উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০২০
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় ব্যবহারকারী হিসেবে সম্পাদনা ও নিবন্ধ তৈরির কাজ করছি বিগত আড়াই বছরেরও বেশি সময় ধরে। বর্তমানে উইকিপিডিয়ার বিভিন্ন নীতিমালা সম্বন্ধে ধারণা রয়েছে। দেখা যায় যে, বাংলা উইকিপিডিয়ার অনেক নিবন্ধের অমীমাংসিত সম্পাদনাসমূহ অনেক সময় অপরীক্ষিত হিসেবেই পড়ে থাকে। এমনকি এই আবেদন করার পূর্ব মুহুর্ত পর্যন্ত বিশেষ:অমীমাংসিত পরিবর্তন পাতায় ১৪টির মতো সম্পাদনা অমীমাংসিত হিসেবে রয়েছে। এই অধিকারটি পেলে বাংলা উইকিপিডিয়ার অমীমাংসিত সম্পাদনাসমূহ পরীক্ষিত করার পাশাপাশি সুরক্ষা যুক্ত নিবন্ধসমূহে সম্পাদনা করার আগ্রহ আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আশা করি বিবেচনায় নিবেন। ধন্যবাদ রিয়াজ (আলাপ) ১৩:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- @NahidSultan: ভাই, আবেদন করেছি প্রায় ২ দিন হলো, হয়তো আপনাদের নজরে আসে নি। কিছু একটা বলুন। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ০৭:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে ~মহীন (আলাপ) ০৮:০৭, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় ব্যবহারকারী হিসেবে বিভিন্ন ধরনের সম্পাদনা ও নিয়মিত নিবন্ধ তৈরির কাজ করে যাচ্ছি। উইকির বিভিন্ন নীতিমালা সম্পর্কে ধারণা আছে। এটাও বুঝি যে উইকি আসলে কি, আর কি নয়। উইকির ধ্বংস প্রবনতারোধে অনেক নিবন্ধের অমীমাংসিত সম্পাদনাসমূহ নিজ মেধা ও প্রজ্ঞাবলে, নিরপেক্ষতা ও উইকির নিয়মানুসারে, সঠিক ও সর্বজনগ্রাহ্য, একটা মীমাংসায় এসে তা নিবন্ধে যোগ করার সুযোগ পেতে আমার এই অধিকার প্রয়োজন। বিনীত নিবেদক। — কুউ পুলক ✉ ২২:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
সুধি প্রশাসকগণ আশা করছি করোনার এই দুঃসময়েও পরিবারসহ ভালো আছেন, আপনারা ইতিমধ্যেই লক্ষ করেছেন আমাদের বাংলা উইকিপিডিয়া আজ এক লক্ষ নিবন্ধের দারপ্রান্তে রয়েছে, কিন্তু সবকিছুরি একটি বিপরীতধর্মী দিক থাকে (নিউটনের সূত্র অনুসারে), বর্তমানে অমীমাংসিত সম্পাদনা (কিছু আইপি ঠিকানা এবং কিছু সক পাপেট্রি) বেড়ে গেছে যা ঠেকানোর জন্য WP:নিরীক্ষক অধিকারেরো প্রয়োজন রয়েছে। উল্লেখ্য আমার WP:স্বয়ংক্রিয় পরীক্ষণ এবং WP:রোলব্যাকার অধিকারদুটি রয়েছে, যা প্রমাণ করে আমি WP:ধ্বংসপ্রবণতা সম্পর্কে অবগত রয়েছি। আরো উল্লেখ্য যে আমার করা তিনটি নিবন্ধ WP:ভালো নিবন্ধ হিসেবে মনোনয়ন পেয়েছে (ভালো নিবন্ধ হওয়ার জন্য আলোচনা চলছে) যা প্রমাণ করে আমি রচনাশৈলী সম্পর্কে সুজ্ঞান রাখি।- এফ আর শুভ(বার্তা দিন) ০৯:৪৫, ১৬ জুলাই ২০২০ (ইউটিসি) - এফ আর শুভ(বার্তা দিন) ০৯:৪৫, ১৬ জুলাই ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে। তবে, ‘এর’ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে আরও সতর্ক থাকার অনুরোধ। যেমন,
বাংলাদেশ এর
না হয়ে হবে বাংলাদেশের,উপস্থাপক এর
না হয়ে হবে উপস্থাপকের প্রভৃতি। উইকিপিডিয়া:বাংলা_প্রয়োগবিধি#এর। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২০, ১৬ জুলাই ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
