায়ার স্টেট বিল্ডিং সর্বোচ্চ অট্টালিকার মর্যাদায় অভিষিক্ত হয়েছিল। ৪১০ দিনে এর নির্মাণ কার্য সমাপ্ত হয়েছিল। ১ মে, ১৯৩১ সালে আমেরিকার প্রেসিডেন্ট হার্বার্ট হুভার বিল্ডিংটির উদ্বোধন করেছিলেন।
উচ্চতার রেকর্ড
সম্পাদনা৪২ বছর ধরে এম্পায়ার স্টেট বিল্ডিং বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল, আর ১৯৭০ সালের অক্টোবরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার এর উচ্চতাকে ছাড়িয়ে গিয়েছিল।[৩৬][৩৭][৩৮] এছাড়া ১৯৫৪ সালে কেডব্লিউটিভি মাস্ট স্থাপন করার আগে এম্পায়ার স্টেট বিল্ডিং বিশ্বের সর্বোচ্চ কৃত্রিম স্থাপনা ছিল।[৩৯] ১৯৭০-এর দশকের প্রথমদিকে এম্পায়ার স্টেট বিল্ডিঙের চূড়ার জায়গায় আরও ১১টি তলা যুক্ত করার প্রস্তাব করা হয়েছিল, যার ফলে ভবনটির উচ্চতা দাঁড়াত ১,৪৯৪ ফুট (৪৫৫ মিটার) এবং এটি পুনরায় বিশ্বের সর্বোচ্চ ভবন হয়ে যেত। কিন্তু সেই প্রস্তাব শেষে বাতিল হয়েছিল।[৪০]
২০০১ সালে ১১ সেপ্টেম্বরের হামলার ফলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে গিয়েছিল। এর ফলে এম্পায়ার স্টেট বিল্ডিং পুনরায় নিউ ইয়র্কের সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ভবন হয়ে গিয়েছিল। ২০১২ সালের এপ্রিলে উচ্চতর ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মিত হওয়ার আগে পর্যন্ত এম্পায়ার স্টেট বিল্ডিং নিউ ইয়র্কের সর্বোচ্চ ভবন ছিল।[৩৬][৩৭][৪১] ২০২২-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] এটি নিউ ইয়র্কের সপ্তম সর্বোচ্চ ও যুক্তরাষ্ট্রের দশম সর্বোচ্চ ভবন।[৪২] ফেব্রুয়ারি ২০২১-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] এম্পায়ার স্টেট বিল্ডিং বিশ্বের ৪৯শ সর্বোচ্চ ভবন ছিল।[৪৩]
দুর্ঘটনাসমূহ
সম্পাদনা১৯৪৫ বিমান দুর্ঘটনা
সম্পাদনা১৯৪৫ সালের ২৮ জুলাই সকাল ৯:৪০-এ লেফটেন্যান্ট কর্নেল উইলিয়াম ফ্রাঙ্কলিন স্মিথ জুনিয়র ঘন কুয়াশায় বি-২৫ মিচেল বোমারু বিমান চালাচ্ছিলেন।[৪৪] বিমানটি এম্পায়ার স্টেট বিল্ডিঙের উপরের অংশে ৭৯তম ও ৮০তম তলায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেখানে ন্যাশনাল ক্যাথলিক ওয়েলফেয়ার কাউন্সিলের কার্যালয় ছিল।[২০][২৯] একটি ইঞ্জিন ভবনটিকে পুরোপুরি ভেদ করে নিকটবর্তী ভবনের ছাদে গিয়ে পড়েছিল, আর সেখানে সৃষ্ট অগ্নিকাণ্ডের ছাদটিকে বিধ্বস্ত করেছিল।[৪৫][৪৬][৪৭] অপর ইঞ্জিন ও ল্যান্ডিং গিয়ার লিফটের একটি শ্যাফটে দ্রুত পড়ে গিয়েছিল, যার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড ৪০ মিনিট ধরে স্থায়ী ছিল। এই দুর্ঘটনায় ১৪ জন নিহত।[৪৮][৪৭][৪৯] লিফট পরিচালক বেটি লো অলিভার ৭৫টি তলা অতিক্রম করে পতিত হওয়ার সত্ত্বেও বেঁচে গিয়েছিলেন। গিনেস বিশ্ব রেকর্ডে এটি দীর্ঘক্ষণ ধরে বেঁচে থাকা লিফট পতন হিসাবে রেকর্ডকৃত।[৫০]
বিমান দুর্ঘটোনা ও ক্ষয়ক্ষতির সত্ত্বেও দুই দিন পরেই অনেক তলা পুনরায় উন্মুক্ত করা হয়েছিল।[৪৮][৫১] দুর্ঘটনাটির ফলে সিভিল এরোনটিক্স অ্যাডমিনিস্ট্রেশন (বর্তমান ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) নিউ ইয়র্কের উপর দিয়ে বিমান চালনার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং আবহাওয়া নির্বিশেষে নিউ ইয়র্কের উপর দিয়ে বিমানের সর্বনিম্ন উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৫০০ ফুট (৭৬০ মিটার) ঠিক করা হয়েছিল।[৫২][৪৮]
এক বছর পর, ১৯৪৬ সালের ২৪ জুলাইতে আরেক উড়োজাহাজ ভবনটিকে আঘাত করতে করতে আঘাত করতে পারেনি। অশনাক্ত দুই-ইঞ্জিনের বিমানটি পর্যবেক্ষণাগার দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিল, যা সেখানকার পর্যটকদের আতঙ্কিত করে তুলেছিল।[৫৩]
আত্মহত্যার চেষ্টা
