উইকিপিডিয়া:সম্মিলন/কলকাতা ১৮
সময় এবং স্থান
সম্পাদনা- তারিখ: ২০ আগষ্ট ২০১৬ (শনিবার)
- সময়: ১৪:০০ ঘ - ১৭:০০ ঘ (দুপুর ২টো থেকে বিকাল ৫টা)
- স্থান: সেন্ট জনস চার্চ, ২/২, কাউন্সিল হাউস স্ট্রীট, রাজভবনের নিকটে, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০০১
আলোচনার বিষয়সূচী
সম্পাদনা- কার্য স্থিতি বর্ণন - ১৫ মিনিট
- প্রত্যেক অংশগ্রহণকারী ১-২ মিনিটের মধ্য নিম্নে উল্লিখিত প্রশ্নের উত্তর দেবেন
- গত সম্মেলন থেকে আজ পর্যন্ত (অর্থাৎ গত মাসে) আমি কি করেছি?
- আজ থেকে আগামী সম্মেলন পর্যন্ত (অর্থাৎ আগামী মাসে) আমার কি করার পরিকল্পনা আছে?
- আমি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি?
- ঘোষণা - ৫ মিনিট
- বার্ষিক অনুষ্ঠানসূচী
- প্রশ্নোত্তর পৃষ্ঠা
- অন্যান্য
- উইকি কন্ফারেন্স ভারত ২০১৬ সংক্রান্ত - ২০ মিনিট
- অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা (১০ মিনিট)
- কন্ফারেন্সে গৃহীত সিদ্ধান্ত ও তদ্সংক্রান্ত আলোচনা (১০ মিনিট)
- উইকিপ্রকল্প সংক্রান্ত কার্যের ব্যাপ্তি - ২০ মিনিট
- উইকিপ্রকল্প পশ্চিমবঙ্গ
- কার্যবন্টন
- গণসম্পাদনা - ৬০ মিনিট
- পাঞ্জাব এডিটাথন
- উইকিপ্রকল্প পশ্চিমবঙ্গ
- জলযোগ - ৩০ মিনিট
- চা, জলযোগ ইত্যাদি
- সাধারণ আলোচনা
- টিউটোরিয়াল - ৩০ মিনিট
- কপিরাইটযুক্ত চিত্রের ব্যবহার (অনুমতি ছাড়া)
- কপিরাইটযুক্ত চিত্রের ব্যবহার (অনুমতি নিয়ে)
- মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য
অংশগ্রহণকারী
সম্পাদনা- কল্যাণ সরকার (আলাপ) ১২:২৭, ২৩ জুলাই ২০১৬ (ইউটিসি)
- ইন্দ্রজিত দাস (আলাপ) ২০:৩১, ২৩ জুলাই ২০১৬ (ইউটিসি)
- সুমিত সুরাই (আলাপ) ২১:১১, ২৩ জুলাই ২০১৬ (ইউটিসি)
- শান্তনু চন্দ্র
- সুজয় চন্দ্র
- তন্ময় বীর
- অমিতাভ গুপ্ত
- অরূপ চৌধুরী
শুভেচ্ছান্তে
সম্পাদনা- মৌর্য্য বিশ্বাস (আলাপ – অবদান)
- Sumita Roy Dutta (আলাপ) ১০:৪২, ১৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)
- Atudu (আলাপ)
- বিশ্বরূপ গাঙ্গুলি (আলাপ) ১৭:১৬, ২৩ জুলাই ২০১৬ (ইউটিস)
প্রতিবেদন
সম্পাদনা- কার্য স্থিতি বর্ণন
- প্রত্যেকে নিজের কার্যস্থিতি বর্ণনা করেন।
- অধিকাংশ অংশগ্রহণকারী বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন ও নানাবিধ প্রশ্ন করেন।
- সমস্যাগুলির জন্য দু'টি কর্মশালার প্রস্তাব রাখা হয় - (১) কমন্স-এ বিষয়শ্রেণী সংযোজন সংক্রান্ত (২) কমন্স-এ লাইসেন্স সংক্রান্ত।
- বিভিন্ন বিষয়ে নানাবিধ প্রশ্নের জন্য মেলিং লিষ্ট-এ প্রশ্নগুলি রাখার প্রস্তাব দেওয়া হয়।
- ঘোষণা
- বর্ষব্যাপী অনুষ্ঠানসূচী ঘোষণা করা হয়।
- উক্ত অনুষ্ঠানসূচীতে থাকছে - (১) মাসিক সম্মেলন (২) বার্ষিক ফটোওয়াক ও (৩) কর্মশালা।
- মাসিক সম্মেলন প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার করে অনুষ্ঠিত হবে।
- ২০১৬-১৭-এর বার্ষিক ফটোওয়াকের দায়িত্বে আছেন ইন্দ্রজিত দাস ও সুমিত সুরাই।
- পরবর্তী মাসিক সম্মেলনের দিন তারা ফটোওয়াকের তারিখ ও রুট ঘোষণা করবেন।
- উইকিপিডিয়াতে প্রশ্নোত্তর পৃষ্ঠার পরিবর্তে মেলিং লিষ্ট ব্যবহার করা প্রস্তাবিত হয়েছে।
- উইকি কন্ফারেন্স ভারত ২০১৬ সংক্রান্ত
- হয়নি
- উইকিপ্রকল্প সংক্রান্ত কার্যের ব্যাপ্তি
- উইকিপ্রকল্প:পশ্চিমবঙ্গে 'সংস্কৃতি'র মধ্যে নতুন বিভাগ 'স্থাপত্য' যোগ করা হবে, দায়িত্বে অমিতাভ গুপ্ত।
- 'সংস্কৃতি'র মধ্যে 'খাদ্য' নিয়ে কাজ শুরু হবে, নেতৃত্বে সুমিত সুরাই।
- সুমিত সুরাই 'খাদ্য'-সংক্রান্ত নিবন্ধের প্রাথমিক তালিকা ঘোষণা করবেন, সকলে সেটার উপর কাজ শুরু করবে।
- গণসম্পাদনা
- হয়নি
- জলযোগ
- আলোচনার সাথে সাথেই চা ও শেষে জলযোগ সম্পন্ন হয়েছে।
- টিউটোরিয়াল
- হয়নি
ব্যয় বিবৃতি
সম্পাদনা- জলযোগ ৪৬৫.০০টাকা