অমিমাংসিত সম্পাদনাগুলি পর্যালোচনার জন্য অধিকারটি চাই। আবেদন করার পূর্বে আমি উইকিপিডিয়া:নিরীক্ষক পাতাটি বিস্তারিত পড়েছি, এবং এখন আবেদনটি করছি। উল্লেখ্য যে, আমার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাকার অধিকারও রয়েছে। ~ নাহিয়ান আলাপ ০৯:১৯, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৯, ৯ আগস্ট ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
সুধী প্রশাসক, নিরীক্ষক অধিকারের আবেদন করছি কারণ পাতা পর্যালোচনার কাজে আরো সক্রিয়ভাবে যুক্ত হতে চাই। উল্লেখ্য আমার WP:স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি রয়েছে এবং আমি WP:ধ্বংসপ্রবণতা সম্পর্কে ও উইকিপিডিয়ার মৌলিক নীতিগুলির সাথে বিশেষভাবে অবগত রয়েছি কয়েক বছর ধরে। Pinakpani (আলাপ) ১৯:৩৬, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৯, ৯ আগস্ট ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
অমীমাংসিত পরিবর্তন পাতায় জমে থাকা অমীমাংসিত পাতাসমূহ পর্যালোচনা করার সুবিধার্থে আমি নিরীক্ষক অধিকারের জন্য আবেদন করছি। আশা করি এর মাধ্যমে উইকিপিডিয়ার প্রশাসনিক কাজ ত্বরান্বিত করতে ভূমিকা রাখতে পারবো। পুনশ্চঃ ইতোমধ্যে স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি আমার রয়েছে। উল্লেখ্য এর পূর্বেও আবেদন করেছিলাম। কিন্তু হ্যাট কালেক্টিং হওয়ায় তা ব্যর্থ হয়েছিলো। কোপার্নিকাস (আলাপ) ০১:৫৪, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৬, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
অমীমাংসিত সম্পাদনা পর্যালোচনা করার জন্য এই অধিকারটি চাই। কখনো কখনো নিজের সম্পাদনাই দীর্ঘসময় অপর্যালোচিত থেকে যায়, যা বিরক্তিকর লাগে। আমি WP:নিরীক্ষক পাতাটি বিস্তারিত পড়েছি। আমার অ্যাকাউন্টে "WP:রোলব্যাকার" অধিকার আছে, যা প্রমাণ করে আমি WP:ধ্বংসপ্রবণতা সম্পর্কে অবগত। —ইয়াহিয়াবলুন... • ০৫:০৭, ১৭ আগস্ট ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৪, ২৩ আগস্ট ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
সুধী, আমি বিগত দুই বছরেরও অধিক সময় যাবত বাংলা উইকিপিডিয়ার সাথে আছি। এই সময়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজ যেমন করেছি, তেমনি কিছু অভিজ্ঞতাও সঞ্চিত হয়েছে। সাম্প্রতিক পরিবর্তন পাতায় নিয়মিত নজর রাখা না হলেও (অধিকার পেলে এ কাজেও সক্রিয় হবো), পরিভ্রমণের সময় সামনে আসা পাতাগুলোর ইতিহাস পর্যবেক্ষণের চেষ্টা করি। তবে নতুন তৈরিকৃত পাতাগুলোয় নিয়ম করেই নজরে রাখি। তাছাড়া, বেশ কিছু পাতায় (সুরক্ষিত পাতা) কাজ করার সময়, আমার সম্পাদনাগুলো অমীমাংসিত হিসেবে থেকে যায়। নিরীক্ষক অধিকারটি পেলে এই সম্পাদনাগুলো আলাদা করে মীমাংসা করার প্রয়োজন হবে না। আমি উইকিপিডিয়া:নিরীক্ষক ও সংশ্লিষ্ট পাতাগুলো ভালো করে পড়েছি এবং আমার ব্যবহারকারী নামের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি যুক্ত আছে। -- আদিভাই (আলাপ) ০৯:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি লক্ষ্য করেছি, বাংলা