উপসাগর
উপসাগর ([Bay, বে] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) তিন দিক স্থল দ্বারা বেষ্টিত একটি জলভাগ।[১][২] উপসাগরের জল সাধারণত শান্ত হয়। বড় বড় উপসাগরকে ইংরেজিতে গালফ (gulf) বলা হয়। আবার ক্ষুদ্রাকৃতির খাড়া পাড় বিশিষ্ট উপসাগর বা সমুদ্রের খাঁড়িগুলি ইংরেজিতে ফ্যোর্ড (fjord, ইংরেজি: /ˈfjɔːrd/ ( ) or /fiˈɔːrd/ ( )) নামেও পরিচিত। সাধারণত ছোটো ছোটো উপসাগরগুলি সৃষ্টি হয় নরম শিলা বা মাটি ঢেউয়ের দ্বারা অপসারিত হয়ে। শক্ত শিলাগুলি ক্ষয়প্রাপ্ত হয় অনেক দেরীতে। ফলে অন্তরীপ সৃষ্টি হয়। উপসাগরগুলিতে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখা যায়। আবার উপসাগরগুলি অন্য কোনো উপসাগরের সঙ্গে সংযুক্তও হতে পারে (উদাহরণ স্বরূপ, জেমস উপসাগর হাডসন উপসাগরের সঙ্গে সংযুক্ত। বঙ্গোপসাগর ও হাডসন উপসাগরের মতো বৃহদাকার উপসাগরগুলিতে সামুদ্রিক ভূবিদ্যাগত বৈচিত্র্য চোখে পড়ে।
উপসাগরসমূহ
সম্পাদনাকয়েকটি ছোটো আকারের সুপরিচিত উপসাগর হল:
গালফ নামে পরিচিত কয়েকটি মাঝারি আকারের উপসাগর:
কয়েকটি বড় উপসাগর:
কয়েকটি জলভাগ যা গালফ নামে পরিচিত হলেও আসলে প্রণালী:
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Definition of BAY"। Merriam-Webster.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ মার্চ ২১, ২০১৭।
- ↑ "bay"। Dictionary.com Unabridged। Random House, Inc.। সংগ্রহের তারিখ মার্চ ২১, ২০১৭।