এডেন উপসাগর
এডেন উপসাগর (ইংরেজি: Gulf of Adenআরবি: خليج عدن) আরব সাগরের পশ্চিম বাহু। এর উত্তরে আরব উপদ্বীপের দক্ষিণ উপকূলের ইয়েমেন রাষ্ট্র এবং এর দক্ষিণে উত্তর-পূর্ব আফ্রিকার সোমালিয়া ও জিবুতি অবস্থিত। উপসাগরটি ৮৯০ কিলোমিটার দীর্ঘ এবং লোহিত সাগরের সাথে বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে সংযুক্ত। এডেন উপসাগরটি ভারত মহাসাগর থেকে সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথটির অংশবিশেষ গঠন করেছে।
এডেন উপসাগর | |
---|---|
![]() এডেন উপসাগরের মানচিত্র | |
অবস্থান | আরব সাগর |
স্থানাঙ্ক | ১২° উত্তর ৪৮° পূর্ব / ১২° উত্তর ৪৮° পূর্বস্থানাঙ্ক: ১২° উত্তর ৪৮° পূর্ব / ১২° উত্তর ৪৮° পূর্ব |
ধরন | উপসাগর |
গড় গভীরতা | ৫০০ মি (১,৬০০ ফু) |
সর্বাধিক গভীরতা | ২,৭০০ মি (৮,৯০০ ফু) |
সর্বোচ্চ তাপমাত্রা | ২৮ °সে (৮২ °ফা) |
সর্বনিম্ন তাপমাত্রা | ১৫ °সে (৫৯ °ফা) |
জনবসতি | এডেন, জিবুতি, বার্বেরা |