কলকাতায় অনুষ্ঠিত চতুর্বিংশ উইকিপিডিয়া তথা পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ার মাসিক সম্মেলন, এই সম্মেলনএর মূল লক্ষ্য হল উইকিপিডিয়ায় অবদানকারী এবং উইকি ব্যবহারকারীদের - মূলত বাঙালি উইকিপিডিয়ানদের মিলন, সম্মেলন, চালু প্রকল্পগুলিকে নিয়ে আলোচনা, অভিজ্ঞতার আদান-প্রদান, উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার বিভিন্ন বিষয়ে পরামর্শ আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে উইকিপিডিয়া প্রকল্পগুলি উন্নয়নের উদ্দ্যেশে।

এই কার্যক্রম পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান দ্বারা পরিচালিত
উইকিমিডিয়ার মাসিক সম্মেলনে অংশগ্রহণকারীরা

সময় এবং স্থান

সম্পাদনা
  • তারিখ: ৭ই এপ্রিল(রবিবার) ২০১৯
  • সময়: সকাল ২টা থেকে বিকাল ৫টা (ভারতীয় সময়)
  • স্থান: কলিন্স ইন্সিটিউট, ১৪০, লেনিন সরণী, ধর্মতলা, বউবাজার, কলিকাতা, পশ্চিমবঙ্গ, পিন কোড - ৭০০০১৩
 
কলিন্স ইন্সিটিউট, লেনিন সরণী, ধর্মতলা, কলকাতা
  • যোগাযোগ: তরুণ সামন্ত

সম্ভাব্য আলোচনার বিষয়সমূহ

সম্পাদনা
  1. বর্তমানের পশ্চিমবঙ্গের এবং তৎসংলগ্ন প্রকল্পসমূহ
  2. নিকট ভবিষ্যতের পশ্চিমবঙ্গের এবং তৎসংলগ্ন প্রকল্পসমূহ
  3. মিনি টিটিটি নিয়ে আলোচনা।
  4. ইন্টারভিউ ভিডিও
  5. প্রয়োজন এবং পরিপূরণ
  6. আগামী পশ্চিমবঙ্গ মাসিক সম্মেলন সম্পর্কে আলোচনা
  7. আপনার মতামত জানান

অংশগ্রহণকারী

সম্পাদনা

উইকিপিডিয়া এবং সম্পর্কিত প্রকল্পগুলিতে অবদানসৃষ্টিকারী অথবা অবদান সৃষ্টি করতে ইচ্ছুক যে কোন ব্যাক্তি এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন। উইকিমিডিয়া প্রকল্পের সমস্ত সদস্য এবং বিভিন্ন ভাষাভাষী উইকিপিডিয়ানরাও অংশ নিতে পারেন।

যারা অংশ নিতে পারলেন না

সম্পাদনা

প্রতিবেদন

সম্পাদনা
  • ইথার প্যাড এর লিংক

লিংক

ব্যয় বিবৃতি

সম্পাদনা