সম্পাদনাআইকনিক মর্যাদার জন্য এম্পায়ার স্টেট বিল্ডিং এবং মিডটাউন ম্যানহাটনের অন্যান্য সুউচ্চ ভবনগুলি আত্মহত্যার চেষ্টার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।[৫৪] প্রতি বছর প্রায় ৩০ জন ব্যক্তি ভবনটির উপরের তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে, কিন্তু এর বেশিরভাগই অসফল।[৫৫][৫৬]
১৯৩১ সালের ৭ এপ্রিলে এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম আত্মহত্যার চেষ্টা সম্পন্ন হয়েছিল, আর তখন ভবনটির নির্মাণ সম্পূর্ণ হয়নি। কর্মবিরত অবস্থায় একজন ছুতার ৫৮তম তলায় গিয়ে সেখান থেকে ঝাঁপ দিয়েছিলেন।[৫৭] ভবনটি উন্মুক্ত হওয়ার পর ১৯৩৫ সালের ফেব্রুয়ারিতে পি. এবারহার্ট ৮৬তম তলার পর্যবেক্ষণাগার থেকে ঝাঁপ দিয়ে ১,০২৯ ফুট (৩১৪ মিটার) নিচে প্রবেশপথে পড়ে গিয়েছিলেন।[৫৮] ১৯৪৩ সালের ১৬ ডিসেম্বরে উইলিয়াম লয়েড র্যাম্বো নামক এক যুবক ৮৬তম তলা থেকে ঝাঁপ দিয়ে নিচে রাস্তায় বড়দিনের বাজারিদের সামনে পড়ে গিয়েছিলেন।[৫৯] ১৯৪৬ সালের ২৭ সেপ্টেম্বরে গোলাঘটিত বৈকল্যের রোগী মেরিন ডগলাস ডব্লিউ. ব্রাশিয়ার জুনিয়র ৭৬তম তলায় গ্রান্ট অ্যাডভার্টাইজিং এজেন্সির জানলা থেকে ঝাঁপ দিয়েছিলেন। পুলিশ ব্যক্তিটির দেহ থেকে ৫০ ফুট (১৫ মিটার) দূরে তাঁর জুতো পেয়েছিল।[৬০]
একের বেশি তলা দিয়ে না পড়ে দুইজন ব্যক্তি বেঁচে গিয়েছিলেন। ১৯৭৯ সালের ২ ডিসেম্বরে এলভিটা অ্যাডামস ৮৬তম তলা দিয়ে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তীব্র বায়ুপ্রবাহ তাঁকে ৮৫তম তলার দেওয়ালের পার্শ্বদেশের দিকে ঠেকে দিয়েছিল এবং তাঁর কোমর ভেঙে গিয়েছিল।[৬১][৬২][৬৩] ২০১৩ সালের ২৫ এপ্রিলে একজন পুরুষ ৮৬তম তলার পর্যবেক্ষণাগার থেকে পড়ে গিয়েছিলেন, কিন্তু ৮৫তম তলার দেওয়ালের পার্শ্বদেশে নেমে তিনি সামান্য ক্ষতসহ বেঁচে গিয়েছিলেন। নিরাপত্তা রক্ষীরা তাঁকে ভিতরে এনেছিল এবং পরাচিকিৎসকগণ মনঃচিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিল।[৬৪]
গুলিবর্ষণ
সম্পাদনা২৪ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালে একজন সশস্ত্র বন্দুকধারী ব্যক্তি পর্যবেক্ষণ চূড়ায় আরোহণ করে একজনকে গুলী করে হত্যা করে। পরবর্তীতে সে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর আহত হয়।[৬৫]
আরোহণ প্রতিযোগিতা
সম্পাদনা১৯৭৮ সাল থেকে ৮৬তম তলায় অবস্থিত পর্যবেক্ষণ টাওয়ার পর্যন্ত হেঁটে আরোহণ প্রতিযোগিতা সাংবার্ষিকভিত্তিতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। অংশগ্রহণকারী প্রতিযোগীগণ দৌড়বিদ ও আরোহণকারী - উভয় নামেই আখ্যায়িত হন। প্রায়শঃই তারা অত্যন্ত আগ্রহী টাওয়ার দৌড়বিদ নামে পরিচিত হয়ে থাকেন। খাড়া বা উলম্বভাবে এ প্রতিযোগিতায় ১,০৫০ ফুট (৩২০ মিটার) দূরত্ব অতিক্রম করতে হয়। এজন্যে প্রতিযোগীকে ১,৫৭৬ সোপান অতিক্রম করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হয়। ২০০৩ সালের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার পেশাদার সাইক্লিষ্ট পল ক্র্যাক সর্বনিম্ন ৯ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন।[৬৬][৬৭] এ সময় উপরে উঠার হার ছিল ঘণ্টায় ৬,৫৯৩ ফু (২,০১০ মি)।
টীকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jackson 2010, পৃ. 413।
- ↑ Langmead 2009, পৃ. 86।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;The New York Times 1931
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ "Empire State Building"। The Skyscraper Center। জুন ১২, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০২৩।
- ↑ ক খ গ Emporis GmbH। "Empire State Building, New York City"। Emporis। জানুয়ারি ২৮, ২০১২ তারিখে আসল থেকে আর্কাইভকৃত।
