উইকিপিডিয়া:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী/কার্যসূচী

[দশম প্রতিষ্ঠাবার্ষিকী]
২০১৪
মূল কার্যসূচী আলোচনা বৃত্তি বাজেট কমিটি

বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি আয়োজনের কার্যসূচী

বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে নিম্নলিখিত অনুষ্ঠানসমূহের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী জানুয়ারী পর্যন্ত।

সংবাদ সম্মেলন

সম্পাদনা
বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী সংবাদ সম্মেলনে উইকিমিডিয়া বাংলাদেশের বোর্ড সদস্য, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও সেচ্ছাসেবক এবং সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

সোমবার, ২৪ নভেম্বর ২০১৪ ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কার্যসূচী সম্পর্কে ঘোষণা দেয়া হয়। সম্মেলন উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলােদশের সভাপতি, নির্বাহী কমিটির সদস্য, প্রশাসক ও সেচ্ছাসেবকগণ। এছাড়াও ছিলেন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

স্কুল প্রোগ্রাম

সম্পাদনা
তারিখ সময় স্কুল সংবাদ উইকিপিডিয়া কমন্সের ছবি
১৬, জুন ২০১৫ ১১:০০ - ১.০০ শহিদ পুলিশ স্মৃতি স্কুল, ঢাকা ছবি
১ আগস্ট, ২০১৫ ১১:০০ - ১.০০ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা

ওয়ার্কশপ/কন্ট্রিবিউটর'স ডে

সম্পাদনা
চট্টগ্রামে অনুষ্ঠিত কর্মশালার একটি ছবি
বাংলা উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ
তারিখ সময় স্থান বিভাগ সংবাদ উইকিপিডিয়া কমন্সের ছবি
২৯, নভেম্বর ২০১৪ ১০:০০ - ০৫.০০ চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রাম সুপ্রভাত বাংলাদেশ সিআইইউ
৩ ডিসেম্বর, ২০১৪ ১০:০০ - ০৫.০০ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট সিলেট প্রথম আলো, বাংলানিউজটোয়েন্টিফোর.কম,
আমাদের সিলেট ডটকম
এমইউ
৯ ডিসেম্বর, ২০১৪ ১০:০০ - ০৫.০০ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল ববি
১১ ডিসেম্বর, ২০১৪ ১০:০০ - ০৫.০০ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ঢাকা ওইবা
১৩ ডিসেম্বর, ২০১৪ ১০:০০ - ০৫.০০ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রথম আলো ববি
১৫ ডিসেম্বর, ২০১৪ ১০:০০ - ০৫.০০ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা কুয়েট


ফেসবুক ইভেন্ট দেখুন

ফটোওয়াক

সম্পাদনা

কলকাতা

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে ১৪ই ডিসেম্বর, ২০১৪ কলকাতা শহরের চেতলা ও টালিগঞ্জ অঞ্চলে ফটোওয়াকের আয়োজন করা হয়েছে। কলকাতায় অনুষ্ঠিত বার্ষিক ফটোওয়াকের এটি চতুর্থ বছর। ইচ্ছুক ফটোগ্রাফারা টালিগঞ্জ ফাঁড়িতে সকাল ৭:৩০ মিনিটে জমায়েত হবেন। যে সকল উইকিপিডিয়ান এতে অংশগ্রহণে ইচ্ছুক, তাঁরা এই পাতায় স্বাক্ষর করুন। উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করে Wikipedia Takes Kolkata 4 বিষয়শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলা উইকিপিডিয়া ছবি প্রতিযোগিতা

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়া ছবি প্রতিযোগিতা ২০১৪ (বাংলাদেশ)

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘বাংলা উইকিপিডিয়া ছবি প্রতিযোগিতা ২০১৪’। প্রতিযোগিতাটি ১লা সেপ্টেম্বর ২০১৪ থেকে ৩১ অক্টোবর ২০১৪ পর্যন্ত চলবে। সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে এবং উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার নিবন্ধসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে এই প্রতিযোগিতার ছবিগুলো ব্যবহৃত হবে। এ প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবে এবং যত ইচ্ছে ছবি প্রতিযোগিতায় দিতে পারবে। যেকোনো সময়ে ধারণ করা হোক, ছবিগুলো আপলোড করতে পারবেন। শ্রেষ্ঠ তিন ছবির জন্য থাকবে পুরস্কার। এছাড়া সাতটি ছবির জন্য থাকবে বিশেষ পুরস্কার। এই প্রতিযোগিতার শ্রেষ্ঠ ৪০টি ছবি নিয়ে বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি সম্মেলনে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

ছবি আপলোড করতে হবে উইকিমিডিয়া কমন্সে: https://commons.wikimedia.org/wiki/COM:BNWPC14

​ এই প্রতিযোগিতা নিয়ে প্রকাশিত কিছু সংবাদের লিংক:

বাংলা উইকিপিডিয়া ছবি প্রতিযোগিতা ২০১৪ (ভারত)

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে উইকিমিডিয়া ভারতের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা উইকিপিডিয়া ছবি প্রতিযোগিতা ২০১৪ (ভারত)’। প্রতিযোগিতাটি ১লা অক্টোবর ২০১৪ থেকে ৩০শে নভেম্ববর ২০১৪ পর্যন্ত চলবে। সারা বিশ্বে ভারতকে তুলে ধরতে এবং উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার নিবন্ধসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে এই প্রতিযোগিতার ছবিগুলো ব্যবহৃত হবে। এ প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবে এবং যত ইচ্ছে ছবি প্রতিযোগিতায় দিতে পারবে। যেকোনো সময়ে ধারণ করা হোক, ছবিগুলো আপলোড করতে পারবেন। শ্রেষ্ঠ তিন ছবির জন্য থাকবে পুরস্কার। এছাড়া সাতটি ছবির জন্য থাকবে বিশেষ পুরস্কার।

ছবি আপলোড করতে হবে উইকিমিডিয়া কমন্সে: https://commons.wikimedia.org/wiki/COM:BNWPCIN

দশম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন

সম্পাদনা

দশম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন, কলকাতা

সম্পাদনা

গণসম্পাদনা

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে একটি 'এডিটাথন' বা গণসম্পাদনার আয়োজন করা হয়েছে। এই গণসম্পাদনার প্রধান উদ্দেশ্য বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধি। সম্মেলনে অংশগ্রহণকারী সকলেই এই গণসম্পাদনায় অংশগ্রহণ করতে পারেন। গণসম্পাদনায় অংশগ্রহণের জন্য ব্যক্তিগত ল্যাপটপ থাকলে ভালো হয়। ইন্টারনেট এবং ওয়াই-ফাইয়ের ব্যবস্থা সাংগঠনিক কমিটি করবে।

এই গণসম্পাদনার সেরা অবদানকারীদের সম্মেলনের শেষে স্বীকৃতি প্রদান করা হবে।

  • তারিখ: ১০ জানুয়ারি ২০১৪
  • সময়: ০৯:০০ - ১৬:০০
  • স্থান: বিবেকানন্দ হল, সুবর্ণ জয়ন্তী বিল্ডিং, যাদবপুর বিশ্ববিদ্যালয় (সম্ভাব্য)
  • বিষয়: পশ্চিমবঙ্গ
  • কি নিয়ে আসবেন: ব্যক্তিগত ল্যাপটপ
  • কিসের ব্যবস্থা থাকবে: ইন্টারনেট এবং ওয়াই-ফাইয়ের ব্যবস্থা


দুই বাংলার উইকিপিডিয়ানদের সমন্বয়মূলক কাজকর্ম সম্বন্ধে আলোচনা

সম্পাদনা

কলকাতার অনুষ্ঠানে প্রথম দিন দুই বাংলার উইকিপিডিয়ানদের মধ্যে সহযোগিতা ও সমন্বয়মূলক কাজকর্মের ব্যাপারে একটি খোলাখুলি আলোচনার আয়োজন করা হবে। নিম্নের বিষয়বস্তু সম্বন্ধে আলোচনার করা হবে।

  • নিয়মিত ভাবে বিশেষ দিনগুলিতে অনলাইন এডিটাথন
  • নতুন উইকিপিডিয়ান তৈরি এবং নতুনদের স্থায়ী হবার/করার উপায়সমূহ
  • অনলাইন আড্ডা বা হ্যাংআউট

স্কুল প্রোগ্রাম

সম্পাদনা

স্কুল প্রোগ্রামের মাধ্যমে মূলত বিদ্যালয় পর্যায়ে উইকিপিডিয়ার পাঠক ও ব্যবহার বৃদ্ধিকে লক্ষ্য করা হয়েছে। জরিপের মাধ্যমে এই প্রোগ্রামগুলোর উপযোগিতা এবং প্রোগ্রামে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের উইকিপিডিয়া ব্যবহারের ধরণ জানা সম্ভব। এ ব্যপারে উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ইভালুয়েশন কর্মকর্তা Jaime Anstee এবং Edward Galvez এর সাথে তানভির মোর্শেদনাহিদ সুলতানের একটি অনলাইন সাক্ষাৎ অনুষ্ঠিত (জানুয়ারি ৭, ২০১৫) হয়। সাক্ষাতে স্কুল প্রোগ্রাম এবং সামগ্রিকভাবে উইকিপিডিয়ার পঠন-ব্যবহারকারী বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। জরিপ পরিচালনার জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশন কিছু সম্ভাব্য দিক-নির্দেশনা প্রদান করে:

শ্রেষ্ঠ উইকিপিডিয়ান পুরস্কৃতকরণ

সম্পাদনা