উইকিপিডিয়া:সম্মিলন/কলকাতা
![]() উইকিপিডিয়া:সম্মিলন/কলকাতা ২১ ২১তম উইকিপিডিয়া সম্মিলন | ||||||||||||||||
|
কলকাতা শহরে অনেক উইকিপিডিয়ান থাকেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কখনও দেখা সাক্ষাৎ হয় না। আমরা কয়েকজন উইকিপিডিয়ান এর আগে অনানুষ্ঠানিক ভাবে মিলিত হলেও উইকিপিডিয়ানের সংখ্যা এক হালির চেয়ে বেশী হয় নি। তাই এবারই প্রথম চেষ্টা করছি আনুষ্ঠানিক বা বড় করে অনানুষ্ঠানিক কিছু একটা করার যাতে কলকাতা শহরে বসবাসরত উইকিপিডিয়ানদের একটা মিলন ঘটানো যায়।
মেইলিং লিস্টসম্পাদনা
যারা উইকিপিডিয়া সম্মিলন কলকাতা সঙ্ক্রান্ত মেইলিং লিস্ট পেতে আগ্রহী তারা এই মেইলিং লিস্টে নিজের মেইল আইডি যুক্ত করুন https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb
আওয়াজ তুলুনসম্পাদনা
আগামী আয়োজনসম্পাদনা
অতীতের আয়োজনসম্পাদনা
বার্তাসম্পাদনা
আগামী আয়োজনে যারা বার্তা পেতে চান তারা নিচে #----~~~~ যোগ করে সম্মিলন সম্পর্কে আপনার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটান। ধন্যবাদ।
চিত্রশালাসম্পাদনা
কলকাতায় উইকিপিডিয়ানদের সম্মিলন
কলকাতা ১, ১১ ডিসেম্বর, ২০১০