ঢাকা শহরে অনেক উইকিপিডিয়ান থাকেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কখনও দেখা সাক্ষাৎ হয় না। এটি আনুষ্ঠানিক বা বড় করে অনানুষ্ঠানিক কিছু একটা করার যাতে ঢাকা শহরে বসবাসরত উইকিপিডিয়ানদের একটা মিলন ঘটানো যায়।

তারিখ ও স্থান সম্পাদনা

তারিখ:
২১ ফেব্রুয়ারি ২০১১ - বিকাল ৪:০০ থেকে ৫:০০ পর্যন্ত

স্থান:
টিএসসির পাশে একুশে বই মেলার সামনে, ঢাকা

আলোচনার বিষয় সম্পাদনা

  • অন্যদের সাথে পরিচয়
  • ব্যানার ও লিফলেটের মাধ্যমে উইকিপিডিয়ার প্রচার

অংশগ্রহণকারী সম্পাদনা

উপস্থিত থাকবেন সম্পাদনা

Nasir Khan Saikat (talk)
Md. Marufur Rahman (talk)
Ahmed Arif Joy (talk)
Souvik Chakma Arko (talk)
Moheen Reeyad (talk)

থাকতে আগ্রহী কিন্তু নিশ্চিত নন সম্পাদনা

lrt (talk) 09:47, 8 January 2012 (UTC)

সম্মিলনে যা হল সম্পাদনা

উইকিপিডিয়া ঢাকা সম্মিলন ছিল নিয়মিত ভাবে উইকিপিডিয়ানদের মধ্যে উইকিপিডিয়ার আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, গণসচেতনতা সৃষ্টি করা সর্বোপরি একত্রে জড় হওয়া। এটি উইকিমিডিয়া বাংলাদেশ অধ্যায়ের নিয়মিত সভারও অংশ ছিল।

সম্মিলন নিন্মোক্ত রুপে অনুষ্ঠিত হয় — ভূমিকা, উইকিপিডিয়ানদের কয়েকজন ভিজ্ঞতা / দক্ষতার শেয়ার করে এবং সাধারণ বিষয়ের উপর উন্মুক্ত আলোচনা, বাংলাদেশে উইকিমিডিয়া ও উইকিমিডিয়া বাংলাদেশ অধ্যায় প্রকল্প সম্পর্কে কৌশলগত পরিকল্পনা করা হয়।

ঘোষণা / ইভেন্ট নোটিশ সম্পাদনা

সম্মিলন সম্পর্কে বাহ্যিক লিঙ্কের তালিকা এখানে যোগ করুন।

মিটিং কভারেজ/সম্মিলন পরবর্তী সংক্ষিপ্তসার/ব্লগ/খবর সম্পাদনা

এখানে মিটিং কভারেজের লিঙ্ক তালিকা করুন।

  • টুইটার হ্যাশট্যাগ #WPMDHK10 সহকারে টুইট

সংবাদ সম্পাদনা

ইভেন্টটির সংবাদ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। কিছু নিচে দেয়া হল।

  1. প্রথম আলো (পড়তে ক্লিক করুন)
  2. কালের কণ্ঠ (পড়তে ক্লিক করুন)
  3. ইত্তেফাক (পড়তে ক্লিক করুন)
  4. দৈনিক আমার দেশ (পড়তে ক্লিক করুন)
  5. দৈনিক সমকাল (পড়তে ক্লিক করুন)

ছবি সম্পাদনা

দয়া করে ছবি কমন্সে আপলোড করুন এবং তাতে বিষয়শ্রেণী Commons:Category:Dhaka Meetup 2011 যুক্ত করুন