অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

১১ই জুন ২০১৬-এ অনুষ্ঠিত উইকিপিডিয়া সম্মেলন কলকাতা ছিল, কলকাতায় অনুষ্ঠিত ষোড়শ উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া সম্মেলন। উইকিপিডিয়ায় অবদান রাখা এবং উইকি ব্যাবহারকারীদের - মূলত বাঙালি উইকিপিডিয়ানদের মিলন, সম্মেলন, চালু প্রকল্পগুলিকে নিয়ে আলোচনা, অভিজ্ঞতা আদান-প্রদান, উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার বিভিন্ন বিষয়ে পরামর্শ আদান-প্রদান ইত্যাদি লক্ষ্যেই উইকিপিডিয়া সম্মেলন ২০১৬ আয়োজিত হয়েছিল। উপরন্তু Wiki Conference India (উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬) (WCI ২০১৬) বিষয়ক আলোচনাও এই সম্মেলনের বিষয়বস্তু ছিল। এই উইকিপিডিয়া সম্মেলনের অন্যতম প্রধান দিক ছিল বাংলা উইকিপিডিয়া মাসিক সম্মেলনের বিষয়ে সময় এবং কাল ধার্য করা - যে বিষয়ে এই মুহূর্তে উইকিপিডিয়ার সক্রিয় সম্পাদক মণ্ডলী এবং অবদানকারীগণ পরিকল্পনা করে চলেছেন বাংলা উইকিপিডিয়া প্রকল্পগুলি উন্নয়নের লক্ষ্যে।

সময় এবং স্থান সম্পাদনা

  • তারিখ: ১১ জুন ২০১৬ (শনিবার)
  • সময়: বেলা 0১:00 (ভারতীয় সময়)
  • স্থান: অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ২, ক্যাথিড্রাল রোড, ময়দান, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০২০
  • মানচিত্র: Map

অংশগ্রহণে সক্ষম ব্যাক্তিগণ সম্পাদনা

উইকিপিডিয়া এবং সম্পর্কিত প্রকল্পগুলিতে অবদানসৃষ্টিকারী অথবা অবদান সৃষ্টি করতে ইচ্ছুক যে কোন ব্যাক্তি এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন। উইকিমিডিয়া প্রকল্পের সমস্ত সদস্য এবং বিভিন্ন ভাষাভাষী উইকিপিডিয়ানরাও অংশ নিতে পারেন।

আলোচ্য বিষয়সূচি সম্পাদনা

উইকিপিডিয়া প্রকল্পের অগ্রগতির বিষয়ে সাধারণ আলোচনা এবং ভবিষ্যত ক্রিয়াকলাপের পরিকল্পনা করা। বাংলা উইকিপিডিয়ার সম্মেলনের মাসিক অধিবেশন। অনুগ্রহ করে নীচে দেখুন

অংশগ্রহণকারী সম্পাদনা

আপনার উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট থাকলে " # ~~~ " এই চিহ্ন ব্যাবহার করে sign up করুন অথবা সঠিক অংশে নিজের নাম নথিভুক্ত করুন।

  1. মৌর্য্য বিশ্বা (আলাপঅবদান)
  2. টিটো দত্ত (আলাপ)
  3. অনন্যা মন্ডল (আলাপ)
  4. সুকান্ত পাল (আলাপ)
  5. কল্যাণ সরকার (আলাপ)
  6. রঙ্গন দত্ত (আলাপ)
  7. শান্তনু চন্দ্র (আলাপ)
  8. সুমিতা রায় দত্ত (আলাপ)
  9. সুজয় চন্দ্র (আলাপ)
  10. ইন্দ্রজিত দাস (আলাপ)
  11. তন্ময় বীর (আলাপ)
  12. অনির্বান পাল (আলাপ)

অংশগ্রহনে ইচ্ছুক তথা ইতস্তত সম্পাদনা

  1. সন্দীপ সরকার (আলাপ)
  2. অরিন্দম মৈত্র (আলাপ)
  3. স্বরজিৎ ঘোষ (আলাপ)
  4. Pasaban (আলাপ)
  5. অর্ণব দত্ত (আলাপ)

শুভেচ্ছান্তে সম্পাদনা

  1. বিশ্বরূপ গাঙ্গুলী (আলাপ)
  2. সর্বান বন্দ্যোপাধ্যায় (আলাপ)

ঘটনা বিবরণ সম্পাদনা

ভূমিকা সম্পাদনা

আলোচিত কলকাতা উইকিপিডিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস প্রেক্ষাগৃহে ১১ই জুন, ২০১৬, যাতে বাংলা উইকিপিডিয়া গোষ্ঠীর অনেক সক্রিয় সদস্য যাদের অধিকাংশই কলকাতা নিবাসী, এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।

অংশগ্রহণকারী সম্পাদনা

পশ্চিমবঙ্গের মোট ১৫ জন উইকিপিডিয়ানরা এই সম্মেলনে অংশ নেন। যাদের মধ্যে বাংলা উইকিপিডিয়া গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্যরা এবং উইকিমিডিয়া অন্দোলনে যুক্ত হতে আগ্রহী দুজন নতুন সদস্যও উপস্থিত ছিলেন।

স্থান সম্পাদনা

অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ২, ক্যাথিড্রাল রোড, ময়দান, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০২০

