উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/প্রকল্প নামস্থানে দৃশ্যমান সম্পাদনা সক্রিয়করণ

মন্তব্যের জন্য নিম্নলিখিত অনুরোধ বন্ধ করা হয়েছে। এই অনুরোধে মন্তব্যের সময় শেষ হয়েছে।

প্রকল্প নামস্থানে দৃশ্যমান সম্পাদনা সক্রিয়করণ]]

সমস্যা সম্পাদনা

উইকিপিডিয়া প্রকল্প নামস্থানে দৃশ্যমান সম্পাদনা উপলব্ধ নেই। উইকিপিডিয়া নামস্থানে দৃশ্যমান সম্পাদনা উপলব্ধ করা প্রয়োজন। কারণ, অনেক অননুদিত প্রকল্প পাতা ইংরেজিতে রয়েছে। সেগুলোর বাংলাকরণ জরুরি। দৃশ্যমান সম্পাদনায় সহজে অনুবাদ করা সম্ভব হয়ে থাকে। টেমপ্লেট ও সাধারণ লেখায় সহজে পার্থক্য করা সহজ হয়ে থাকে।

কি করা যেতে পারে সম্পাদনা

$wgVisualEditorAvailableNamespaces এর সেটিংসে গিয়ে প্রকল্প নামস্থানকে সক্রিয় করতে হবে। এই ব্যাপারে সম্প্রদায়ের মন্তব্য কামনা করছি। -~ খাত্তাব , , ... ১১:১০, ২৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য সম্পাদনা