কলকাতায় অনুষ্ঠিত তেইশতম উইকিপিডিয়া তথা পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ার মাসিক সম্মেলন, এই সম্মেলনএর মূল লক্ষ্য হল উইকিপিডিয়ায় অবদানকারী এবং উইকি ব্যবহারকারীদের - মূলত বাঙালি উইকিপিডিয়ানদের মিলন, সম্মেলন, চালু প্রকল্পগুলিকে নিয়ে আলোচনা, অভিজ্ঞতার আদান-প্রদান, উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার বিভিন্ন বিষয়ে পরামর্শ আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে উইকিপিডিয়া প্রকল্পগুলি উন্নয়নের উদ্দ্যেশে।

সময় এবং স্থান সম্পাদনা

  • তারিখ: ১৮ই অগাস্ট (শনিবার)
  • সময়: বিকাল ৪টা থেকে রাত ৮টা (ভারতীয় সময়)
  • স্থান: সল্ট লেক সিটি সেন্টার ১, ব্লক ডিসি, সেক্টর ১, সল্ট লেক সিটি, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৬৪
  • মানচিত্র:
  • যোগাযোগ:মিঃ রাজীব দত্ত

আলোচনার বিষয়সূচী সম্পাদনা

অংশগ্রহণকারী সম্পাদনা

উইকিপিডিয়া এবং সম্পর্কিত প্রকল্পগুলিতে অবদানসৃষ্টিকারী অথবা অবদান সৃষ্টি করতে ইচ্ছুক যে কোন ব্যাক্তি এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন। উইকিমিডিয়া প্রকল্পের সমস্ত সদস্য এবং বিভিন্ন ভাষাভাষী উইকিপিডিয়ানরাও অংশ নিতে পারেন।

শুভেচ্ছান্তে সম্পাদনা

  1. -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৫৭, ১৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  2. -- টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ১২:৫৮, ১৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  3. -- ছুটির দিন নয়তো, তাই অফিসে দু-ঘণ্টা ছুটি নিতে পারলে হাজির হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদসহ সুমস sukan (আলাপ) ১৭:১৪, ১৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  4. -- Sumitsurai (আলাপ) ২০:৪৪, ১৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রতিবেদন সম্পাদনা

ব্যয় বিবৃতি সম্পাদনা