সময় এবং স্থান

সম্পাদনা

আলোচনার বিষয়সূচী

সম্পাদনা
  • কার্য স্থিতি বর্ণন - ১৫ মিনিট
প্রত্যেক অংশগ্রহণকারী ১-২ মিনিটের মধ্য নিম্নে উল্লিখিত প্রশ্নের উত্তর দেবেন
  1. গত সম্মেলন থেকে আজ পর্যন্ত (অর্থাৎ গত মাসে) আমি কি করেছি?
  2. আজ থেকে আগামী সম্মেলন পর্যন্ত (অর্থাৎ আগামী মাসে) আমার কি করার পরিকল্পনা আছে?
  3. আমি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি?
  • ঘোষণা - ৫ মিনিট
  1. বার্ষিক অনুষ্ঠানসূচী
  2. প্রশ্নোত্তর পৃষ্ঠা
  3. অন্যান্য
  • উইকি কন্ফারেন্স ভারত ২০১৬ সংক্রান্ত - ২০ মিনিট
  1. অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা (১০ মিনিট)
  2. কন্ফারেন্সে গৃহীত সিদ্ধান্ত ও তদ্‌সংক্রান্ত আলোচনা (১০ মিনিট)
  • উইকিপ্রকল্প সংক্রান্ত কার্যের ব্যাপ্তি - ২০ মিনিট
  1. উইকিপ্রকল্প পশ্চিমবঙ্গ
  2. কার্যবন্টন
  • গণসম্পাদনা - ৬০ মিনিট
  1. পাঞ্জাব এডিটাথন
  2. উইকিপ্রকল্প পশ্চিমবঙ্গ
  • জলযোগ - ৩০ মিনিট
  1. চা, জলযোগ ইত্যাদি
  2. সাধারণ আলোচনা
  • টিউটোরিয়াল - ৩০ মিনিট
  1. কপিরাইটযুক্ত চিত্রের ব্যবহার (অনুমতি ছাড়া)
  2. কপিরাইটযুক্ত চিত্রের ব্যবহার (অনুমতি নিয়ে)
  3. মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য

অংশগ্রহণকারী

সম্পাদনা
 
অংশগ্রহণকারী উইকিপিডিয়ানরা
  1. ‍‍‍‍‍‍কল্যাণ সরকার (আলাপ) ১২:২৭, ২৩ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  2. ইন্দ্রজিত দাস (আলাপ) ২০:৩১, ২৩ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3. সুমিত সুরাই (আলাপ) ২১:১১, ২৩ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  4. শান্তনু চন্দ্র
  5. সুজয় চন্দ্র
  6. তন্ময় বীর
  7. অমিতাভ গুপ্ত
  8. অরূপ চৌধুরী

শুভেচ্ছান্তে

সম্পাদনা
  1. মৌর্য্য বিশ্বা (আলাপঅবদান)
  2. Sumita Roy Dutta (আলাপ) ১০:৪২, ১৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3. Atudu (আলাপ)
  4. বিশ্বরূপ গাঙ্গুলি (আলাপ) ১৭:১৬, ২৩ জুলাই ২০১৬ (ইউটিস)

প্রতিবেদন

সম্পাদনা
  • কার্য স্থিতি বর্ণন
  1. প্রত্যেকে নিজের কার্যস্থিতি বর্ণনা করেন।
  2. অধিকাংশ অংশগ্রহণকারী বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন ও নানাবিধ প্রশ্ন করেন।
  3. সমস্যাগুলির জন্য দু'টি কর্মশালার প্রস্তাব রাখা হয় - (১) কমন্স-এ বিষয়শ্রেণী সংযোজন সংক্রান্ত (২) কমন্স-এ লাইসেন্স সংক্রান্ত।
  4. বিভিন্ন বিষয়ে নানাবিধ প্রশ্নের জন্য মেলিং লিষ্ট-এ প্রশ্নগুলি রাখার প্রস্তাব দেওয়া হয়।
  • ঘোষণা
  1. বর্ষব্যাপী অনুষ্ঠানসূচী ঘোষণা করা হয়।
  2. উক্ত অনুষ্ঠানসূচীতে থাকছে - (১) মাসিক সম্মেলন (২) বার্ষিক ফটোওয়াক ও (৩) কর্মশালা।
  3. মাসিক সম্মেলন প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার করে অনুষ্ঠিত হবে।
  4. ২০১৬-১৭-এর বার্ষিক ফটোওয়াকের দায়িত্বে আছেন ইন্দ্রজিত দাস ও সুমিত সুরাই।
  5. পরবর্তী মাসিক সম্মেলনের দিন তারা ফটোওয়াকের তারিখ ও রুট ঘোষণা করবেন।
  6. উইকিপিডিয়াতে প্রশ্নোত্তর পৃষ্ঠার পরিবর্তে মেলিং লিষ্ট ব্যবহার করা প্রস্তাবিত হয়েছে।
  • উইকি কন্ফারেন্স ভারত ২০১৬ সংক্রান্ত
  1. হয়নি
  • উইকিপ্রকল্প সংক্রান্ত কার্যের ব্যাপ্তি
  1. উইকিপ্রকল্প:পশ্চিমবঙ্গে 'সংস্কৃতি'র মধ্যে নতুন বিভাগ 'স্থাপত্য' যোগ করা হবে, দায়িত্বে অমিতাভ গুপ্ত।
  2. 'সংস্কৃতি'র মধ্যে 'খাদ্য' নিয়ে কাজ শুরু হবে, নেতৃত্বে সুমিত সুরাই।
  3. সুমিত সুরাই 'খাদ্য'-সংক্রান্ত নিবন্ধের প্রাথমিক তালিকা ঘোষণা করবেন, সকলে সেটার উপর কাজ শুরু করবে।
  • গণসম্পাদনা
  1. হয়নি
  • জলযোগ
  1. আলোচনার সাথে সাথেই চা ও শেষে জলযোগ সম্পন্ন হয়েছে।
  • টিউটোরিয়াল
  1. হয়নি

ব্যয় বিবৃতি

সম্পাদনা
  1. জলযোগ ৪৬৫.০০টাকা