- ↑ ক খ "Empire State Building, New York City"। SkyscraperPage.com। জুন ১২, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০২৩।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Sinclair, M. 1998
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Empire State Building"। National Historic Landmark summary listing। National Park Service। সেপ্টেম্বর ১১, ২০০৭। আগস্ট ৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ কর্মী (জানুয়ারি ২৩, ২০০৭)। "জাতীয় নিবন্ধন তথ্য পদ্ধতি"। ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধন। জাতীয় পার্ক পরিষেবা।
- ↑ "Cultural Resource Information System (CRIS)"। New York State Office of Parks, Recreation and Historic Preservation। নভেম্বর ৭, ২০১৪। এপ্রিল ৪, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২০, ২০২৩।
- ↑ ক খ Landmarks Preservation Commission 1981, পৃ. 1।
- ↑ ক খ Landmarks Preservation Commission Interior 1981, পৃ. 1।
- ↑ Branigin, William (আগস্ট ২৪, ২০১২)। "Gunman Shoots Former Co-Worker Near Empire State Building, Is Shot by Police"। The Washington Post। সেপ্টেম্বর ৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৩০, ২০১৩।
The 103-floor Empire State Building draws
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Rothstein 2011
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ টেমপ্লেট:Cite AIA4
- ↑ ক খ গ Willis ও Friedman 1998, পৃ. 14।
- ↑ Willis ও Friedman 1998, পৃ. 56।
- ↑ Reynolds 1994, পৃ. 290
- ↑ Landmarks Preservation Commission 1981, পৃ. 14।
- ↑ ক খ Jackson 2010, পৃ. 413–414।
- ↑ "Robot Elevators To Serve 85,000 In Greatest Building", April 1931, Popular Science photos and drawings of original elevators layout
- ↑ "Facts & Trivia"। Empire State Building। ২০০৯-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১০।
- ↑ ক খ Melina, Remy (আগস্ট ২৪, ২০১০)। "What Do the Empire State Building's Lights Mean?"। Live Science। অক্টোবর ২৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৭।
- ↑ Tauranac 2014, পৃ. 353।
- ↑ "Top of the Empire State To Get New Floodlights"। The New York Times। জানুয়ারি ২১, ১৯৬৪। আইএসএসএন 0362-4331। অক্টোবর ২৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৭; Lelyveld, Joseph (ফেব্রুয়ারি ২৩, ১৯৬৪)। "The Empire State to Glow at Night" (পিডিএফ)। The New York Times। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১০।
- ↑ ক খ "Hotel History"। Waldorfnewyork.com। নভেম্বর ২৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৩০, ২০১৪।
- ↑ ক খ City Lights – New York Magazine (ইংরেজি ভাষায়)। মে ২২, ১৯৮৯। পৃষ্ঠা 35।
- ↑ Berman ও Museum of New York City 2003, পৃ. 108।
- ↑ ক খ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Reynolds p. 291
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Tower Lights"। Empire State Building। অক্টোবর ২৯, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৫, ২০১৭।
- ↑ "Empire State Building Turns Blue as Silent Tribute"। BBC News। মে ১৫, ১৯৯৮। আগস্ট ২, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১৭।
- ↑ "Lighting Schedule"। Empire State Building। সেপ্টেম্বর ২০, ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১০।
- ↑ Taub, Eric A. (মে ৮, ২০১২)। "Bathed in New Lights, Empire State Building Will Star in More Vivid Show"। City Room। অক্টোবর ২৪, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১৭।
