ঋষি কৌশিক
ঋষি কৌশিক (জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৭৯) হলেন একজন ভারতীয় অভিনেতা ।তিনি বাংলা সিনেমা ও ধারাবাহিক অভিনয় করেছেন । স্টার জলসার একখানে আকাশ নীলের উজান চ্যাটার্জী , ইষ্টি কুটুম এ অর্চিস্মান মুখোপাধ্যায় চরিত্রে অভিনয় করার জন্য তিনি সুপরিচিত ।[১]
ঋষি কৌশিক | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | তেজপুর একাডেমি ,গুয়াহাটি বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা,মডেল |
কর্মজীবন | ২০০১ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | দেবযানী চক্রবর্তী |
জীবনের প্রথমার্ধ
সম্পাদনাতিনি ১৯৭৯ সালের ১৩ সেপ্টেম্বর আসামের তেজপুরে জন্মগ্রহণ করেন।আসামে বেড়ে উঠলেও ছেলেবেলা থেকে তিনি ভাল বাংলা বলতে পারেন। তিনি তেজপুর একাডেমি এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে তিনি কলকাতায় চলে আসেন। তাঁর আসল নাম কামাখ্যা কিঙ্কর কৌশিক। তার ডাক নাম ঋষি। [২]
পেশা
সম্পাদনাযৌবনে তিনি ব্যক্তিগত ফিটনেসে মনোনিবেশ করেছিলেন।এখনও তিনি ফিটনেস নিয়ে সচেতন।[৩] ২০০১ সালে তিনি আসাম মেলস্টর্ম প্রতিযোগিতা জিতেছিলেন। তিনি মুম্বইয়ের বিখ্যাত গ্ল্যাড্র্যাগস মেগা মডেল ম্যান হান্টের চূড়ান্ত প্রতিযোগী ছিলেন। যেখানে তিনি টিভি হোস্ট শেখর সুমনকে বিচারক হিসেবে পেয়েছিলেন। তার প্রথম চলচ্চিত্রটি ছিল মুনিন বড়ুয়া পরিচালিত অসমীয়া চলচ্চিত্র রং । বাংলায় তার প্রথম কাজ টেলিফিল্ম দমন এ। বাংলা ভাষায় তার প্রথম সিনেমা রিঙ্গো ব্যানার্জি পরিচালিত ক্রান্তি। যেখানে তিনি নেতিবাচক ভূমিকা পালন করেছিলেন।এরপর তিনি জি বাংলার ‘একদিন প্রতিদিন’ ধারাবাহিকে অভিনয় করেন।যা শুরু হয়েছিল ২০০৫ সালে ও শেষ হয় ২০০৭ সালে। এরপর তিনি বেশ কিছু টেলিফিল্মে অভিনয় করেন।[৪] ২০০৮ সালে স্টার জলসার এখানে আকাশ নীল ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।[৫][৬][৭]
ব্যক্তিগত জীবন
সম্পাদনা২০১১ সালে তিনি তার দীর্ঘ সময়ের বান্ধবী ইঞ্জিনিয়ার দেবযানী চক্রবর্তীকে বিয়ে করেন।[৮][৯][১০] যিনি এখন চাকরির সাথে ধারাবাহিকে অভিনয়ও করেন।[২]
টিভি
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | চ্যানেল |
---|---|---|---|
২০০৫ -২০০৭ | একদিন প্রতিদিন | ইন্দ্রনাথ লাহা | জি বাংলা |
২০০৮- ২০১০ | এখানে আকাশ নীল | ডঃ উজান চ্যাটার্জী [১১] | স্টার জলসা |
২০১০ -২০১১ | মুখোশ মানুষ | এসিপি ঋষি চ্যাটার্জী | স্টার জলসা |
২০১১ -২০১৫ | ইষ্টি কুটুম | অর্চিস্মান মুখোপাধ্যায় | স্টার জলসা |
৪ অক্টোবর ২০১৩ | দুর্গতিনাশিনী দুর্গা | শ্রী রাম চন্দ্র | স্টার জলসা |
১২ অক্টোবর ২০১৫ | অকাল বোধন | মহাদেব | স্টার জলসা |
২০১৬-২০১৮ | কুসুম দোলা | এসিপি রণজয় চ্যাটার্জী | স্টার জলসা |
১৯ সেপ্টেম্বর ২০১৭ | জগত জননী দুর্গা | মহাদেব | স্টার জলসা |
২০২০ - উপস্থিত | কোড়া পাখি | অঙ্কুর বন্দ্যোপাধ্যায় | স্টার জলসা |
২০১৯/২০২০ | দিদি নং ওয়ান মরসুম ৮ | নিজের স্ত্রীর সাথে | জি বাংলা |
২০২০ | ‘চিলেকোঠায় ভালোবাসা’[১২][১৩] | ||
২০২১ | ‘এই মন তোমারই’ | আরটিভি[১৪] | |
২০২১ | ‘ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ’ | আরটিভি[১৫] |
চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ
সম্পাদনা- ফেলুদা ফেরত (২০২০) মরসুম ১ - ছিন্নমস্তার অভিশাপে বীরেন চৌধুরী / রিংমাস্টার কারান্ডিকার চরিত্রে[১৬]
- ক্রান্তি - দেব হিসেবে। তার চরিত্রে নেতিবাচক ছায়া ছিল।
- চাঁদের বাড়ি (২০০৭) - জয়দীপ হিসেবে।
- ভিলেন - পুলিশ পরিদর্শক হিসেবে।
- রং (২০০৪) - আসামি ভাষায় প্রথম চলচ্চিত্র।
তথ্যসূত্র
সম্পাদনা
- ↑ "টেলিভিশনের পর্দায় ফের 'এখানে আকাশ নীল', সঙ্গে নতুন উজান-হিয়া"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ ক খ চক্রবর্তী, অরিজিৎ। "কখনও কোনও সহ অভিনেত্রীর প্রেমে পড়েছেন?"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "Actor Rishi Kaushik flaunts his love for fitness - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "বাংলাদেশি সিনেমায় প্রস্তাব পেলে অবশ্যই করবো : ঋষি কৌশিক"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ সংবাদদাতা, নিজস্ব। "টাইপকাস্ট হওয়াটা আমার কাছে বড় পাওনা: ঋষি কৌশিক"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "BJP Bengal gets glamorous, several stars including Parno Mitra, Rishi Kaushik join party"। DNA India (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "বিজেপিতে যোগদান ১৩ জন টেলি তারকার, তৃণমূলের তারকা নেতাদের বার্তা?"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "রিল লাইফে হাজারো নায়িকা, রিয়েল লাইফে ঋষি কৌশিকের হিরোইন কে? দেখুন ছবি » Khabor24x7"। Khabor24x7 (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-১০। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন ঋষি কৌশিক? পাত্রী বাংলাদেশের সাফা? » Khabor24x7"। Khabor24x7 (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "#itsmyturn: ঋষি কৌশিকের বউতুষ্টি!"। EI Samay। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "Looking ahead"। The Times of India। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০০৮।
- ↑ "কলকাতার ঋষি কৌশিকের নায়িকা সাফা কবির"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "News in Bengali"। Zee24Ghanta.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "ঈদে রাকেশ বসু'র ৪ নাটক"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "আমি বেশ উপভোগ করছি: ঋষি কৌশিক"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "প্রকাশ্যে 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজের ফার্স্ট লুক, ট্রেলার কবে মুক্তি পাবে জানেন?"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।