উইকিপিডিয়া প্রকল্প নামস্থানে দৃশ্যমান সম্পাদনা উপলব্ধ নেই। উইকিপিডিয়া নামস্থানে দৃশ্যমান সম্পাদনা উপলব্ধ করা প্রয়োজন। কারণ, অনেক অননুদিত প্রকল্প পাতা ইংরেজিতে রয়েছে। সেগুলোর বাংলাকরণ জরুরি। দৃশ্যমান সম্পাদনায় সহজে অনুবাদ করা সম্ভব হয়ে থাকে। টেমপ্লেট ও সাধারণ লেখায় সহজে পার্থক্য করা সহজ হয়ে থাকে।
হঠাৎ একটা বিষয় মনে হলো, দৃশ্যমান সম্পাদনায় সাধারণত স্বাক্ষর দেওয়ার ব্যবস্থা নেই এবং এটি চালু হলে যেহেতু ডিফল্ড সম্পাদক হিসাবে এটা ব্যবহার করা হবে তাই উইকিপিডিয়া নামস্থানের আলোচনা পাতাগুলোতে এটি সমস্যা সৃষ্টি করবে। এটার সমাধান বের করা উচিত আগে। দুইভাবে করা যেতে পারে, এক প্রকল্প নামস্থানে দৃশ্যমান সম্পাদনায় স্বাক্ষর প্রমোট করে (নীতিমালা পাতায় এটা আবার সমস্যার সৃষ্টি করতে পারে) অথবা বাই ডিফল্ড হিসাবে উৎস সম্পাদক ব্যবহার করে। (নিশ্চিত নই কারিগরিভাবে এটা সম্ভব কিনা) কারো জানা মতে আরও কোন সমাধান আছে কিনা সেটাও বলারও অনুরোধ করছি —শাকিল (আলাপ·অবদান) ০৬:৫৬, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil দৃশ্যমান সম্পাদনায় স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে। নেই কে বলল? আমি মিরাহিজে পরীক্ষা করেছিলাম। তবে মিরাহিজে অনেককিছু সহজলভ্য। সেক্ষেত্রে উপরোক্ত সেটিংসের পাশাপাশি $wgExtraSignatureNamespaces বিকল্পে প্রকল্প নামস্থানকে যুক্ত করতে হবে। আপাতত আমি নিচের ঐশিক ভাইয়ের স্ক্রিপ্ট ইউজ করার চিন্তা করব, ব্যস্ততার জন্য সময় দিতে পারব কিনা; সেটা নিয়ে ভাবছি। তবে প্রকল্প নামস্থানে দৃশ্যমান সম্পাদনা সক্রিয় করা হবে কিনা; সেটা সম্প্রদায় চিন্তা করতে পারে। পাশাপাশি তাতে উইকিতে বড় কোনও ক্ষতিকর প্রভাব পড়বে কিনা; সেটা কারিগরি টিম চিন্তা করতে পারে। ― ✉ ◎ кคקย๔คภ קครђค(কাপুদান পাশা) ☪ ১৯:০০, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@FaysaLBinDaruL, MS Sakib, Md.Farhan Mahmud, Yahya, MdaNoman, MdsShakil, Mehediabedin, Prodipto Deloar এবং Robin saha প্রকল্প নামস্থানে দৃশ্যমান সম্পাদনা সক্রিয় করার যে সমস্যা ও প্রতিবন্ধকতা আছে সেটা শাকিল ইতোমধ্যে উপরে উল্লেখ করেছে। সেটার একটা বিকল্প সমাধান হচ্ছে "সর্বত্র দৃশ্যমান সম্পাদনা" গ্যাজেট যা ইতোমধ্যে উইকিঅভিধানে সক্রিয় রয়েছে। যেহেতু অনেকই দৃশ্যমান সম্পাদনা প্রয়োজন বলে মনে করছেন তাহলে গ্যাজেটটি বাংলা উইকিপিডিয়াতেও চালু করা যেতে পারে, এতে কোন সমস্যা ছাড়াই এর একটা সমাধান হবে। যদি কারও গ্যাজেটটির কার্যকারিতা পরীক্ষা করার প্রয়োজন হয় তারা উইকিঅভিধানে পছন্দ থেকে এটি চালু করে নিতে পারেন বা mw.loader.load('https://bn.wiktionary.org/w/index.php?title=মিডিয়াউইকি:Gadget-VisualEditorEverywhere.js&action=raw&ctype=text/javascript'); কোডটি কমন জেএসে যুক্ত করে পরীক্ষা করতে পারেন। Aishik Rehman (আলাপ) - ০৬:১৩, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]