- ↑ Santora, Marc (জুলাই ৬, ২০১৩)। "The Empire State Building, Now in 16 Million Colors"। The New York Times। আইএসএসএন 0362-4331। জুলাই ৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১৭।
- ↑ Wells, Charlie (নভেম্বর ৬, ২০১২)। "Empire State Building Lights up to Broadcast Election Results"। New York Daily News। নভেম্বর ৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১২।
- ↑ ক খ "World Trade Center Tower Surpasses Empire State"। CBS News। এপ্রিল ৩০, ২০১২। জুন ১২, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৭।
- ↑ ক খ Dunlap, David W. (এপ্রিল ৩০, ২০১২)। "1 World Trade Center Will Reclaim the Sky in Lower Manhattan"। The New York Times। আইএসএসএন 0362-4331। জানুয়ারি ১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৭।
- ↑ "History of the Twin Towers"। ডিসেম্বর ২৮, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০১৪।
- ↑ McWhirter, N.; McWhirter, R. (১৯৯৪)। The Guinness Book of Records। Guinness Superlatives। পৃষ্ঠা 101। আইএসবিএন 9780851125121। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৭।
- ↑ Carmody, Deirdre (অক্টোবর ১১, ১৯৭২)। "11 Floors May Be Added to the Empire State" (পিডিএফ)। The New York Times। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৪, ২০২০।
- ↑ "It's Official: 1 WTC Is New York's New Tallest Building"। New York Daily News। এপ্রিল ৩০, ২০১২। মে ২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১২; "Final pieces hoisted atop One World Trade Center"। CNN। মে ৩, ২০১৩। মে ৩, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২০, ২০১৯।
- ↑ "100 Tallest Buildings in the United States"। The Skyscraper Center। এপ্রিল ৭, ২০১৬। জুলাই ৮, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৭।
- ↑ "100 Tallest Completed Buildings in the World"। The Skyscraper Center। এপ্রিল ৭, ২০১৬। অক্টোবর ১৮, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৭।
- ↑ "750th Squadron 457th Bombardment Group: Officers – 1943 to 1945"। অক্টোবর ৩১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০০৯।
- ↑ "Upper Floors of Tallest Building Blazing Inferno"। United Press International। ডিসেম্বর ৩১, ১৯৬৯। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৪, ২০১৮।
- ↑ "Crash Fire Ruins Sculptor's Studio; Photo-Diagram Of The Plane Crash" (পিডিএফ)। The New York Times। জুলাই ২৯, ১৯৪৫। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ অক্টোবর ২৪, ২০১৭।
- ↑ ক খ McGovern, Tom (সেপ্টেম্বর ১৯, ১৯৮২)। "Thick Fog, An Errant Turn, Then Disaster"। New York Daily News। পৃষ্ঠা 35। ডিসেম্বর ২৬, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৬, ২০২২।
- ↑ ক খ গ Berman ও Museum of New York City 2003, পৃ. 86।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Bartlett 1976
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Longest Fall Survived in an Elevator"। Guinness World Records। মার্চ ১৭, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০১০।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Brooklyn Daily Eagle 1945
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Tauranac 2014, পৃ. 330।