সময় সম্পাদনা

বেলা ১:০০ থেকে বিকাল ৬:১৫

আলোচ্যসূচী সম্পাদনা

  1. উইকিমিডিয়া ইন্ডিয়া গোষ্ঠি এবং এর ক্রিয়াকলাপ বিষয়ক পরিচয়পর্ব
  2. সিআইএস-এ২কে-এর উদ্যােগগুলি এবং অনুষ্ঠান বিষয়ে অবগত হওয়া বিষয়ক গুরুত্বপূর্ন আলোচনাসূচী
  3. বাংলা উইকিপিডিয়ার অদূর ভবিষ্যৎ এর কার্যপন্থা বিষয়ে আলোচনা এবং পরিকল্পনা
  4. বাংলা উইকিপিডিয়ার মাসিক সম্মেলনগুলি মোটামুটি সময়কাল ধার্য করা এবং এ বিষয়ে প্রসারিত আলোচনা করা
  5. পূর্ব ভারতে কলকাতা ভিত্তিক বর্তমানে চালু দুটি প্রকল্প-কলকাতা লিটিল ম্যাগাজিন এবং সেন্ট জন্স চার্চ বিষয়ক উইকিপিডিয়ান শান্তনু চন্দ্রের বক্তব্য
  6. মাসিক সম্মেলনগুলির সুনির্দিষ্ট স্থানের বিষয়ে সমাধান সূত্র
  7. কেন্দ্রীয় গোষ্ঠীর সদস্যদের মধ্যে কার্যকলাপের সমন্বয়সাধন এবং আরো উন্নত করার লক্ষ্যে একটি Telegram গোষ্ঠীর সূচনা করা (IRC-linkup এর সাথে)। এই ধারনাটি উইকিপিডিয়ান সুকান্ত পাল এর চিন্তাপ্রসূত।
  8. উইকিপিডিয়ান অনন্যা মন্ডল কতৃক তার নিজস্ব প্রকল্পের Wiki Loves Butterfly সংক্ষিপ্ত বিবরণ।
  9. সিআইএস এবং বাংলা উইকিপিডিয়া মধ্যে সমন্বয়ের উন্নতিসাধন বিষয়ে অলোচনা।
  10. একটি ফোরাম গঠনের বিষয়ে সুচিন্তিত আলোচনা যেখানে সম্পাদকগন বাংলা উইকিপিডিয়া বিষয়ে সুনিশ্চিত আলোচনা, যেখানে সম্পাদকগন বাংলা উইকিপিডিয়া বিষয়ে অভিযোগ ইত্যাদি পোষ্ট করতে পারবেন।
  11. উইকিমিডিয়া আন্দোলনকে কলকাতার বাইরে পশ্চিমবঙ্গ এর অন্যান্য শহরগুলিতে প্রসারিত করা অথবা ছড়িয়ে দেবার প্রাথমিক লক্ষ্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন এবং সেসকল স্থানে নতুন অবদানকারীদের গড়ে তোলার বিষয়ে দায়িত্বের আদানপ্রদান।
  12. বাংলা উইকিপিডিয়া গোষ্ঠিতে Person of the month বেছে নেওয়ার রীতি চালু করার বিষয়ে আলোচনা।
  13. নতুন গুগল বুকস টুল এর সূচনা বিষয়ে আলোচনা
  14. বিভিন্ন Categories সংক্রান্ত বিভ্রান্তি এবং বিভ্রান্তি মোচন বিষয়ক আলোচনা
  15. জুন মাসব্যাপী যে Wiki Loves Earth আলোকচিত্র প্রতিযোগিতা চলছে সে বিষয়ে সম্প্রদায় সদস্যদের অবগত করা।
  16. উইকিপিডিয়া বিভিন্ন Wikipedia Takes Kolkata ফটোওয়াকের সন্নিবদ্ধ ফলাফল বিষয়ে আলোচনা এবং পর্যালোচনা
  17. সম্প্রদায়ভুক্ত সদস্যদের মাসিক সন্মেলন বিষয়ক আলোচনা
  18. দুইজন নতুন সম্পাদকের সঙ্গে পরিচয় এবং কথোপকথন

এই সম্মেলনে বংলা উইকিপিডিয়া সম্প্রদায় বাংলা উইকিপিডিয়ার অদূর ভবিষ্যৎ এর কর্মপন্থা বিষয়ে বিশদ আলোচনা এবং পরিদর্শন হয়েছে। কেন্দ্রীয় গোষ্ঠীর সদস্যদের মধ্যে কার্যকলাপের সমন্বয়সাধন এবং আরো উন্নত করার লক্ষ্যে একটি Telegram(IRC-linkup) গোষ্ঠীর সূচনা হয়েছে। একটি ফোরাম গঠন করা হবে যেখানে সম্পাদকগন বাংলা উইকিপিডিয়া বিষয়ে অভিযোগ ইত্যাদি করতে পোষ্ট করতে পারবেন। উইকিমিডিয়া আন্দোলনকে কলকাতার বাইরে পশ্চিমবঙ্গ এর অন্যান্য শহরগুলিতে প্রসারিত করা অথবা ছড়িয়ে দেবার প্রাথমিক লক্ষ্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন এবং সেসকল স্থানে নতুন অবদানকারীদের গড়ে তোলার বিষয়ে দায়িত্বের আদানপ্রদান সম্পন্ন করা হয়েছে।