উইকিপিডিয়া:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী/কার্যসূচী/গণসম্পাদনা

[দশম প্রতিষ্ঠাবার্ষিকী]
২০১৪
মূল কার্যসূচী আলোচনা বৃত্তি বাজেট কমিটি

বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে একটি 'এডিটাথন' বা গণসম্পাদনার আয়োজন করা হয়েছে। এই গণসম্পাদনার প্রধান উদ্দেশ্য বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধি। সম্মেলনে অংশগ্রহণকারী সকলেই এই গণসম্পাদনায় অংশগ্রহণ করতে পারেন। গণসম্পাদনায় অংশগ্রহণের জন্য ব্যক্তিগত ল্যাপটপ থাকলে ভালো হয়। ইন্টারনেট এবং ওয়াই-ফাইয়ের ব্যবস্থা সাংগঠনিক কমিটি করবে।

এই গণসম্পাদনার সেরা অবদানকারীদের সম্মেলনের শেষে স্বীকৃতি প্রদান করা হবে।

  • তারিখ: ১০ জানুয়ারি ২০১৪
  • সময়: ০৯:০০ - ১৬:০০
  • স্থান: বিবেকানন্দ হল, সুবর্ণ জয়ন্তী বিল্ডিং, যাদবপুর বিশ্ববিদ্যালয় (সম্ভাব্য)
  • বিষয়: পশ্চিমবঙ্গ
  • কি নিয়ে আসবেন: ব্যক্তিগত ল্যাপটপ
  • কিসের ব্যবস্থা থাকবে: ইন্টারনেট এবং ওয়াই-ফাইয়ের ব্যবস্থা


অংশগ্রহণকারী সম্পাদনা

এই গণসম্পাদনায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা নীচে তাদের নাম যোগ করুন