রিঙ্গো ব্যানার্জি
ভারতীয় চলচ্চিত্র পরিচালক
রিঙ্গো ব্যানার্জী (ইংরেজি: Riingo Banerjee) বা রিঙ্গো বন্দ্যোপাধ্যায় হলেন একজন প্রখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক এবং স্কোর কম্পোজার।[১] তার পরিচালিত প্রথম চলচ্চিত্র চিরদিনই তুমি যে আমার ২০০৮ সালে মুক্তি পেয়েছিল।
রিঙ্গো ব্যানার্জী | |
---|---|
জন্ম | ১৯৬৯ কলকাতা, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, স্কোর কম্পোজার |
কর্মজীবন | ২০০৫–বর্তমান |
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- আনন্দলোক পুরস্কার - সেরা পরিচালক, লাভ (২০০৮) চলচ্চিত্রের জন্য
ফিল্মোগ্রাফি (পরিচালক হিসেবে)
সম্পাদনা- সেনাপতি (২০১৯)
- দয়ামন্তি (২০১৮)
- রে (২০১৮)
- মেসি (২০১৭)
- Luv Story TBA
- রোড (২০১৬)
- ঘুড়ি (২০১৪)
- সাদা কালো আবছা (২০১৩)
- Na Hannyate (২০১২)
- সিস্টেম (২০১১)
- রে (২০১০) (টেলিভিশন রিলিজ্ড)
- যদি একদিন (২০১০)
- রিস্ক (২০০৯)
- লাভ (২০০৮)
- নীল রাজার দেশে (২০০৮)
- ক্রান্তি (২০০৬) - পরিচালক ও কম্পোজার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Mukherjee, Chandi; Aniruddha Dhar (২০০৮-০৭-১৫)। "I want to make "Godfather" in Bengali"। www.gomolo.in। ২০১২-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-০৩।