উইকিতে অমীমাংসিত সম্পাদনাগুলো দীর্ঘ সময অপর্যালোচিত অবস্থায় থেকে যায়। তাছাড়া ধর্মীয় নিবন্ধে অনেকের পর্যালোচনা সঠিক হয় না। তাই আমি এই অধিকারটি চাই। আমি Wp:নিরীক্ষক পড়েছি এবং আমার আইডিতে ‘রোলব্যাক’ অধিকারটি সক্রিয় আছে। তাছাড়া আমি জানি যে, এখানে অমীমাংসিত সম্পাদনা সমূহ পাওয়া যায়। - ওয়াইস আলাপ ১৯:১৮, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:১১, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বিগত তিনবছর ধরে উইকিপিডিয়া সম্পাদনা করে আসছি। আমি WP:নিরীক্ষক পাতাটি বিস্তারিত পড়েছি। বিভিন্ন সময় ধংসাত্মক সম্পাদনার জন্য যেসকল পাতাগুলো সুরক্ষিত করা হয়, সেই সকল (বিশেষ:অমীমাংসিত পরিবর্তন) পাতাগুলোর যাতে দ্রুত মীমাংসা করা যায়, তার জন্য আমি নিরীক্ষকের সুবিধাটি পাওয়ার জন্য আবেদন করছি। আমার স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি রয়েছে। আমি WP:ধ্বংসপ্রবণতা বিষয় সম্পর্কে অবগত এবং আমি প্রায়শই সাম্প্রতিক পরিবর্তন পাতাটি থেকে ধংসাত্মক/অবাঞ্ছিত সম্পাদনাগুলি নজরে রাখি। Heliophilous (আলাপ) ০৫:২৮, ৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৪, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
বাংলা উইকিপিডিয়ার কলেবর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ধ্বংসপ্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক পরিবর্তনে টহল দেওয়ার সময় কোন সুরক্ষিত পাতায় ধ্বংসপ্রবণতা চোখে পড়লে তা রোলব্যাক করার পরেও আমার সম্পাদনাটি কোন একজন নিরীক্ষক কর্তৃক পর্যালোচিত হতে হয়। নিবন্ধের অমীমাংসিত পরিবর্তন পর্যালোচনা ও টহল দেওয়ার কাজ আরও গতিশীল করতে এই অধিকারটি প্রয়োজন। এছাড়াও সম্প্রতি নিরীক্ষকদের কার্যপরিধি বৃদ্ধি পেয়েছে। পুনর্নির্দেশ ছাড়া নিবন্ধ স্থানান্তর এবং ইয়াহিয়া ভাইয়ের অনুদিত রাউন্ড-রবিন স্থানান্তর তথা পুনর্নিদেশ করা শিরোনামে সেই পাতাটি অপসারণ না করেই স্থানান্তরের জন্য এই অধিকারটি প্রয়োজন। আমি WP:নিরীক্ষক পড়েছি এবং আমি WP:ধ্বংসপ্রবণতা, WP:জীবিত ব্যক্তির জীবনী, WP:উইকিপিডিয়া কি নয় সম্পর্কে অবগত রয়েছি। আশাকরি আমি অধিকারটি পেলে আমি এর যথাযথ প্রয়োগ করতে পারব। উল্লেখ্য আমার WP:স্বয়ংক্রিয় পরীক্ষণ এবং WP:রোলব্যাকার অধিকারদুটো আছে। ≈ MS Sakib «আলাপ» ০৬:৪৬, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৪, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বিগত এক বছরেরও বেশি সময় ধরে বাংলা উইকিপিডিয়ার সাথে যুক্ত আছি। অমীমাংসিত পরিবর্তনগুলো পর্যালোচনা এবং পুনর্নির্দেশ ছাড়া নিবন্ধ স্থানান্তর করতে আমার এই অধিকারটি প্রয়োজন। উল্লেখ্য, আমি উইকিপিডিয়া:নিরীক্ষক পাতাটি পড়েছি এবং বাংলা উইকিপিডিয়ায় আমার ইতোমধ্যে wp:স্বয়ংক্রিয় পরীক্ষণ ও wp:রোলব্যাক অধিকার আছে।— গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ২১:০২, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- 'করা হয়েছে'~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:৫১, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)