- ↑ "Empire State Plane Still Not Identified" (পিডিএফ)। The New York Times। জুলাই ২৬, ১৯৪৬। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৭।
- ↑ Gross, Charles; Piper, Tinka Markham; Bucciarelli, Angela; Tardiff, Kenneth; Vlahov, David; Galea, Sandro (নভেম্বর ২০০৭)। "Suicide Tourism in Manhattan, New York City, 1990–2004"। Journal of Urban Health। 84 (6): 755–765। আইএসএসএন 1099-3460। ডিওআই:10.1007/s11524-007-9224-0। পিএমআইডি 17885807। পিএমসি 2232032 ।
- ↑ "Lawyer Dies in Empire Suicide Horror"। New York Daily News (ইংরেজি ভাষায়)। জুন ২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৭।
- ↑ VanDam, Jeff (এপ্রিল ২৬, ২০০৬)। "An Urban Icon Where They Used to Go Fishing"। The Herald Tribune। আইএসএসএন 0362-4331। ফেব্রুয়ারি ১২, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Killed in 57-Story Fall; Carpenter's Death at Empire State Building Believed to Be Suicide." (পিডিএফ)। The New York Times। এপ্রিল ৭, ১৯৩১। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ অক্টোবর ২৮, ২০১৭।
- ↑ Tauranac 2014, পৃ. 242।
- ↑ "Youth Dives from Empire State Bldg"। The Schenectady Gazette। ডিসেম্বর ১৭, ১৯৪৩। এপ্রিল ১৪, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৭, ২০১৭।
- ↑ "Leaps to Death from 76th Floor"। Tuscaloosa News। সেপ্টেম্বর ২৭, ১৯৪৬। মে ২৯, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৭, ২০১৭।
- ↑ Douglas 2004, পৃ. 173।
- ↑ Broughton, Geoffrey (১৯৮৭)। Expressions। Collins ELT। পৃষ্ঠা 32। আইএসবিএন 0-00-370641-9।
- ↑ Goldman 1980, পৃ. 63।
- ↑ Stepansky, Joseph; Kemp, Joe; Calcano, Bryan; Beekman, Daniel (এপ্রিল ২৫, ২০১৩)। "Man Tumbles off Empire State Building"। New York Daily News। এপ্রিল ২৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৫, ২০১৩।
- ↑ "Gunman shoots 7, kills self at Empire State Building"। CNN। ফেব্রুয়ারি ২৪, ১৯৯৭। ২০১০-০৪-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৫, ২০১১।
- ↑ "NYRR Empire State Building Run-Up Crowns Dold and Walsham as Champions"। New York Road Runners। ফেব্রুয়ারি ৬, ২০০৭। ২০১১-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১০।
- ↑ "Past Race Winners"। Empire State Building। ২০১০-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- Empire State Building সিটিবিইউএইচ স্কাইস্ক্রেপার সেন্টার
- Empire State Building under construction (1930–1931) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ অক্টোবর ২০১৪ তারিখে, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি
- Empire State Building archive, circa 1930–1969 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
রেকর্ড | ||
---|---|---|
পূর্বসূরী ক্রাইসলার বিল্ডিং |
বিশ্বের সর্বোচ্চ কাঠামো ১৯৩১–১৯৫৪ |
উত্তরসূরী কেডব্লিউটিভি মাস্ট |
ভূমিতে বিশ্বের সবচেয়ে লম্বা মুক্ত অবস্থায় দাঁড়ানো কাঠামো ১৯৩১–১৯৬৭ |
উত্তরসূরী ওস্তানকিনো টাওয়ার | |
বিশ্বের সর্বোচ্চ ভবন ১৯৩১–১৯৭০ |
উত্তরসূরী ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (১৯৭৩–২০০১) (নর্থ টাওয়ার) | |
মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন ১৯৩১–১৯৭০ | ||
নিউ ইয়র্কের সর্বোচ্চ ভবন ১৯৩১–১৯৭০ | ||
পূর্বসূরী ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (১৯৭৩–২০০১) (নর্থ টাওয়ার) |
নিউ ইয়র্কের সর্বোচ্চ ভবন ২০০১–২০১২ |
উত্তরসূরী ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (বর্তমান) |